নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর সার্বিক সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠানে ১২৪ জন বীর মুক্তিযোদ্ধাদের ফুল, ক্যাপ, বেড শিট দিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়া তাদের সম্মানে দুপুরে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী–১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সীসহ মুক্তিযোদ্ধার পরিবারবর্গ।