০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন সাংসদ

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ পদ্মায় পানি কমায় আবারও নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এবারের বর্ষা মৌসুমের শুরুতে এখন পযর্ন্ত সদর উপজেলায় প্রায় দেড় হাজার মিটার এলাকার সিসিব্লকসহ বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। এরই মধ্যে সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন ভাঙ্গতে ভাঙ্গতে রাজবাড়ী পৌরসভার ৯ নং ওয়াড এলাকায় ঢুকে পড়েছে।

গত শুক্রবার সন্ধ্যার ভাঙ্গনে তীর সংরক্ষণ বাঁধের অন্তত ২শ মিটার অংশ সিসিব্লকসহ তিনটি বসত ভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদী থেকে দশ গজ দূরে রয়েছে শহর রক্ষা বেড়ি বাধ। যে কোন মূহুর্তে বেড়ি বাধটিও নদীতে হারিয়ে যেতে পারে। শনিবার বিকালে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে রাজবাড়ী -১ আসনের সাংসদ কাজী কেরামত আলী।

পরিদর্শন শেষে সাংসদ জানান, বর্ষার পানি বাড়ার সময় এবং কমার সময় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। যেহেতু এখন বর্ষাকাল সে জন্য বালু ভর্তি জিও ব‍্যাগ ফেলেই ভাঙ্গন রোধ করার চেষ্টা করা হচ্ছে।বর্ষা মৌসুম শেষে স্থায়ী কাজ করা হবে।

এসময় সাংসদ আরও জানায়, ব্লক দিয়ে কাজ করার পরও যদি ভেঙ্গে যায় তাহলে তো স্থায়ী সমাধান হলো না। তাহলে পানি উন্নয়ন বোর্ড কি কাজ করলো? কি ডিজাইন করলো? অবশ্যই তাদের কাজের মধ্যে ভূল ছিলো। ডিজাইন অনুযায়ী ব্লক ফেলে নাই। বিষয়টি খতিয়ে দেখা হবে। এ বিষয়ে মন্ত্রী মহাদয়ের সাথে কথা বলবো। পানি উন্নয়ন বোর্ডের গাফলতি থাকলে ব‍্যবস্থা গ্রহন করা হবে। সেই সাথে আধুনিক প্রযুক্তি ব‍্যবহার করে নদী শাসনের স্থায়ী কাজ করা যায় সেই ব‍্যবস্থা নেওয়া হবে।

এর আগে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে জেলা প্রশাসক দিলসাদ বেগমসহ পানি উন্নয়ন বোর্ডের উদ্ধতন কর্মকর্তারা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন সাংসদ

পোস্ট হয়েছেঃ ০৯:১৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ পদ্মায় পানি কমায় আবারও নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এবারের বর্ষা মৌসুমের শুরুতে এখন পযর্ন্ত সদর উপজেলায় প্রায় দেড় হাজার মিটার এলাকার সিসিব্লকসহ বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। এরই মধ্যে সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন ভাঙ্গতে ভাঙ্গতে রাজবাড়ী পৌরসভার ৯ নং ওয়াড এলাকায় ঢুকে পড়েছে।

গত শুক্রবার সন্ধ্যার ভাঙ্গনে তীর সংরক্ষণ বাঁধের অন্তত ২শ মিটার অংশ সিসিব্লকসহ তিনটি বসত ভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদী থেকে দশ গজ দূরে রয়েছে শহর রক্ষা বেড়ি বাধ। যে কোন মূহুর্তে বেড়ি বাধটিও নদীতে হারিয়ে যেতে পারে। শনিবার বিকালে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে রাজবাড়ী -১ আসনের সাংসদ কাজী কেরামত আলী।

পরিদর্শন শেষে সাংসদ জানান, বর্ষার পানি বাড়ার সময় এবং কমার সময় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। যেহেতু এখন বর্ষাকাল সে জন্য বালু ভর্তি জিও ব‍্যাগ ফেলেই ভাঙ্গন রোধ করার চেষ্টা করা হচ্ছে।বর্ষা মৌসুম শেষে স্থায়ী কাজ করা হবে।

এসময় সাংসদ আরও জানায়, ব্লক দিয়ে কাজ করার পরও যদি ভেঙ্গে যায় তাহলে তো স্থায়ী সমাধান হলো না। তাহলে পানি উন্নয়ন বোর্ড কি কাজ করলো? কি ডিজাইন করলো? অবশ্যই তাদের কাজের মধ্যে ভূল ছিলো। ডিজাইন অনুযায়ী ব্লক ফেলে নাই। বিষয়টি খতিয়ে দেখা হবে। এ বিষয়ে মন্ত্রী মহাদয়ের সাথে কথা বলবো। পানি উন্নয়ন বোর্ডের গাফলতি থাকলে ব‍্যবস্থা গ্রহন করা হবে। সেই সাথে আধুনিক প্রযুক্তি ব‍্যবহার করে নদী শাসনের স্থায়ী কাজ করা যায় সেই ব‍্যবস্থা নেওয়া হবে।

এর আগে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে জেলা প্রশাসক দিলসাদ বেগমসহ পানি উন্নয়ন বোর্ডের উদ্ধতন কর্মকর্তারা।