০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে হেরোইন সহ পুলিশের হাতে তরুণ গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ হেরোইনসহ মো. আল-আমিন (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ার মো. সিরাজুল হক এর ছেলে। পুলিশ তার কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের পাঁচ পুড়িয়া হেরোইনের পুটলা জব্দ করেছে।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এস.আই) দেওয়ান শামীম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শুক্রবার বিকেলের দিকে গোয়ালন্দ বাজার প্রধান সড়ক সংলগ্ন মের্সাস মায়ের দোয়া ষ্টীলের ফার্নিচার দোকানে সামনে অভিযান চালায়। এসময় আল-আমিন দৌড়ে পালনোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দিয়ে আটকের পর প্যান্টের পকেট থেকে পাঁচটি পুটলায় মোড়ানো পাঁচ গ্রাম হেরোইন জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। দীর্ঘদিন ধরে সে হেরোইন সেবনসহ ব্যবসা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে আজ শনিবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে হেরোইন সহ পুলিশের হাতে তরুণ গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০৩:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ হেরোইনসহ মো. আল-আমিন (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ার মো. সিরাজুল হক এর ছেলে। পুলিশ তার কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের পাঁচ পুড়িয়া হেরোইনের পুটলা জব্দ করেছে।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এস.আই) দেওয়ান শামীম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শুক্রবার বিকেলের দিকে গোয়ালন্দ বাজার প্রধান সড়ক সংলগ্ন মের্সাস মায়ের দোয়া ষ্টীলের ফার্নিচার দোকানে সামনে অভিযান চালায়। এসময় আল-আমিন দৌড়ে পালনোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দিয়ে আটকের পর প্যান্টের পকেট থেকে পাঁচটি পুটলায় মোড়ানো পাঁচ গ্রাম হেরোইন জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। দীর্ঘদিন ধরে সে হেরোইন সেবনসহ ব্যবসা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে আজ শনিবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করেছে পুলিশ।