নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ লোটাস কলেজিয়েট স্কুলে বই উৎসব উদযাপন করেছে। সোমবার (১ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার সময় কোরআন তেলোওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালক মো. গোলাপ আলী শেখ এর সভাপতিত্বে শিক্ষার্থীদের নতুন বই বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুর রহমান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম লিন্টু, লোটাস কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদ সহ স্কুলের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের কম্পিউটার শিক্ষক মো. সুমন।
স্কুলের ৯৮০ জন শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে নতুন বই তুলে দেওয়া হয়।