০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নিজের সব হোটেলকে হাসপাতাল বানানোর নির্দেশ দিলেন রোনালদো, বিনামূল্যে সেবার ব্যবস্থা

করনাভাইরাসের সংক্রমণ থেকে নিজ দেশের মানুষকে রক্ষা করতে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো নিজের ‘সিআর৭ পেস্তানা’ হোটেলগুলোকে হাসপাতালে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছেন। চীনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগ মোকাবিলায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রোববার (১৫ মার্চ) এ খবর জানিয়েছে স্পেনের স্পোর্টস বিষয়ক দৈনিক মার্কা।

এক ঘোষণায় রোনালদো জানিয়েছেন, সিআর৭ হোটেলগুলোতে করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়া যাবে। এছাড়াও, জুভেন্টাসের এই ফুটবলার করোনাভাইরাস মোকাবিলায় কাজ করা চিকিৎসক ও কর্মীদের ব্যয়ভার নিজেই বহন করবেন বলে জানান। এর আগে, সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত এক বার্তায় ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছিলেন, ‘সবকিছুর উর্ধ্বে আমাদের জীবন ও স্বাস্থ্যরক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়ে করোনাভাইরাস সম্পর্কে কর্তৃপক্ষের নির্দেশনা আমাদের মেনে চলতে হবে।’ প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে এখন পর্যন্ত সারাবিশ্বে এক লাখ ৫৬ হাজার ৭৩০ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৮৩৯ জনের। রোগমুক্ত হয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন ৭৫ হাজার ৯৩৩ জন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

নিজের সব হোটেলকে হাসপাতাল বানানোর নির্দেশ দিলেন রোনালদো, বিনামূল্যে সেবার ব্যবস্থা

পোস্ট হয়েছেঃ ০৪:৩৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০

করনাভাইরাসের সংক্রমণ থেকে নিজ দেশের মানুষকে রক্ষা করতে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো নিজের ‘সিআর৭ পেস্তানা’ হোটেলগুলোকে হাসপাতালে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছেন। চীনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগ মোকাবিলায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রোববার (১৫ মার্চ) এ খবর জানিয়েছে স্পেনের স্পোর্টস বিষয়ক দৈনিক মার্কা।

এক ঘোষণায় রোনালদো জানিয়েছেন, সিআর৭ হোটেলগুলোতে করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়া যাবে। এছাড়াও, জুভেন্টাসের এই ফুটবলার করোনাভাইরাস মোকাবিলায় কাজ করা চিকিৎসক ও কর্মীদের ব্যয়ভার নিজেই বহন করবেন বলে জানান। এর আগে, সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত এক বার্তায় ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছিলেন, ‘সবকিছুর উর্ধ্বে আমাদের জীবন ও স্বাস্থ্যরক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়ে করোনাভাইরাস সম্পর্কে কর্তৃপক্ষের নির্দেশনা আমাদের মেনে চলতে হবে।’ প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে এখন পর্যন্ত সারাবিশ্বে এক লাখ ৫৬ হাজার ৭৩০ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৮৩৯ জনের। রোগমুক্ত হয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন ৭৫ হাজার ৯৩৩ জন।