০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বসন্তপুর ইউনিয়নে ভিজিএফএর চাল বিতরনে অনিয়মের অভিযোগ

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে ভিজিএফ’এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সোমবার দরিদ্র প্রায় দুই হাজার ৪৪৪ জনের মাঝে ভিজিএফ’এর ১০ কেজি করে চাল বিতরন করার কথা ছিল। সে হিসেবে প্রায় ৮১৫ বস্তায় চব্বিশ টন ৪৪৪ কেজি চাল বরাদ্দ পায় বসন্তপুর ইউনিয়ন।

কিন্তু এ চাল সঠিক ভাবে হতদরিদ্র পরিবারের মাঝে বন্টন করা হয়নি। ১০ কেজি চালের পরিবর্তে সাড়ে ৮ কেজি থেকে ৯ কেজির মধ্যে বালতি দিয়ে সঠিক ভাবে ওজন না করে দরিদ্র পরিবারদের এসব চাল বিতরন করা হয়। বসন্তপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লক্ষিপুর গ্রামের খবির ৯ কেজি, উদয়পুরের ছালমা বেগম সাড়ে ৮ কেজি, রাজাপুরের ছালাম শিকদার ৯ কেজি, একই গ্রামের ছয়েদ আলী ফকিরকে ৯ কেজি করে ভিজিএফ’এর এ চাল দেয়া হয়। বস্তাসহ চালের ওজন হয় সাড়ে ৮ থেকে ৯ কেজির মধ্যে। এভাবে যেহেতু সবাইকে ওই বালতি দিয়ে ওজন করে চাল বিতরন করা হয়েছে প্রত্যেকে চালের পরিমান ওজনে কম পেয়েছে।

বসন্তপুর ইউনিয়ন পরিষদের সামনের বাজারে দোকানে ডিজিটাল ওজন স্কেলে চাল মেপে চালের পরিমান কম পাওয়া যায়। তবে স্থানীয় অনেককেই বস্তা ভরে চাল নিতে দেখা যায়। অনেক হতদরিদ্র পরিবারকে চাল না পেয়ে বাড়িতে ফিরে যেতে দেখা গেছে। হতদরিদ্র কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, এর আগে করোনা কালীন সময়ে ৪ থেকে ৫ বার আইডি কার্ডের ফটোকপি ইউনিয়ন পরিষদে দিয়েও কোন ধরনের সহযোগীতা তারা পাননি।

সোমবার দুপুরের পর ইউনিয়ন পরিষদে চাল বিতরন কার্যক্রম পরিদর্শনে সদর উপজেলা চেয়ারম্যান এ্যডভোকেট ইমদাদুল হক বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান খান উপস্থি হন। তবে সকাল থেকেই চাল বিতরনের সময় উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) নৃপেন্দ্রনাথ সরকার, ত্রান মূল্যায়ন কর্মকর্তা মিলন ফকির।

এ প্রসঙ্গে জানতে চাইলে বসন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু বলেন, তার ইউনিয়নে চাল বিতরনে কোন অনিয়ম বা কম দেয়া হয়নি। সেখানে ট্যাগ অফিসার এবং ত্রান মূল্যায়ন কর্মকর্তা উপস্থিত থেকে চাল বিতরন করেছেন। ওজনে এখান থেকে কাউকে কম চাল দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান খান বলেন, তিনি ভিজিএফ’এর চাল বিতরন কার্যক্রম পরিদর্শন করেন। তবে চাল বিতরনে কাউকে ওজনে কম দেওয়ার কোন নিয়ম নেই। আর ওজনে যদি কাউকে ১০ কেজি চালের মধ্যে ১ থেকে দেড় কেজি চাল কম দেওয়া হয় তা কোন সঠিক নিয়মের মধ্যে বিতরন করা হয়নি। হত-দরিদ্রদের চালের ওজনে যদি কম দেওয়া হয় তাহলে তা তিনি ক্ষতিয়ে দেখবেন এবং ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বসন্তপুর ইউনিয়নে ভিজিএফএর চাল বিতরনে অনিয়মের অভিযোগ

পোস্ট হয়েছেঃ ১০:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে ভিজিএফ’এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সোমবার দরিদ্র প্রায় দুই হাজার ৪৪৪ জনের মাঝে ভিজিএফ’এর ১০ কেজি করে চাল বিতরন করার কথা ছিল। সে হিসেবে প্রায় ৮১৫ বস্তায় চব্বিশ টন ৪৪৪ কেজি চাল বরাদ্দ পায় বসন্তপুর ইউনিয়ন।

কিন্তু এ চাল সঠিক ভাবে হতদরিদ্র পরিবারের মাঝে বন্টন করা হয়নি। ১০ কেজি চালের পরিবর্তে সাড়ে ৮ কেজি থেকে ৯ কেজির মধ্যে বালতি দিয়ে সঠিক ভাবে ওজন না করে দরিদ্র পরিবারদের এসব চাল বিতরন করা হয়। বসন্তপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লক্ষিপুর গ্রামের খবির ৯ কেজি, উদয়পুরের ছালমা বেগম সাড়ে ৮ কেজি, রাজাপুরের ছালাম শিকদার ৯ কেজি, একই গ্রামের ছয়েদ আলী ফকিরকে ৯ কেজি করে ভিজিএফ’এর এ চাল দেয়া হয়। বস্তাসহ চালের ওজন হয় সাড়ে ৮ থেকে ৯ কেজির মধ্যে। এভাবে যেহেতু সবাইকে ওই বালতি দিয়ে ওজন করে চাল বিতরন করা হয়েছে প্রত্যেকে চালের পরিমান ওজনে কম পেয়েছে।

বসন্তপুর ইউনিয়ন পরিষদের সামনের বাজারে দোকানে ডিজিটাল ওজন স্কেলে চাল মেপে চালের পরিমান কম পাওয়া যায়। তবে স্থানীয় অনেককেই বস্তা ভরে চাল নিতে দেখা যায়। অনেক হতদরিদ্র পরিবারকে চাল না পেয়ে বাড়িতে ফিরে যেতে দেখা গেছে। হতদরিদ্র কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, এর আগে করোনা কালীন সময়ে ৪ থেকে ৫ বার আইডি কার্ডের ফটোকপি ইউনিয়ন পরিষদে দিয়েও কোন ধরনের সহযোগীতা তারা পাননি।

সোমবার দুপুরের পর ইউনিয়ন পরিষদে চাল বিতরন কার্যক্রম পরিদর্শনে সদর উপজেলা চেয়ারম্যান এ্যডভোকেট ইমদাদুল হক বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান খান উপস্থি হন। তবে সকাল থেকেই চাল বিতরনের সময় উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) নৃপেন্দ্রনাথ সরকার, ত্রান মূল্যায়ন কর্মকর্তা মিলন ফকির।

এ প্রসঙ্গে জানতে চাইলে বসন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু বলেন, তার ইউনিয়নে চাল বিতরনে কোন অনিয়ম বা কম দেয়া হয়নি। সেখানে ট্যাগ অফিসার এবং ত্রান মূল্যায়ন কর্মকর্তা উপস্থিত থেকে চাল বিতরন করেছেন। ওজনে এখান থেকে কাউকে কম চাল দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান খান বলেন, তিনি ভিজিএফ’এর চাল বিতরন কার্যক্রম পরিদর্শন করেন। তবে চাল বিতরনে কাউকে ওজনে কম দেওয়ার কোন নিয়ম নেই। আর ওজনে যদি কাউকে ১০ কেজি চালের মধ্যে ১ থেকে দেড় কেজি চাল কম দেওয়া হয় তা কোন সঠিক নিয়মের মধ্যে বিতরন করা হয়নি। হত-দরিদ্রদের চালের ওজনে যদি কম দেওয়া হয় তাহলে তা তিনি ক্ষতিয়ে দেখবেন এবং ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।