০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

করোনাকালে চা-ওয়ালা আনোয়ারের পাশে দাড়ঁলো পুলিশ কর্মকর্তা

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের অসহায় শিশু আনোয়ারের পাশে হাত বাড়িয়ে দিয়েছে ফরিদপুরের এক মানবিক পুলিশ কর্মকর্তা। ফরিদপুর শহরের কোতয়ালী (টেপাখোলা) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ওই কর্মকর্তার মো. রাকিবুল ইসলাম। ২৪ জুন দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো সহ জনপ্রিয় নিউজ পোর্টাল রাজবাড়ীমেইল ডটকম-এ একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

রোববার (৫ জুলাই) দৌলতদিয়া রেলষ্টেশন সংলগ্ন বাড়ির সামনে শিশু আনোয়ারের হাতে চা বিক্রির জন্য একটি দামী ফ্লাক্স তুলে দেওয়া হয়। পুলিশ কর্মকর্তার পাঠিয়ে দেওয়া ফ্লাক্সটি তুলে দেন প্রথম আলো প্রতিনিধি রাশেদ রায়হান, গোয়ালন্দ প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল হোসেন, শেখ রাজীব, ইনকিলাব প্রতিনিধি মোজাম্মেল হোসেন প্রমূখ। এর আগে পরিবারটি পুলিশ কর্মকর্তার সাথে দেখা করলে তিনি নগদ ৫ হাজার টাকা ও কিছু খাদ্য সামগ্রী উপহার দেন।

আলাপকালে আনোয়ার জানায়, তিন বছর আগে বাবাকে হারিয়ে মাকে নিয়ে দৌলতদিয়া রেলষ্টেনের পাশে খুপড়ি ঘরে থাকে। মা দৌলতদিয়া রেলষ্টেশনে হোটেলে রাঁধুনির কাজ করতো। করোনাভাইরাসের কারণে হোটেল বন্ধ হয়ে যায়। অসহায় মা তাকে নিয়ে পড়েন চরম বিপাকে। প্রথমে স্থানীয়দের থেকে ১৪০০ টাকা ঋন করে একটি চায়ের ফ্লাক্স ও ছোট একটি বালতি কিনে আনোয়ার হয়ে উঠে চা-ওয়ালা। দৌলতদিয়া বাজারে গেলে চোখে পড়ে একটি শিশুর কণ্ঠে ভেসে আসছে চা গরম, চা গরম, চা খাবেন নাকি। এভাবেই খরিদ্দারদের ডেকে চা খাওয়ার আমন্ত্রন জানায় শিশু আনোয়ার। প্রতিদিন বেলা ১১টার পর চা নিয়ে বেরিয়ে পরে দৌলতদিয়া বাজার, ট্রাক টার্মিনাল এলাকায়। সারাদিন ঘুরে ফ্লাক্সভর্তি চা প্রতিকাপ পাঁচ টাকা দরে বিক্রি করে দিন শেষে ২০০ টাকা নিয়ে মায়ের হাতে দেয়। চা বিক্রি শেষ না হওয়া পষর্ন্ত ঘুরতে থাকে। প্রতি ফ্লাক্স চা তৈরীতে তার ৮০ টাকার মতো খরচ হয়।

আলাপকালে আনোয়ার আরো জানায়, দৌলতদিয়া কে.কে.এস শিশু বিদ্যালয়ে তৃতীয় শ্রেনী পষর্ন্ত লেখাপড়া করেছে। বাবা মারা যাওয়ার পর আর লেখাপড়া হয়নি। সহপাঠিরা স্কুলে যায়, এতে তার মনে কষ্ট হলেও বড় কষ্ট ক্ষুধা নিয়ে। ঠিকমতো তিন বেলা খেতেও পায়না। প্রায় প্রতিদিন রাতের খাবার খাওয়া হয়না। কারন আগে মা হোটেলে কাজ করে ভাত নিয়ে আসতো। সেই ভাত আমি রাতে খেতাম। এখন মায়ের হোটেলে কাজ নেই, তাই মা ভাত আনতে পারেনা। মায়ের সাথে গল্প করতে করতে রাতে ঘুমিয়ে যাই। বড় হয়ে তার ইচ্ছা একটা খাবার হোটেল দেওয়া। যাতে তার আর খাবার কষ্ট না থাকে। আর মাকে যেন কাজ করে খাবার আনতে না হয়। কন্তু দুঃখের বিষয় যে ফ্লাক্স নিয়ে চা বিক্রির কাজ শুরু করেছিল কয়েকদিন আগে স্থানীয় কিছু খারাপ ছেলেপেলে তার ফ্লাক্সটি কেড়ে রেখে দেয়। এরপর সে আবারও বেকার হয়ে পড়ে। নতুন করে ফ্লাক্সটি পেয়ে আনোয়ারের মুখে যেন খুশির ঝিলিক পড়ছে।

আনোয়ারের মা বলেন, পুলিশ কর্মকর্তা ৫ হাজার টাকা দিয়েছিল, আমি তা রাজবাড়ীতে একজনের কাছে গচ্ছিত রেখেছি। নতুন করে একটি দামী ফ্লাক্স পেয়ে অনেক উপকার হলো। তিনি আমাকে যে উপকার করলেন তা ভুলবার নয়।

পুলিশ কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, করোনাকালে অনেকেই কষ্ট করে দিন পার করছেন। অন্তত ডাল-ভাত খেয়ে বেঁচে থাকতে পারলেই যথেষ্ট। সেখানে এ ধরনের একটি অসহায় পরিবারকে যদি সামান্য একটু হাত বাড়ালে চলতে পারে তাহলে দোষের কি? প্রথম আলোয় প্রতিবেদনটি দেখে আমি তাকে কিছু একটা করার সিদ্ধান্ত নিয়েছিলাম।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

করোনাকালে চা-ওয়ালা আনোয়ারের পাশে দাড়ঁলো পুলিশ কর্মকর্তা

পোস্ট হয়েছেঃ ০৭:৪৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের অসহায় শিশু আনোয়ারের পাশে হাত বাড়িয়ে দিয়েছে ফরিদপুরের এক মানবিক পুলিশ কর্মকর্তা। ফরিদপুর শহরের কোতয়ালী (টেপাখোলা) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ওই কর্মকর্তার মো. রাকিবুল ইসলাম। ২৪ জুন দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো সহ জনপ্রিয় নিউজ পোর্টাল রাজবাড়ীমেইল ডটকম-এ একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

রোববার (৫ জুলাই) দৌলতদিয়া রেলষ্টেশন সংলগ্ন বাড়ির সামনে শিশু আনোয়ারের হাতে চা বিক্রির জন্য একটি দামী ফ্লাক্স তুলে দেওয়া হয়। পুলিশ কর্মকর্তার পাঠিয়ে দেওয়া ফ্লাক্সটি তুলে দেন প্রথম আলো প্রতিনিধি রাশেদ রায়হান, গোয়ালন্দ প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল হোসেন, শেখ রাজীব, ইনকিলাব প্রতিনিধি মোজাম্মেল হোসেন প্রমূখ। এর আগে পরিবারটি পুলিশ কর্মকর্তার সাথে দেখা করলে তিনি নগদ ৫ হাজার টাকা ও কিছু খাদ্য সামগ্রী উপহার দেন।

আলাপকালে আনোয়ার জানায়, তিন বছর আগে বাবাকে হারিয়ে মাকে নিয়ে দৌলতদিয়া রেলষ্টেনের পাশে খুপড়ি ঘরে থাকে। মা দৌলতদিয়া রেলষ্টেশনে হোটেলে রাঁধুনির কাজ করতো। করোনাভাইরাসের কারণে হোটেল বন্ধ হয়ে যায়। অসহায় মা তাকে নিয়ে পড়েন চরম বিপাকে। প্রথমে স্থানীয়দের থেকে ১৪০০ টাকা ঋন করে একটি চায়ের ফ্লাক্স ও ছোট একটি বালতি কিনে আনোয়ার হয়ে উঠে চা-ওয়ালা। দৌলতদিয়া বাজারে গেলে চোখে পড়ে একটি শিশুর কণ্ঠে ভেসে আসছে চা গরম, চা গরম, চা খাবেন নাকি। এভাবেই খরিদ্দারদের ডেকে চা খাওয়ার আমন্ত্রন জানায় শিশু আনোয়ার। প্রতিদিন বেলা ১১টার পর চা নিয়ে বেরিয়ে পরে দৌলতদিয়া বাজার, ট্রাক টার্মিনাল এলাকায়। সারাদিন ঘুরে ফ্লাক্সভর্তি চা প্রতিকাপ পাঁচ টাকা দরে বিক্রি করে দিন শেষে ২০০ টাকা নিয়ে মায়ের হাতে দেয়। চা বিক্রি শেষ না হওয়া পষর্ন্ত ঘুরতে থাকে। প্রতি ফ্লাক্স চা তৈরীতে তার ৮০ টাকার মতো খরচ হয়।

আলাপকালে আনোয়ার আরো জানায়, দৌলতদিয়া কে.কে.এস শিশু বিদ্যালয়ে তৃতীয় শ্রেনী পষর্ন্ত লেখাপড়া করেছে। বাবা মারা যাওয়ার পর আর লেখাপড়া হয়নি। সহপাঠিরা স্কুলে যায়, এতে তার মনে কষ্ট হলেও বড় কষ্ট ক্ষুধা নিয়ে। ঠিকমতো তিন বেলা খেতেও পায়না। প্রায় প্রতিদিন রাতের খাবার খাওয়া হয়না। কারন আগে মা হোটেলে কাজ করে ভাত নিয়ে আসতো। সেই ভাত আমি রাতে খেতাম। এখন মায়ের হোটেলে কাজ নেই, তাই মা ভাত আনতে পারেনা। মায়ের সাথে গল্প করতে করতে রাতে ঘুমিয়ে যাই। বড় হয়ে তার ইচ্ছা একটা খাবার হোটেল দেওয়া। যাতে তার আর খাবার কষ্ট না থাকে। আর মাকে যেন কাজ করে খাবার আনতে না হয়। কন্তু দুঃখের বিষয় যে ফ্লাক্স নিয়ে চা বিক্রির কাজ শুরু করেছিল কয়েকদিন আগে স্থানীয় কিছু খারাপ ছেলেপেলে তার ফ্লাক্সটি কেড়ে রেখে দেয়। এরপর সে আবারও বেকার হয়ে পড়ে। নতুন করে ফ্লাক্সটি পেয়ে আনোয়ারের মুখে যেন খুশির ঝিলিক পড়ছে।

আনোয়ারের মা বলেন, পুলিশ কর্মকর্তা ৫ হাজার টাকা দিয়েছিল, আমি তা রাজবাড়ীতে একজনের কাছে গচ্ছিত রেখেছি। নতুন করে একটি দামী ফ্লাক্স পেয়ে অনেক উপকার হলো। তিনি আমাকে যে উপকার করলেন তা ভুলবার নয়।

পুলিশ কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, করোনাকালে অনেকেই কষ্ট করে দিন পার করছেন। অন্তত ডাল-ভাত খেয়ে বেঁচে থাকতে পারলেই যথেষ্ট। সেখানে এ ধরনের একটি অসহায় পরিবারকে যদি সামান্য একটু হাত বাড়ালে চলতে পারে তাহলে দোষের কি? প্রথম আলোয় প্রতিবেদনটি দেখে আমি তাকে কিছু একটা করার সিদ্ধান্ত নিয়েছিলাম।