ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ বালক ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন অনুর্ধ্ব-১৭ উূ্বেধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের সহযেগীতায় ও রাজবাড়ী সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এ খেলা শুরু হয়।
উদ্বোধনী দিনে সদর উপজেলার ৬টি ইউনয়নের ৬টি দল অংশ নেয়। পাঁচুরিয়া-আলীপুরের খেলার আলীপুর বিনা প্রতিদন্দিতায় বিজয়ী, বরাট-খানগঞ্জ খেলায় বরাট পেনালটি শটে ৩-১ গোলে বিজয় অর্জন করে। এবং মিজানপুর-চন্দনী ইউনিয়নের খেলা মিজানপুর ইউনিয়ন বিনা প্রতিদন্দিতা বিজয়ী হয়। এ খেলায় সদর উপজলার ১৪ ইউনিয়ন অংশ গ্রহন করবে।
খেলায় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মার্জিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মঞ্জুরুল আলম দুলাল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল।