০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে পুলিশের হাতে হেরোইনসহ তিনজন গ্রেপ্তার

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পৃথক তিনটি অভিযানে হেরোইনসহ তিন জনকে গ্রেপ্তার করেছে। উপজেলার দৌলতদিয়া ঘাট বাজার এলাকা থেকে শুক্রবার দিবাগত গভীররাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ দশমিক ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারের সোনার বাংলা সুপার মার্কেটের পিছনে থাকা মাদক ব্যবসায়ী মো. সেলিম খাঁর বাড়ির উঠান থেকে ৩ গ্রাম হেরোইনসহ হাতেনাতে সেলিম খাঁকে (৪০) গ্রেপ্তার করে। সে স্থানীয় মৃত জলিল খাঁর ছেলে। এর আগে রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ঘাট মনোরমা সিনেমা হলের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৪ গ্রাম হেরোইনসহ মো. নোয়াই খাঁ (২৭) নামের এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার চর করনেশনা গ্রামের সাফাই খাঁর ছেলে। তার আগে রাত ৮টার দিকে দৌলতদিয়া ঘাট কাঁচা বাজারস্থ মাষ্টার বোডিং এর সামনে পাকা রাস্তার ওপর থেকে ৫ দশমিক ২ গ্রাম হেরোইসহ মো. রাসেল শেখ (২৬) নামের আরেক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। রাসেল রাজবাড়ী সদর উপজেলার বাড়ই গ্রামের মহরম শেখ এর ছেলে।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে শুক্রবার রাতেই পৃথক তিনটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রাসেল শেখ এর বিরুদ্ধে পূর্বে আরেকটি মাদক আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে পুলিশের হাতে হেরোইনসহ তিনজন গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০৫:৪৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পৃথক তিনটি অভিযানে হেরোইনসহ তিন জনকে গ্রেপ্তার করেছে। উপজেলার দৌলতদিয়া ঘাট বাজার এলাকা থেকে শুক্রবার দিবাগত গভীররাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ দশমিক ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারের সোনার বাংলা সুপার মার্কেটের পিছনে থাকা মাদক ব্যবসায়ী মো. সেলিম খাঁর বাড়ির উঠান থেকে ৩ গ্রাম হেরোইনসহ হাতেনাতে সেলিম খাঁকে (৪০) গ্রেপ্তার করে। সে স্থানীয় মৃত জলিল খাঁর ছেলে। এর আগে রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ঘাট মনোরমা সিনেমা হলের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৪ গ্রাম হেরোইনসহ মো. নোয়াই খাঁ (২৭) নামের এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার চর করনেশনা গ্রামের সাফাই খাঁর ছেলে। তার আগে রাত ৮টার দিকে দৌলতদিয়া ঘাট কাঁচা বাজারস্থ মাষ্টার বোডিং এর সামনে পাকা রাস্তার ওপর থেকে ৫ দশমিক ২ গ্রাম হেরোইসহ মো. রাসেল শেখ (২৬) নামের আরেক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। রাসেল রাজবাড়ী সদর উপজেলার বাড়ই গ্রামের মহরম শেখ এর ছেলে।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে শুক্রবার রাতেই পৃথক তিনটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রাসেল শেখ এর বিরুদ্ধে পূর্বে আরেকটি মাদক আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।