০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দুই বোনের এক সঙ্গে জন্ম, এক সঙ্গে পুকুরে গোসলে নেমে করুণ মৃত্যু

মঈন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে টাপুর ও টুপর নামের যমজ দুই শিশুর মৃত্যু করুণ হয়েছে। তাদের দুই বোনের বয়স ১১ বছর। তারা উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বেসরকারী মুনষ্টার কলেজিয়েট স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

শনিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদের পুকুর থেকে তাকে বেলা ৩টার দিকে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত শিশু দুটির বাবার নাম হোসেন মোল্লা। তাদের বাড়ী গোয়ালন্দ পৌরসভার ১নম্বর ওয়ার্ড ইছাক শেখের পাড়া। শিশু দুটি তার নানী আন্না বেগমের কাছে উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকার ভাড়া বাসায় বসবাস করতো।

স্থানীয় কয়েকজন জানান, কয়েক বছর আগে মা ও বাবার মধ্যে সর্ম্পকচ্ছেদ হওয়ায় টাপুর ও টুপুর নামক দুই কন্যা শিশুকে নিয়ে মা রীনা বেগম বাবা শেখ আব্দুল গনির বাড়ি থাকতেন। পরবর্তীতে আব্দুল গনি মারা যায় এবং শিশু দুটির মা রীনা বেগমও অন্যত্র বিয়ে করেন। বাধ্য হয়ে কন্যা শিশু দুটির নানী আন্না বেগম ভাড়া বাসায় রেখে তিনি উপজেলা পরিষদের বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতেন।

শনিবার দুপুর দুইটার দিকে স্কুল থেকে বাসায় ফিরে নানীর কাছে বলেই তারা উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। ওই সময় পুকুরে আর কেউ ছিল না। অনেকক্ষন হয়ে যাওয়ায় শিশু দুটি ফিরে না আসায় চারিদিকে খোঁজাখুজি করতে থাকে। পরে কোয়াটারে স্থানীয় এক আনসার সদস্যকে শিশুদের খোঁজ নিতে বলে। বেলা আড়াইটার দিকে ওই আনসার সদস্য পুকুরের কাছে গিয়ে দেখেন শিশু দুটি ভেসে উঠেছে। তাৎক্ষনিকভাবে তার নানীকে জানানোর পর শিশুদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

এসময় খবর পেয়ে হাসপাতালে ছুটে যান গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম ও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার সহ স্থানীয় শত শত মানুষ।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, জমজ শিশু দুটি পুকুরে ডুবে মারা যাওয়ার খবর শোনা মাত্রই আমাদের থানা পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শিশু দুটির মৃত্যুতে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দুই বোনের এক সঙ্গে জন্ম, এক সঙ্গে পুকুরে গোসলে নেমে করুণ মৃত্যু

পোস্ট হয়েছেঃ ১০:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২

মঈন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে টাপুর ও টুপর নামের যমজ দুই শিশুর মৃত্যু করুণ হয়েছে। তাদের দুই বোনের বয়স ১১ বছর। তারা উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বেসরকারী মুনষ্টার কলেজিয়েট স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

শনিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদের পুকুর থেকে তাকে বেলা ৩টার দিকে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত শিশু দুটির বাবার নাম হোসেন মোল্লা। তাদের বাড়ী গোয়ালন্দ পৌরসভার ১নম্বর ওয়ার্ড ইছাক শেখের পাড়া। শিশু দুটি তার নানী আন্না বেগমের কাছে উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকার ভাড়া বাসায় বসবাস করতো।

স্থানীয় কয়েকজন জানান, কয়েক বছর আগে মা ও বাবার মধ্যে সর্ম্পকচ্ছেদ হওয়ায় টাপুর ও টুপুর নামক দুই কন্যা শিশুকে নিয়ে মা রীনা বেগম বাবা শেখ আব্দুল গনির বাড়ি থাকতেন। পরবর্তীতে আব্দুল গনি মারা যায় এবং শিশু দুটির মা রীনা বেগমও অন্যত্র বিয়ে করেন। বাধ্য হয়ে কন্যা শিশু দুটির নানী আন্না বেগম ভাড়া বাসায় রেখে তিনি উপজেলা পরিষদের বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতেন।

শনিবার দুপুর দুইটার দিকে স্কুল থেকে বাসায় ফিরে নানীর কাছে বলেই তারা উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। ওই সময় পুকুরে আর কেউ ছিল না। অনেকক্ষন হয়ে যাওয়ায় শিশু দুটি ফিরে না আসায় চারিদিকে খোঁজাখুজি করতে থাকে। পরে কোয়াটারে স্থানীয় এক আনসার সদস্যকে শিশুদের খোঁজ নিতে বলে। বেলা আড়াইটার দিকে ওই আনসার সদস্য পুকুরের কাছে গিয়ে দেখেন শিশু দুটি ভেসে উঠেছে। তাৎক্ষনিকভাবে তার নানীকে জানানোর পর শিশুদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

এসময় খবর পেয়ে হাসপাতালে ছুটে যান গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম ও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার সহ স্থানীয় শত শত মানুষ।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, জমজ শিশু দুটি পুকুরে ডুবে মারা যাওয়ার খবর শোনা মাত্রই আমাদের থানা পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শিশু দুটির মৃত্যুতে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।