০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে প্রশাসনের হস্তক্ষেপে দুই স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে দুই স্কুলছাত্রী। এরমধ্যে শনিবার দুপুরে উপজেলার দৌলতদিয়া এবং আগের দিন শুক্রবার সন্ধ্যায় ছোটভাকলা ইউনিয়নের বাল্যবিবাহ দুটির আয়োজন চলছিল।

জানা যায়, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের জলিল সরদার পাড়ার কিশোরের সাথে পাশ্ববর্তী ছাত্তার মেম্বার পাড়ার ৮ম শ্রেনী পড়ুয়া কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে ওই কিশোর ৩ দিন আগে কিশোরীকে তাদের বাড়িতে নিয়ে তোলে। উভয় পরিবারের অভিভাবকরা তাদের বুঝিয়ে আলাদা করার চেষ্টা করে। কিন্তু তারা বিয়ের দাবিতে অনড় থাকে। এ পর্যায়ে অনেকটা বাধ্য হয়ে ছেলের পরিবার তাদের যে কোন উপায়ে এই বিয়ে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে মায়ার বাবা শনিবার দুপুরে দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন স্হানীয় বেসরকারী উন্নয়ন সংগঠন মুক্তি মহিলা সমিতিকে (এমএমএস) বিষয়টি অবগত করেন।

সমিতির সিনিয়র প্রোগ্রাম অফিসার আতাউর রহমান মঞ্জু তৎক্ষনাৎ গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামকে এ বিষয়ে অবগত করেন। খবর পেয়ে শনিবার দুপুর ১টার দিকে সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে রুপচাঁদ সরদারের বাড়িতে যান। সেখানে তিনি উভয় পরিবারের অভিভাবক ও ছেলে-মেয়েকে বাল্যবিবাহের কুফল ও আইনত শাস্তির বিষয়ে অবগত করেন। পরে তারা তাদের ভুল বুঝতে পারায় মুচলেকা দিয়ে বিয়ে বন্ধ করেন এবং মায়াকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছোটভাকলা গ্রামের কিশোরীর বাল্যবিবাহ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তার পরিবার। বর রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকার। গোপন সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম অভিযান চালান। তিনি কনে বাড়ি গিয়ে বিয়ের সকল আয়োজন দেখতে পান। পরে বর ও কণে পক্ষকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে অবগত করেন। এ সময় এ বিবাহ বন্ধ করায় উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন ছেড়ে দেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, দুই স্কুল ছাত্রী বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে তার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে প্রশাসনের হস্তক্ষেপে দুই স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

পোস্ট হয়েছেঃ ০৮:৪২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে দুই স্কুলছাত্রী। এরমধ্যে শনিবার দুপুরে উপজেলার দৌলতদিয়া এবং আগের দিন শুক্রবার সন্ধ্যায় ছোটভাকলা ইউনিয়নের বাল্যবিবাহ দুটির আয়োজন চলছিল।

জানা যায়, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের জলিল সরদার পাড়ার কিশোরের সাথে পাশ্ববর্তী ছাত্তার মেম্বার পাড়ার ৮ম শ্রেনী পড়ুয়া কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে ওই কিশোর ৩ দিন আগে কিশোরীকে তাদের বাড়িতে নিয়ে তোলে। উভয় পরিবারের অভিভাবকরা তাদের বুঝিয়ে আলাদা করার চেষ্টা করে। কিন্তু তারা বিয়ের দাবিতে অনড় থাকে। এ পর্যায়ে অনেকটা বাধ্য হয়ে ছেলের পরিবার তাদের যে কোন উপায়ে এই বিয়ে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে মায়ার বাবা শনিবার দুপুরে দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন স্হানীয় বেসরকারী উন্নয়ন সংগঠন মুক্তি মহিলা সমিতিকে (এমএমএস) বিষয়টি অবগত করেন।

সমিতির সিনিয়র প্রোগ্রাম অফিসার আতাউর রহমান মঞ্জু তৎক্ষনাৎ গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামকে এ বিষয়ে অবগত করেন। খবর পেয়ে শনিবার দুপুর ১টার দিকে সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে রুপচাঁদ সরদারের বাড়িতে যান। সেখানে তিনি উভয় পরিবারের অভিভাবক ও ছেলে-মেয়েকে বাল্যবিবাহের কুফল ও আইনত শাস্তির বিষয়ে অবগত করেন। পরে তারা তাদের ভুল বুঝতে পারায় মুচলেকা দিয়ে বিয়ে বন্ধ করেন এবং মায়াকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছোটভাকলা গ্রামের কিশোরীর বাল্যবিবাহ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তার পরিবার। বর রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকার। গোপন সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম অভিযান চালান। তিনি কনে বাড়ি গিয়ে বিয়ের সকল আয়োজন দেখতে পান। পরে বর ও কণে পক্ষকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে অবগত করেন। এ সময় এ বিবাহ বন্ধ করায় উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন ছেড়ে দেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, দুই স্কুল ছাত্রী বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে তার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।