০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সহজ পাঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ভ্রমন শেষে দৌলতদিয়ায় ওসির ফুলেল শুভেচ্ছা

কামাল হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে দুই দিনের শিক্ষা ভ্রমনে এসেছিলেন রাজধানী ঢাকার লালমাটিয়ার সহজ পাঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। দুই দিনের ভ্রমন শেষে গতকাল রোববার সন্ধ্যায় ঢাকায় ফেরার পথে দৌলতদিয়া ফেরি ঘাটে তাদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

এ সময় আলাপকালে কয়েকজন শিক্ষার্থী জানান, গৎবাঁধা পড়ালেখার বাইরে গিয়ে যে কোন পরিবেশে কিভাবে টিকে থাকতে হয়। সব পরিবেশে কিভাবে মানিয়ে চলতে হয়, ভয় ও জড়তামুক্ত হয়ে কিভাবে গড়ে উঠা যায় এ বিষয়গুলোর প্রতি আমাদের সহজ পাঠ উচ্চ বিদ্যালয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এতে করে আমরা আনন্দের মধ্য দিয়ে বাস্তবমুখী শিক্ষা লাভ করতে পারি। এগুলোই আমাদের স্কুলের বৈশিষ্ট্য।

দুই দিনের সফরে তারা রাজবাড়ী জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জেনেছেন। পদ্মা নদী ও গ্রামীণ শারদীয় পূঁজা দেখাটা ছিল অভূতপূর্ব। এছাড়া এ জেলার মানুষের আথিয়েতায় তাঁরা মুগ্ধ। দুই দিনের সফর শেষে রোববার সন্ধ্যায় ঢাকায় ফেরার পথে দৌলতদিয়া ফেরি ঘাটে বিরতিকালে আলাপকালে এমন অভিমত ব্যাক্ত করেন তাঁরা।

সহজ পাঠ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোমেনা বেগম সাংবাদিকদের বলেন, সারা দেশের বিভিন্ন জায়গায় যাওয়া, নানা মানুষের সাথে মেশা এবং বিভিন্ন বৈচিত্র অর্জন করার মধ্য দিয়ে শিক্ষার্থীরা একজন সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠতে পারে সেই প্রত্যাশার জায়গা থেকেই আমাদের এ ভ্রমন। শিশুরা তাদের কার্যক্রমের মাধ্যমে মানব কল্যাণে কাজ করুক ও শাশ্বত বাঙালি হওয়ার শিক্ষা গ্রহন করুক, শিক্ষার উদ্দেশ্য এমনই হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

মোমেনা বেগম প্রত্যাশা ব্যাক্ত করে বলেন, সারাদেশের সব স্কুল সহজ পাঠ উচ্চ বিদ্যালয়ের মতো আনন্দ নিকেতন হয়ে উঠুক। হয়ে উঠুক শিশুদের অভয়ারণ্য।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহজ পাঠ উচ্চ বিদ্যালয়ের ট্রাস্টি সিদ্দিক বেলাল, উপাধ্যক্ষ দিলরুবা বেগম দিনা, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রমূখ।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

সহজ পাঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ভ্রমন শেষে দৌলতদিয়ায় ওসির ফুলেল শুভেচ্ছা

পোস্ট হয়েছেঃ ০৯:৪৭:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২

কামাল হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে দুই দিনের শিক্ষা ভ্রমনে এসেছিলেন রাজধানী ঢাকার লালমাটিয়ার সহজ পাঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। দুই দিনের ভ্রমন শেষে গতকাল রোববার সন্ধ্যায় ঢাকায় ফেরার পথে দৌলতদিয়া ফেরি ঘাটে তাদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

এ সময় আলাপকালে কয়েকজন শিক্ষার্থী জানান, গৎবাঁধা পড়ালেখার বাইরে গিয়ে যে কোন পরিবেশে কিভাবে টিকে থাকতে হয়। সব পরিবেশে কিভাবে মানিয়ে চলতে হয়, ভয় ও জড়তামুক্ত হয়ে কিভাবে গড়ে উঠা যায় এ বিষয়গুলোর প্রতি আমাদের সহজ পাঠ উচ্চ বিদ্যালয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এতে করে আমরা আনন্দের মধ্য দিয়ে বাস্তবমুখী শিক্ষা লাভ করতে পারি। এগুলোই আমাদের স্কুলের বৈশিষ্ট্য।

দুই দিনের সফরে তারা রাজবাড়ী জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জেনেছেন। পদ্মা নদী ও গ্রামীণ শারদীয় পূঁজা দেখাটা ছিল অভূতপূর্ব। এছাড়া এ জেলার মানুষের আথিয়েতায় তাঁরা মুগ্ধ। দুই দিনের সফর শেষে রোববার সন্ধ্যায় ঢাকায় ফেরার পথে দৌলতদিয়া ফেরি ঘাটে বিরতিকালে আলাপকালে এমন অভিমত ব্যাক্ত করেন তাঁরা।

সহজ পাঠ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোমেনা বেগম সাংবাদিকদের বলেন, সারা দেশের বিভিন্ন জায়গায় যাওয়া, নানা মানুষের সাথে মেশা এবং বিভিন্ন বৈচিত্র অর্জন করার মধ্য দিয়ে শিক্ষার্থীরা একজন সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠতে পারে সেই প্রত্যাশার জায়গা থেকেই আমাদের এ ভ্রমন। শিশুরা তাদের কার্যক্রমের মাধ্যমে মানব কল্যাণে কাজ করুক ও শাশ্বত বাঙালি হওয়ার শিক্ষা গ্রহন করুক, শিক্ষার উদ্দেশ্য এমনই হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

মোমেনা বেগম প্রত্যাশা ব্যাক্ত করে বলেন, সারাদেশের সব স্কুল সহজ পাঠ উচ্চ বিদ্যালয়ের মতো আনন্দ নিকেতন হয়ে উঠুক। হয়ে উঠুক শিশুদের অভয়ারণ্য।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহজ পাঠ উচ্চ বিদ্যালয়ের ট্রাস্টি সিদ্দিক বেলাল, উপাধ্যক্ষ দিলরুবা বেগম দিনা, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রমূখ।