০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ বৈরী আবহাওয়ায় পৌনে এক ঘন্টা বন্ধের পর লঞ্চ চালু

রাজবাড়ীমেইল ডেস্কঃ বৈরী আবহাওয়ার কারণে আজ শুক্রবার দুপুরে প্রায় এক ঘন্টার মতো রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সকল প্রকার লঞ্চ চলাচল বন্ধ ছিল। হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেকে বিপাকে পড়েন। তবে এসব যাত্রীদের জরুরী প্রয়োজনে ফেরিতে নদী পাড়ি দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

সংবাদের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের পরিদর্শক (ট্রাফিক) মো. আফতাব উদ্দিন জানান, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বেলা দুইটার দিকে সকল প্রকার লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবারও প্রায় পৌনে এক ঘন্টার বেশি এই রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। নদী পাড়ি দিতে লঞ্চ ঘাটে আসা যাত্রীদেরকে জরুরী প্রয়োজন হলে ফেরিতে নদী পাড়ি দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে পৌনে এক ঘন্টা পর পৌনে তিনটার দিকে লঞ্চ চালু করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে লঞ্চ চালু রাখা নিষেধ রয়েছে।

দৌলতদিয়া ঘাটে কর্মরত সৌহার্দ্য পরিবহনের ঘাট তত্বাবধায়ক মনির হোসেন জানান, ঘাটে যানবাহনের চাপ না থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে যানবাহনগুলি স্বাভাবিক গতিতেই ফেরিতে উঠছে। এতে করে কাউকে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে না। যেসব গাড়ি বা যাত্রী সাধারণ আসছে তাদেরকে ঘাটে ফেরি ভেড়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল অব্যাহত থাকলেও বৈরী আবহাওয়ার কারণে খুবই সতর্কতার সাথে চালু অব্যাহত রয়েছে বলে বিআইডব্লিউটিসি জানিয়েছে। তবে ঢাকাগামী যানবাহনের তেমন চাপ না থাকায় ঘাটে আসা যানবাহন ও যাত্রী স্বাভাবিক গতিতেই ফেরিতে উঠছে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, অধিকাংশ ফেরি চালু থাকায় ঘাটে কোন গাড়ি আটকে থাকছে না। তবে গাড়ির চাপ বাড়লে প্রয়োজনে সবকটি ফেরি চালু রাখা হবে। গাড়ির তেমন চাপ না থাকায় ফেরি সংখ্যা কমিয়ে রাখা হয়েছে। ঈদের পর গত তিন-চার দিন ধরে দৌলতদিয়া ঘাটের পরিস্থিতি স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ বৈরী আবহাওয়ায় পৌনে এক ঘন্টা বন্ধের পর লঞ্চ চালু

পোস্ট হয়েছেঃ ০৫:২৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ বৈরী আবহাওয়ার কারণে আজ শুক্রবার দুপুরে প্রায় এক ঘন্টার মতো রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সকল প্রকার লঞ্চ চলাচল বন্ধ ছিল। হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেকে বিপাকে পড়েন। তবে এসব যাত্রীদের জরুরী প্রয়োজনে ফেরিতে নদী পাড়ি দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

সংবাদের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের পরিদর্শক (ট্রাফিক) মো. আফতাব উদ্দিন জানান, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বেলা দুইটার দিকে সকল প্রকার লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবারও প্রায় পৌনে এক ঘন্টার বেশি এই রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। নদী পাড়ি দিতে লঞ্চ ঘাটে আসা যাত্রীদেরকে জরুরী প্রয়োজন হলে ফেরিতে নদী পাড়ি দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে পৌনে এক ঘন্টা পর পৌনে তিনটার দিকে লঞ্চ চালু করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে লঞ্চ চালু রাখা নিষেধ রয়েছে।

দৌলতদিয়া ঘাটে কর্মরত সৌহার্দ্য পরিবহনের ঘাট তত্বাবধায়ক মনির হোসেন জানান, ঘাটে যানবাহনের চাপ না থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে যানবাহনগুলি স্বাভাবিক গতিতেই ফেরিতে উঠছে। এতে করে কাউকে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে না। যেসব গাড়ি বা যাত্রী সাধারণ আসছে তাদেরকে ঘাটে ফেরি ভেড়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল অব্যাহত থাকলেও বৈরী আবহাওয়ার কারণে খুবই সতর্কতার সাথে চালু অব্যাহত রয়েছে বলে বিআইডব্লিউটিসি জানিয়েছে। তবে ঢাকাগামী যানবাহনের তেমন চাপ না থাকায় ঘাটে আসা যানবাহন ও যাত্রী স্বাভাবিক গতিতেই ফেরিতে উঠছে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, অধিকাংশ ফেরি চালু থাকায় ঘাটে কোন গাড়ি আটকে থাকছে না। তবে গাড়ির চাপ বাড়লে প্রয়োজনে সবকটি ফেরি চালু রাখা হবে। গাড়ির তেমন চাপ না থাকায় ফেরি সংখ্যা কমিয়ে রাখা হয়েছে। ঈদের পর গত তিন-চার দিন ধরে দৌলতদিয়া ঘাটের পরিস্থিতি স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।