মইনুল মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে সরকারি নির্দেশনা অমান্য করে জ্বালানি হিসেবে বনের কাঠ পোড়ানোর দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি ইটভাটার মালিককে পৃথক দুটি মামলায় এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আবু কায়সার খানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার তত্ত্বাবধানে রোববার দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত জেলার বালিয়াকান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি বলেন, ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের নিয়ম না মেনেই কাঠ পোড়ানো হচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় কাঠ পোড়ানো দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর আওতায় টিএম ও এমএফ ব্রিকস নামের দুটি ইট ভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাদেরকে কয়লা দিয়ে ইট পোড়ানোর জন্য বলা হয়েছে।
তিনি আরো বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন রাজবাড়ী জেলা পুলিশের একটি দল।