• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২১
সর্বশেষ আপডেট : ১১ অক্টোবর, ২০২১

রাজবাড়ীতে ইউএনওর পরিচয় দিয়ে চাঁদা দাবীর অভিযোগ

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)পরিচয় দিয়ে একটি ফোন নাম্বার থেকে বিভিন্ন ব্যাক্তির কাছে চাঁদাদাবীর অভিযোগ উঠেছে। গত শনিবার রাত থেকে এমন অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমি মোহাম্মদ সায়েফ ইউএনও সদর রাজবাড়ী নামে ফেসবুক পেজে একটি সতকতা মূলক স্ট্যাটাস দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমি মোহাম্মদ সায়েফ জানায়, যে ফোন নাম্বার থেকে বিভিন্ন মানুষকে ফোন দিয়ে তার পরিচয় দেওয়া হচ্ছে সেই নাম্বারটা তার না। 01874-785750 এই নম্বর থেকে শিক্ষক সহ বিভিন্ন ব্যাক্তিকে কল করে টাকা চাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম ভয়ভীতি, হুমকি, ধামকি দেওয়া হচ্ছে। পরে বিষয়টি সদর থানার অফিসার ইচাজকে অবহিত করি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানায়, এ বিষয়ে তার জানা নেই। এমনকি এখন পযর্ন্ত কোন অভিযোগও পাই নাই।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর