০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিআইডব্লিউটিসি কাউন্টারে অতিরিক্ত টাকা না দেওয়ায় চালক ও সহকারীকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) রাজবাড়ীর দৌলতদিয়া ও গোয়ালন্দ ভুমি কার্যালয় সংলগ্ন ওয়েব্রীজ স্কেল কাউন্টারে টিকিট নেয়ার সময় বাড়তি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সোমবার গোয়ালন্দ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সরকার দলীয় একাধিক নেতা ও উপজেলার ভাইস চেয়ারম্যান অভিযোগগুলো উত্থাপন করেন।

এদিকে গত রোববার (১০ জানুয়ারী) দিবাগত রাতে গোয়ালন্দের সহকারী কমিশনারের (ভুমি) কার্যালয় সংলগ্ন স্থাপিত ওয়েব্রীজ স্কেলে বাড়তি টাকা চেয়ে না পাওয়ায় কর্তব্যরত আনসার সদস্য ও ওয়েসিটি অপারেটরের বিরুদ্ধে গাড়ি চালক ও সহকারীকে মারধরের অভিযোগ উঠেছে।

গত সোমবার (১১ জানুয়ারী) দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সনম্বয় যৌথ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের সভাপতিত্বে নবনির্বাচিত গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী যোগদান করেন।

সভায় গোয়ালন্দ উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ অভিযোগ করে বলেন, প্রতিদিন দৌলতদিয়া ঘাট দিয়ে প্রায় দেড় হাজার বিভিন্ন ধরনের পন্যবাহি গাড়ি পার হয়। মাঝারী আকারের পন্যবাহি গাড়ি ভাড়া ৭৪০ টাকার স্থলে ৯০০ টাকা নেয়া হয়। প্রতিটি গাড়ি থেকে প্রায় ১৫০ টাকা হারে বাড়তি নিয়ে এই টাকা বিআইডব্লিউটিসির মো. সুমন নামের এক ব্যক্তির সমন্বয়ে একটি সংঘবদ্ধ গ্রুপ প্রতিদিন অন্তত অর্ধ লক্ষাধিক টাকা বাড়তি আদায় করছে। এছাড়া সংঘবদ্ধ কিছু প্রভাবশালী দালাল চক্র গাড়ি থেকে বাড়তি টাকা আদায় করছে। এই চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে।

বিপ্লব ঘোষের সাথে একমত পোষন করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সহিদুল ইসলাম খান ও উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী। আসাদুজ্জামান চৌধুরী বলেন, বিআইডব্লিউটিসি ও স্থানীয় দালাল চক্রের সদস্য বিভিন্ন ধরনের যানবাহন থেকে সরকার নির্ধারিত ফির থেকে বাড়তি টাকা আদায় করছে।

রোববার রাতে উপজেলার সহকারী কমিশনারের (ভুমি) কার্যালয় সংলগ্ন ওয়েব্রীজ স্কেলে টোকেন রশিদ নেওয়ার সময় বাড়তি টাকা না দেওয়ার অযুহাতে পন্যবাহি গাড়ি চালক ও সহকারীকে আটকে মারধরের অভিযোগ উঠেছে। বিক্ষুদ্ধ চালকেরা ঢাকা-খুলনা মহাসড়কে গাড়ি আড়াআড়ি করে অবরোধ করে রাখে। এ বিষয়টিও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় জোড়ালোভাবে উত্থাপিত হয়।

জানা যায়, রোববার রাত সাড়ে আটটার দিকে ঝিনাইদর কোটচাঁদপুর থেকে কাঁচা পণ্যবাহি ট্রাকের (ঢাকা মেট্রো ট-২০-৫৩৮০) চালক জাহাঙ্গীর আলম টোল পরিশোধ করে স্লিপ নিতে গেলে কাউন্টারে থাকা আনসার সদস্য রানা হোসেন ও ওয়েসিটি অপারেটর রাজু আহম্মেদ বাড়তি টাকা দাবী করে। বাড়তি টাকা পরিশোধ না করায় ক্ষুদ্ধ হয়ে চালককে গালমন্দ করে। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে চালককে কাউন্টারে নিয়ে মারধর করে। তাকে উদ্ধার করতে গিয়ে চালকের সহকারী আবু সাইদকেও (২৮) মারপিট করে।

এ সময় অন্যান্য গাড়ি চালক ও সহকারী তাদেরকে উদ্ধার করে মহাসড়কে আড়াআড়ি করে গাড়ি রেখে অবরোধ করে। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে মহাসড়কের দুই পাশে যানজট তৈরী হয়। খবর পেয়ে দ্রুত ছুটে যান সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবী। তারা সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে চালকরা অবরোধ তুলে নেয়।

সভায় উপস্থিত বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মাহাবুব আলী সরদার বলেন, দৌলতদিয়ায় কাউন্টার থেকে বাড়তি টাকা আদায়ের অভিযোগ সত্য নয়। ওয়েব্রীজ স্কেলে চালক ও সহকারীকে মারধরের অভিযোগে অভিযুক্ত আনসার সদস্য ও ওয়েসিটি অপারেটরকে সাময়িক দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে উর্দ্বোতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে সভার সভাপতি ইউএনও আমিনুল ইসলাম বলেন, অভিযোগ প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের উর্দ্বোতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বিআইডব্লিউটিসি কাউন্টারে অতিরিক্ত টাকা না দেওয়ায় চালক ও সহকারীকে মারধরের অভিযোগ

পোস্ট হয়েছেঃ ১০:২৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) রাজবাড়ীর দৌলতদিয়া ও গোয়ালন্দ ভুমি কার্যালয় সংলগ্ন ওয়েব্রীজ স্কেল কাউন্টারে টিকিট নেয়ার সময় বাড়তি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সোমবার গোয়ালন্দ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সরকার দলীয় একাধিক নেতা ও উপজেলার ভাইস চেয়ারম্যান অভিযোগগুলো উত্থাপন করেন।

এদিকে গত রোববার (১০ জানুয়ারী) দিবাগত রাতে গোয়ালন্দের সহকারী কমিশনারের (ভুমি) কার্যালয় সংলগ্ন স্থাপিত ওয়েব্রীজ স্কেলে বাড়তি টাকা চেয়ে না পাওয়ায় কর্তব্যরত আনসার সদস্য ও ওয়েসিটি অপারেটরের বিরুদ্ধে গাড়ি চালক ও সহকারীকে মারধরের অভিযোগ উঠেছে।

গত সোমবার (১১ জানুয়ারী) দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সনম্বয় যৌথ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের সভাপতিত্বে নবনির্বাচিত গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী যোগদান করেন।

সভায় গোয়ালন্দ উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ অভিযোগ করে বলেন, প্রতিদিন দৌলতদিয়া ঘাট দিয়ে প্রায় দেড় হাজার বিভিন্ন ধরনের পন্যবাহি গাড়ি পার হয়। মাঝারী আকারের পন্যবাহি গাড়ি ভাড়া ৭৪০ টাকার স্থলে ৯০০ টাকা নেয়া হয়। প্রতিটি গাড়ি থেকে প্রায় ১৫০ টাকা হারে বাড়তি নিয়ে এই টাকা বিআইডব্লিউটিসির মো. সুমন নামের এক ব্যক্তির সমন্বয়ে একটি সংঘবদ্ধ গ্রুপ প্রতিদিন অন্তত অর্ধ লক্ষাধিক টাকা বাড়তি আদায় করছে। এছাড়া সংঘবদ্ধ কিছু প্রভাবশালী দালাল চক্র গাড়ি থেকে বাড়তি টাকা আদায় করছে। এই চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে।

বিপ্লব ঘোষের সাথে একমত পোষন করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সহিদুল ইসলাম খান ও উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী। আসাদুজ্জামান চৌধুরী বলেন, বিআইডব্লিউটিসি ও স্থানীয় দালাল চক্রের সদস্য বিভিন্ন ধরনের যানবাহন থেকে সরকার নির্ধারিত ফির থেকে বাড়তি টাকা আদায় করছে।

রোববার রাতে উপজেলার সহকারী কমিশনারের (ভুমি) কার্যালয় সংলগ্ন ওয়েব্রীজ স্কেলে টোকেন রশিদ নেওয়ার সময় বাড়তি টাকা না দেওয়ার অযুহাতে পন্যবাহি গাড়ি চালক ও সহকারীকে আটকে মারধরের অভিযোগ উঠেছে। বিক্ষুদ্ধ চালকেরা ঢাকা-খুলনা মহাসড়কে গাড়ি আড়াআড়ি করে অবরোধ করে রাখে। এ বিষয়টিও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় জোড়ালোভাবে উত্থাপিত হয়।

জানা যায়, রোববার রাত সাড়ে আটটার দিকে ঝিনাইদর কোটচাঁদপুর থেকে কাঁচা পণ্যবাহি ট্রাকের (ঢাকা মেট্রো ট-২০-৫৩৮০) চালক জাহাঙ্গীর আলম টোল পরিশোধ করে স্লিপ নিতে গেলে কাউন্টারে থাকা আনসার সদস্য রানা হোসেন ও ওয়েসিটি অপারেটর রাজু আহম্মেদ বাড়তি টাকা দাবী করে। বাড়তি টাকা পরিশোধ না করায় ক্ষুদ্ধ হয়ে চালককে গালমন্দ করে। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে চালককে কাউন্টারে নিয়ে মারধর করে। তাকে উদ্ধার করতে গিয়ে চালকের সহকারী আবু সাইদকেও (২৮) মারপিট করে।

এ সময় অন্যান্য গাড়ি চালক ও সহকারী তাদেরকে উদ্ধার করে মহাসড়কে আড়াআড়ি করে গাড়ি রেখে অবরোধ করে। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে মহাসড়কের দুই পাশে যানজট তৈরী হয়। খবর পেয়ে দ্রুত ছুটে যান সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবী। তারা সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে চালকরা অবরোধ তুলে নেয়।

সভায় উপস্থিত বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মাহাবুব আলী সরদার বলেন, দৌলতদিয়ায় কাউন্টার থেকে বাড়তি টাকা আদায়ের অভিযোগ সত্য নয়। ওয়েব্রীজ স্কেলে চালক ও সহকারীকে মারধরের অভিযোগে অভিযুক্ত আনসার সদস্য ও ওয়েসিটি অপারেটরকে সাময়িক দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে উর্দ্বোতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে সভার সভাপতি ইউএনও আমিনুল ইসলাম বলেন, অভিযোগ প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের উর্দ্বোতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।