নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার অসহায় শীতার্ত মানুষের মাঝে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর ব্যক্তিগত অর্থায়নে আজ বুধবার দুপুরে কম্বল বিতরণ করা হয়। কাজী কেরামত আলী নিজে উপস্থিত থেকে অসহায় ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
গোয়ালন্দ বাজার শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা।
পৌর যুবলীগের সভাপতি শেখ মো. সোহেল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকন এর সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মাহাবুব রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা প্রমূখ।
পরে গোয়ালন্দ পৌরসভার ৯টি ওয়ার্ডের বাছাইকৃত অসহায় ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে সাংসদ কাজী কেরামত আলী কম্বল বিতরণ করেন।