০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কাঁঠালবাড়ি ফেরিঘাটে র‌্যাবের হাতে ফেনসিডিলভর্তি পিকআপ সহ দুই কিশোর গ্রেপ্তার

রাজবাড়ীমেইল ডেস্কঃ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে রোববার দিবাগত মধ্যরাতে মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে ফেরিতে ওঠার অপেক্ষায় থাকা একটি পিকআপভর্তি ফেনসিডিল সহ দুই কিশোরকে গ্রেপ্তার করেছে। সোমবার এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলো যশোরের বেনাপোল আমড়াখালী গ্রামের মকুল হোসেন এর ছেলে শাহীন হোসেন (২১) ও একই গ্রামের শেখ শহিদ এর ছেলে ফয়সাল হোসেন ওরফে সাইফুল (২০)। এছাড়া র‌্যাব পিকআপ গাড়ি, সিমকার্ডভর্তি তিনটি মুঠোফোন ও মাদক বিক্রির নগদ দুই হাজার টাকাও জব্দ করেছে।

সোমবার বিকেলে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী যশোরের বেনাপোল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ফেনসিডিল আমদানী করে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে সড়ক ব্যবহার বিভিন্ন এলাকায় পাচার করছিল। এমন অভিযোগের ভিত্তিতে রোববার র‌্যাব জানতে পারে, ফেনসিডিল এর একটি চালান ভাঙ্গা হাইওয়ে সড়ক দিয়ে কাঁঠালবাড়ি ফেরিঘাট দিয়ে ঢাকায় যাবে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রোববার দিবাগত মধ্যরাতের দিকে কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে একটি পিকআপ (যশোর ন-১১-০৮৩২) গাড়িতে তল্লাশি চালিয়ে চালকের পিছনে বিশেষ কায়দায় রাখা একটি লোহার বাক্স ভর্তি ৩৮৮ বোতল ফেনসিডিল জব্দ করে।

এ সময় র‌্যাব পিকআপ গাড়ির চালক শাহীন হোসেন, সহকারী ফয়সাল হোসেন ওরফে সাইফুলকে গ্রেপ্তার করে। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ইনচার্জ সহকারী পরিচালক, সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার। সোমবার মাদারীপুরের শিবচর থানায় র‌্যাব বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

কাঁঠালবাড়ি ফেরিঘাটে র‌্যাবের হাতে ফেনসিডিলভর্তি পিকআপ সহ দুই কিশোর গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০৪:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে রোববার দিবাগত মধ্যরাতে মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে ফেরিতে ওঠার অপেক্ষায় থাকা একটি পিকআপভর্তি ফেনসিডিল সহ দুই কিশোরকে গ্রেপ্তার করেছে। সোমবার এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলো যশোরের বেনাপোল আমড়াখালী গ্রামের মকুল হোসেন এর ছেলে শাহীন হোসেন (২১) ও একই গ্রামের শেখ শহিদ এর ছেলে ফয়সাল হোসেন ওরফে সাইফুল (২০)। এছাড়া র‌্যাব পিকআপ গাড়ি, সিমকার্ডভর্তি তিনটি মুঠোফোন ও মাদক বিক্রির নগদ দুই হাজার টাকাও জব্দ করেছে।

সোমবার বিকেলে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী যশোরের বেনাপোল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ফেনসিডিল আমদানী করে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে সড়ক ব্যবহার বিভিন্ন এলাকায় পাচার করছিল। এমন অভিযোগের ভিত্তিতে রোববার র‌্যাব জানতে পারে, ফেনসিডিল এর একটি চালান ভাঙ্গা হাইওয়ে সড়ক দিয়ে কাঁঠালবাড়ি ফেরিঘাট দিয়ে ঢাকায় যাবে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রোববার দিবাগত মধ্যরাতের দিকে কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে একটি পিকআপ (যশোর ন-১১-০৮৩২) গাড়িতে তল্লাশি চালিয়ে চালকের পিছনে বিশেষ কায়দায় রাখা একটি লোহার বাক্স ভর্তি ৩৮৮ বোতল ফেনসিডিল জব্দ করে।

এ সময় র‌্যাব পিকআপ গাড়ির চালক শাহীন হোসেন, সহকারী ফয়সাল হোসেন ওরফে সাইফুলকে গ্রেপ্তার করে। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ইনচার্জ সহকারী পরিচালক, সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার। সোমবার মাদারীপুরের শিবচর থানায় র‌্যাব বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।