০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে চুরি, মাদক বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভায় অসন্তোষ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সার্বিক পরিস্থিতি মোটামুটি ভালো থাকলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় চুরি, মাদকসহ নানা ধরনের অপরাধ বেড়ে গেছে। সোমবার উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় অধিকাংশ বক্তা চুরি ও মাদকের হার বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র আইন শৃঙ্খলা কমিটির সভার সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিন তারান্নুম হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত হোসেন জাকির, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্যা, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমূখ।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিন তারান্নুম হক বলেন, এক মাসের বেশি ধরে হাসপাতালে ঘন ঘন চুরি হচ্ছে। এমনকি দিনের বেলায় চোরদল সিসি ক্যামেরার তারসহ গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিচ্ছে। থানায় ফোন করলে পুলিশ ঘুরে যাওয়ার পর আবার চুরি হচ্ছে। প্রতিকারে তিনি ওসি এবং ইউএনও’র সহযোগিতা কামনা করেন।

উপজেলা আ.লীগের সহসভাপতি এনায়েত হোসেন জাকির বলেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন তাঁর গ্রামের বাড়ি এলাকায় প্রায় প্রতি রাতে চুরি হচ্ছে। বাড়ির সামনে সিসি ক্যামেরা লাগালে দুর্বৃত্তরা বাগানে পানির পাইপ কেটে টুকরো টুকরো করে দেয়। স্থানীয়দের সাথে বহিরাগতদের নিয়মিত মাদকের আড্ডা বসছে। অনেক পরিচিত ব্যক্তি আছেন যারা মাদক কারবারে জড়িত। তাদের চিহিৃত করে সামাজিকভাবে বয়কট করা দরকার।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার চক্রবর্তী বলেন, চুরি যেমন বেড়েছে, মানব পাচারও বেড়েছে। ইউরোপে পাঠানোর কথা বলে তাদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বিদেশে পাঠানোর পর নির্যাতন করছে। উপজেলার কয়েকটি ঘটনা তাঁর জানা রয়েছে। বিদেশে পাঠানোর পর কক্ষে আটকে রেখে শারীরিক নির্যাতন চালিয়ে ভিডিও পরিবারে পাঠিয়ে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে। বিষয়টি সবাইকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন বলেন, দৌলতদিয়া পোড়াভিটাসহ ঘাট এলাকায় মাদক বেড়েছে, চুরিও বেড়েছে। দৌলতদিয়া রেলষ্টেশন জামে মসজিদ থেকে মুক্তি মহিলা সমিতি পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে যৌনকর্মীদের অবাদ বিচরণ চলে। তারা বহিরাগতদের সাথে নিয়মিত আড্ডা দিচ্ছেন। বহিরাগতদের অনেকে মাদক কারবার এবং চুরির সাথে জড়িত থাকছে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সামাদ মোল্যা বলেন, দৌলতদিয়া পোড়াভিটা এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে। প্রশাসন কি এসব বিষয় জানে না? তারা গুরুত্বের সাথে ব্যবস্থা নিলে এসব অনেক আগেই বন্ধ হয়ে যেত।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম বলেন, যারা মাদক কারবারে জড়িত তাদের চিহিৃত করে সামাজিকভাবে বয়কট করা হবে। পৌরসভার মধ্যে থাকলে পৌরসভার নাগরিক সুবিধা দেওয়া হবে না। শুধু প্রশাসনের ওপর দায় চাপালে হবেনা। আমাদেরও এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে।

গোয়ালন্দঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, ১১ ডিসেম্বর এখানে যোগদান করে ২০ দিনে ২১টি মাদক মামলা দিয়েছি। কোন খুন, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকা- ঘটেনি। মাদকের ব্যাপারে আমরা সক্রিয় রয়েছি। অভিযোগ পেলে সে যেই হোক তাৎক্ষনিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় একাধিকবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেশ কয়েকজনকে জেলে পাঠিয়েছি। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নিয়মিত অভিযান চালাচ্ছে। সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনকে সহযোগিতার অনুরোধ জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে চুরি, মাদক বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভায় অসন্তোষ প্রকাশ

পোস্ট হয়েছেঃ ০৭:২৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সার্বিক পরিস্থিতি মোটামুটি ভালো থাকলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় চুরি, মাদকসহ নানা ধরনের অপরাধ বেড়ে গেছে। সোমবার উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় অধিকাংশ বক্তা চুরি ও মাদকের হার বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র আইন শৃঙ্খলা কমিটির সভার সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিন তারান্নুম হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত হোসেন জাকির, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্যা, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমূখ।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিন তারান্নুম হক বলেন, এক মাসের বেশি ধরে হাসপাতালে ঘন ঘন চুরি হচ্ছে। এমনকি দিনের বেলায় চোরদল সিসি ক্যামেরার তারসহ গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিচ্ছে। থানায় ফোন করলে পুলিশ ঘুরে যাওয়ার পর আবার চুরি হচ্ছে। প্রতিকারে তিনি ওসি এবং ইউএনও’র সহযোগিতা কামনা করেন।

উপজেলা আ.লীগের সহসভাপতি এনায়েত হোসেন জাকির বলেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন তাঁর গ্রামের বাড়ি এলাকায় প্রায় প্রতি রাতে চুরি হচ্ছে। বাড়ির সামনে সিসি ক্যামেরা লাগালে দুর্বৃত্তরা বাগানে পানির পাইপ কেটে টুকরো টুকরো করে দেয়। স্থানীয়দের সাথে বহিরাগতদের নিয়মিত মাদকের আড্ডা বসছে। অনেক পরিচিত ব্যক্তি আছেন যারা মাদক কারবারে জড়িত। তাদের চিহিৃত করে সামাজিকভাবে বয়কট করা দরকার।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার চক্রবর্তী বলেন, চুরি যেমন বেড়েছে, মানব পাচারও বেড়েছে। ইউরোপে পাঠানোর কথা বলে তাদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বিদেশে পাঠানোর পর নির্যাতন করছে। উপজেলার কয়েকটি ঘটনা তাঁর জানা রয়েছে। বিদেশে পাঠানোর পর কক্ষে আটকে রেখে শারীরিক নির্যাতন চালিয়ে ভিডিও পরিবারে পাঠিয়ে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে। বিষয়টি সবাইকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন বলেন, দৌলতদিয়া পোড়াভিটাসহ ঘাট এলাকায় মাদক বেড়েছে, চুরিও বেড়েছে। দৌলতদিয়া রেলষ্টেশন জামে মসজিদ থেকে মুক্তি মহিলা সমিতি পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে যৌনকর্মীদের অবাদ বিচরণ চলে। তারা বহিরাগতদের সাথে নিয়মিত আড্ডা দিচ্ছেন। বহিরাগতদের অনেকে মাদক কারবার এবং চুরির সাথে জড়িত থাকছে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সামাদ মোল্যা বলেন, দৌলতদিয়া পোড়াভিটা এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে। প্রশাসন কি এসব বিষয় জানে না? তারা গুরুত্বের সাথে ব্যবস্থা নিলে এসব অনেক আগেই বন্ধ হয়ে যেত।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম বলেন, যারা মাদক কারবারে জড়িত তাদের চিহিৃত করে সামাজিকভাবে বয়কট করা হবে। পৌরসভার মধ্যে থাকলে পৌরসভার নাগরিক সুবিধা দেওয়া হবে না। শুধু প্রশাসনের ওপর দায় চাপালে হবেনা। আমাদেরও এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে।

গোয়ালন্দঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, ১১ ডিসেম্বর এখানে যোগদান করে ২০ দিনে ২১টি মাদক মামলা দিয়েছি। কোন খুন, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকা- ঘটেনি। মাদকের ব্যাপারে আমরা সক্রিয় রয়েছি। অভিযোগ পেলে সে যেই হোক তাৎক্ষনিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় একাধিকবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেশ কয়েকজনকে জেলে পাঠিয়েছি। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নিয়মিত অভিযান চালাচ্ছে। সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনকে সহযোগিতার অনুরোধ জানান।