Rajbarimail.com
ঢাকা, সোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. ভিন্ন স্বাদের খবর
  7. ধর্ম ও জীবন
  8. আলোচিত খবর

কোটা আন্দোলনে নিহত আব্দুল গণির পরিবারের দায়িত্ব নিল আসলাম মিয়া, গোয়ালন্দ মোড়কে শহীদ গণি চত্ত্বর ঘোষণা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ৫:৪১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ কোটা সংস্কার আন্দোলনে নিহত রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকার আব্দুল গণি শেখের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানসহ দায়িত্ব নিলেন খানখানাপুর এলাকার বাসিন্দা, ঢাকা হাইকোর্টের সিনিয়র আইনজীবী আসলাম মিয়া। তিনি কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ আসলাম মিয়া।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিহত আব্দুল গণির পরিবারের খোঁজ নিতে যান আসলাম মিয়া। তিনি নিহত আব্দুল গণির পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং নগদ ২৫ হাজার টাকা তুলে দেন। একই সাথে আব্দুল গণির কুলখানি অনুষ্ঠানেরও দায়িত্ব গ্রহণ করেন।

আসলাম মিয়া বলেন, কোটা সংস্কার আন্দোলনে নিহত আব্দুল গণি শেখ ২০২৪ সনের একজন মুক্তিযোদ্ধা। আব্দুল গণি শেখসহ হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। নিহত গণির স্ত্রী ও পরিবারে ভরণপোষণসহ ছেলের চাকরি ও মেয়ের লেখাপড়ার দায়িত্ব আমি ব্যক্তিগতভাবে নিলাম। পাশাপাশি জেলা বিএনপিও তার পরিবারের দায়িত্ব নিচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এখানে এসেছি। এছাড়া নিহত গণির নামে গোয়ালন্দ মোড়ের নাম শহীদ গণি চত্ত্বর করণের ঘোষণা দেন।

আসলাম মিয়া বলেন, আব্দুল গণির পরিবারের পাশাপাশি কোটা আন্দোলনে নিহত জেলার কালুখালী উপজেলার রতনদিয়ার কুরমান মন্ডল ও বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের কলেজ শিক্ষার্থী সাগর আহম্মেদের পরিবারের পাশেও দাড়ানোর ঘোষণা দেন।

এছাড়া বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে শনিবার রাতেই কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা করছেন বলে জানান। এর আগে শুক্রবার জুম্মার নামাজ শেষে জেলা বিএনপির আয়োজনে গোয়ালন্দ মোড় এলাকায় কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, সদস্য আব্দুস সালাম মিয়া, অধ্যক্ষ খোন্দকার আব্দুল মুহিত, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান, জেলা ছাত্রদলের সদস্য সচিব শহীদুল ইসলাম, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ মোহাম্মদ আলমগীর, আব্দুল মালেক সহ বিএনপি নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯ জুলাই অফিসের ফোন পেয়ে সকালে রাজধানীর উত্তর বাড্ডার গুপিপাড়ার বাসা থেকে গুলশান-২ সিক্সসিজন নামক আবাসিক হোটেলের উদ্দেশ্যে বের হন আব্দুল গণি (৪৫)। পথিমধ্যে শাহজাদপুর বাঁশতলা এলাকায় শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ চলাকালে তার মাথার ডান পাশে গুলি লেগে আরেক পাশ দিয়ে বের হয়। স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়।

আব্দুল গণির পরিবারে মা-বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে এবছর এইচএসসি পরিক্ষার্থী, মেয়েটি স্থানীয় একটি কিন্ডার গার্টেনে পড়াশোনা করছে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি একমাত্র আব্দুল গণি মারা যাওয়ায় অসহায় হয়ে পড়ে পরিবারটি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের দুইদিন পর মামলা দায়ের, তিন দিনেও গ্রেপ্তার বা উদ্ধার নেই

রাজবাড়ীতে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ কনস্টেবলকে হয়রানির অভিযোগ

রাজবাড়ীতে প্রতিবন্ধীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে চেকপোস্টে তল্লাশি, মুরগভির্তি গাড়ি ছিনতাই

গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

গোয়ালন্দে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

জনদুর্ভোগ কমাতে ও চলাচলের উপযোগী করতে ফরিদপুরে যুবদলের উদ্যোগে রাস্তা সংস্কার

পরিবেশ আইন অমান্য করায় রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজারকে জরিমানা, সাময়িক বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে অস্ত্রের মুখে কৃষকের এক লাখ টাকা ছিনতাই, ইউপি সদস্য সহ পাঁচজনের নামে মামলা

রাজবাড়ীতে সওজের মাস্টাররোল কর্মচারীদের সাত দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ীতে সরকারি কলেজে শিক্ষককে হেনস্তা; বিচারের দাবিতে মানববন্ধন, তদন্ত কমিটি গঠন

রাজবাড়ীতে দুই সপ্তাহে সাড়ে তিন কোটি টাকার জাল ধ্বংস, ১৩০ জেলে দণ্ড প্রদান