Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. স্বাস্থ্য
  5. আলোচিত খবর

রাজবাড়ীর হাসপাতালগুলোতে ধারন ক্ষমতার চারগুন রোগী ভর্তি

রাজবাড়ী মেইল ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩, ৫:৫০ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলার সরকারী হাসপাতাল গুলোতে ডেঙ্গু সহ সব ধরনের রোগীর প্রচন্ড চাপ দেখা গেছে। রোগীর চাপে ধারন ক্ষমতার চার-পাঁচ গুন ছাড়িয়েছে। একশ বেডের সদর হাসপাতালে রোগী ভর্তি রয়েছে চারশ জনের বেশি। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৩ জন। এছাড়া নিউমোনিয়া, টাইফয়েড, সর্দি, জ্বর, ঠান্ডা, ইনফ্লুইঞ্জা সহ নানা ধরনের রোগ নিয়ে ভর্তি হচ্ছেন তারা।

হাসপাতালে ভর্তি হয়ে অতিরিক্ত রোগীর চাপে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সদর হাসপাতালে আসা রোগীরা। একদিকে বেড না পেয়ে হাসপাতাল মেঝে ও বারান্দায় নোংরা পরিবেশে রোগীদের বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। একটু সু চিকিৎসার জন্য এসে হাসপাতালের দুর্গন্ধ ময়লা আবর্জনার মধ্যে তাদের থাকতে হচ্ছে। শুধু প্যারাসিটামল, গ্যাসের ঔষধ ছাড়া সব ধরনের ঔষধ তাদের বাইরের ফার্মেসি থেকে কিনতে হচ্ছে। সাহপাতালে স্যালাইনের সাপ¬াই কম থাকায় বাইরে থেকে আনতে হচ্ছে এটি।

তবে ঔষধের দোকানে কোম্পানির চাহিদা অনুযায়ী স্যালাইন না পাওয়ায় তারা রোগীর চাহিদা থাকা সত্বেও তা ঠিকমত দিতে পারছেননা। কোম্পানির কাছে যা অর্ডার দিচ্ছেন তার ১০ ভাগের এক ভাগ স্যালাই দিচ্ছেন কোম্পানির লোকজন। তবে আগের দামে বিক্রি করছেন এ পন্যটি।

রাজবাড়ী সদর হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা নিতে আসা জোসনা হালদার বলেন, আমরা গরিব মানুষ, তাই সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে আসি। আমার কোন ছেলে নাই, স্বামিও নাই। আমি টাকা পাবো কোথায়। তাই সরকারী সদর হাসপাতালে ভর্তি হইছি। এখানে এসে স্যালাইন সহ বেশির ভাগ ঔষধ কিনা লাগছে। আমি এ্যাত টাকা পাবো কোথায়, নার্সরাও কোন কথা শুনতে চায়না।

তার মত আরেক রোগী শিরিন জানান, হাসপাতালে রোগীর অনেক চাপ। তাই মেঝে কোন রকম রোগী নিয়ে পড়ে আছি। বেড না পাওয়ায় কষ্ট কওে নোংরার মধ্যে থাকছি। আমার মত শত শত রোগী বারান্দায় ও ফ্লোরে থাকতেছে। আমরা চাই হাসপাতালে যেন সঠিক চিকিৎসা সেবা পাই।

এদিকে গত ২৪ ঘন্টায়, রাজবাড়ীতে আরো ৪৭ ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে। সরকারী হাসপাতাল গুলোতে সবচেয়ে বেশি ১৫৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। জেলায় মোট আক্রান্তে সংখ্যা ২ হাজার ৯৬ জন।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান জানান, বর্তমানে ডেঙ্গু সহ সব ধরনের রোগীর চাপ কয়েকগুন বেশি। এতে শত কষ্ট হলেও আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। স্যালাইন ও ঔষধের সরবরাহ আগের থেকে বেড়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবকে পুলিশ সুপারের কার্যালয়ে বদলি 

গুণী শিক্ষক নির্বাচিত হলেন গোয়ালন্দের বাবর আলী ও নাসরীন আক্তার

রাজবাড়ীতে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত