নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কুরশী গ্রামের আব্দুস সালাম খান (৫৯) হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আনিছ খান (৪০) নামে একজনকে গ্রেপ্তারর করেছে র্যাব-৮ ফরিদপুরের একটি দল। শনিবার রাতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর কোতয়ালী থানা শহরের মৃগী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আনিছ খান টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মামুননগর গ্রামের মৃত আমরেজ খানের ছেলে।
শনিবার (৭ জানুয়ারি) রাতে র্যাব-৮ ফরিদপুর কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আব্দুস সালাম গত ২ জানুয়ারি ফরিদপুর কোতয়ালী থানার শহর তলীর গোয়ালচামট এলাকার ‘পথিক’ নামক আবাসিক হোটেলের তৃতীয় তলার ১৭ নম্বর একটি কক্ষে খুন হন। খবর পাওয়ার পর ফরিদপুরের কতোয়ালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এ বিষয়ে পুলিশের পাশাপাশি র্যাব-৮ বরিশাল ও ফরিদপুরের দল প্রাথমিক তদন্ত কাজ শুরু করে।
র্যাব জানায়, র্যাবের প্রাথমিক তদন্তে ঘটনার সাথে নিহত আব্দুস সালাম খান অপর এক ব্যক্তির সাথে করে তিনি ওই হোটেলে উঠেছিলেন জানতে পারেন। পরে ওই ব্যক্তি তাকে খুন করে বাইরে থেকে কক্ষে তালা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় খুনী আনিছ খানকে (৪০) শনাক্ত করে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শনিবার রাতেই র্যাব-৮ এর বরিশাল ও ফরিদপুরের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার কাছ থেকে খুন হওয়া আব্দুস সালাম খানের ব্যবহৃত সিমসহ একটি মুঠোফোর উদ্ধার করা হয়। এছাড়া র্যাব নিহত ব্যক্তির হারিয়ে যাওয়া দুটি মুঠোফোন ও একটি সিমকার্ড উদ্ধার করেছে।
র্যাবের দাবী, চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যাকান্ডের আসামীকে র্যাব অতি অল্প সময়ের মধ্যে প্রকৃত খুনীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
এ ঘটনায় শনিবার রাতেই ফরিদপুর কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে মামলা রুজু করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত আনিছকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করেছে।