০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে যথাযথ মর্যাদার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে দিনের শুরুতে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির সূচনা হয়। সকাল ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ এবং আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মাঠ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী সাংসদ সালমা চৌধুরী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ কাজী কেরামত আলী বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদ নির্মূলের মাধ্যমে ‘রুপকল্ল-২০৪১’ বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার নিয়ে চলছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পোস্ট হয়েছেঃ ০৭:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে যথাযথ মর্যাদার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে দিনের শুরুতে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির সূচনা হয়। সকাল ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ এবং আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মাঠ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী সাংসদ সালমা চৌধুরী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ কাজী কেরামত আলী বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদ নির্মূলের মাধ্যমে ‘রুপকল্ল-২০৪১’ বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার নিয়ে চলছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।