০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ঈদকে সামনে রেখে সেমাই কারখানাগুলো ব্যাস্ত হয়ে পড়েছে

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ অতিথি আপ্যায়নে খাবারের গুরুত্বপূর্ণ মিষ্টি খাদ্য হিসেবে সুনাম রয়েছে সেমাইয়ের। ঈদকে সামনে রেখে রাজবাড়ীর সেমাই কারখানাগুলো উৎপাদন বাড়াতে কাজ করে চলেছে। এবছর লোকবল বাড়িয়ে স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্যসম্মত উপায়ে সেমাই উৎপাদন করছেন। কোভিডের কারনে রমজানের আগে উৎপাদন কিছুটা কম হলেও ঈদকে কেন্দ্র করে তাদের সেমাই উৎপাদন বেড়েছে কয়েকগুন। রাজবাড়ীর চাহিদা মিটিয়ে এ সেমাই বিভিন্ন জেলাতে রপ্তানি করছেন ব্যাবসায়ীরা।

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরের বিসিক শিল্প নগরীতে চারটি সেমাই কারখানা রয়েছে। এরমধ্যে দ্বীন ফ্লাওয়ার মিলস ’এর মালিক কামিরুল ইসলাম তাদের কারখানায় নিজস্ব মিলে উৎপাদিত ময়দা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে ডায়মন্ড ও ফাইভ স্টার নামে দুটি ভিন্ন নামে সেমাই উৎপান করছেন। এখানে উৎপাদিত সেমাইয়ে কোন ধরনের কেমিক্যাল, রং মিশানো হয়না। প্রথমে মেশিনে ময়দার সাথে গরম পানি মিশিয়ে কাঁচা সেমাই তৈরি করা হয়। এরপর কড়া রোদ্রে শুকিয়ে আগুনের চুলাতে ভাজা হয়। এতে সেমাইগুলো বাদামি লালচে রং ধারন করে। সেমাই গুলোতে কোন অস্বাস্থ্যকর রং ব্যবহার করার প্রয়োজন পরেনা।

তাই এর চাহিদাও রয়েছে নিজ জেলা সহ অন্যান্য জেলাগুলোতে। এ সেমাই কারখানা গুলোতে বর্তমানে ঈদকে সামনে রেখে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত। উৎপাদন বাড়াতে বাড়িয়েছেন লোকবল। উৎপাদিত সেমাই রাজবাড়ী সহ বিভিন্ন জেলাতে বিক্রি করছেন। এতে কোভিড কালীন সময়ের তাদের উৎপাদনে তেমন একটা ভাটা পরেনি। কারখানায় কর্মচারিদের নিয়মিত পাওনা পরিশোধ করছেন। এতে সেমাই তৈরীর সাথে জড়িত কর্মচারীরা তাদের পরিবার পরিজন নিয়ে ভালোভাবে চলছেন। কাজী ফুডস, সোহান ফুডস ও শাওন ইন্ডষ্ট্রিজ এই কারখানা গুলো সেমাই উৎপাদ করেন রাজবাড়ীতে।

সেমাই কারিগরেরা বলেন, তারা বর্তমানে স্বাস্থ্যবিধি উপকরন ব্যবহার করে ও স্বাস্থ্য সম্মত উপায়ে সেমাই তৈরী করছেন। এখানে উৎপাদিত সেমাইতে কোন রং বা কেমিক্যাল মিশানো হয়না। করোনার মধ্যেও মালিক পক্ষ তাদের পারিশ্রমিক ভালোভাবে মিটিয়ে দেন নিয়মিত। এখানে কাজ করে তারা ভালো আছেন পরিবার নিয়ে।

সেমাই উৎপাদন কারী প্রতিষ্ঠান দ্বীন ফুড প্রডাক্টস’ এর মালিক কামিরুল ইসলাম বলেন, তারা এই করোনার মধ্যেও স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সম্মত উপায়ে সেমই তৈরী করছেন। ঈদকে সামনে রেখে সেমাইয়ের উৎপাদন আরো বেড়েছে। রং ও কেমিক্যাল ব্যবহার করা হয়না বলে এর চাহিদা রয়েছে বাজারে। চাহিদার কারনে উৎপাদিত সেমাই রাজবাড়ী সহ বিভিন্ন জেলাতে রপ্তানি করছেন। শ্রমিকদেরও স্বাস্থ্য সম্মতভাবে সেমাই উৎপাদন করতে পরামর্শ দিয়ে থাকেন।

রাজবাড়ী শিল্প নগরী কর্মকর্তা জিয়াউল হক জিয়া বলেন, এই শিল্প নগরীতে চারটি সেমাই কারখানা রয়েছে। ঈদকে সামনে রেখে কারখানা মালিকেরা সেমাই উৎপাদন অব্যাহত রেখেছেন। কোভিডের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে এখানে সেমাই তৈরী করছেন। এতে তারা ভালো মুনাফা লাভ করতে পারবেন বলে আশা করেন। বিসিকের পক্ষ থেকে সাবক্ষনিক পর্যবেক্ষন করা হয় স্বাস্থ্য বিধি মেনে চলতে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে ঈদকে সামনে রেখে সেমাই কারখানাগুলো ব্যাস্ত হয়ে পড়েছে

পোস্ট হয়েছেঃ ০৮:১৩:০১ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ অতিথি আপ্যায়নে খাবারের গুরুত্বপূর্ণ মিষ্টি খাদ্য হিসেবে সুনাম রয়েছে সেমাইয়ের। ঈদকে সামনে রেখে রাজবাড়ীর সেমাই কারখানাগুলো উৎপাদন বাড়াতে কাজ করে চলেছে। এবছর লোকবল বাড়িয়ে স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্যসম্মত উপায়ে সেমাই উৎপাদন করছেন। কোভিডের কারনে রমজানের আগে উৎপাদন কিছুটা কম হলেও ঈদকে কেন্দ্র করে তাদের সেমাই উৎপাদন বেড়েছে কয়েকগুন। রাজবাড়ীর চাহিদা মিটিয়ে এ সেমাই বিভিন্ন জেলাতে রপ্তানি করছেন ব্যাবসায়ীরা।

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরের বিসিক শিল্প নগরীতে চারটি সেমাই কারখানা রয়েছে। এরমধ্যে দ্বীন ফ্লাওয়ার মিলস ’এর মালিক কামিরুল ইসলাম তাদের কারখানায় নিজস্ব মিলে উৎপাদিত ময়দা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে ডায়মন্ড ও ফাইভ স্টার নামে দুটি ভিন্ন নামে সেমাই উৎপান করছেন। এখানে উৎপাদিত সেমাইয়ে কোন ধরনের কেমিক্যাল, রং মিশানো হয়না। প্রথমে মেশিনে ময়দার সাথে গরম পানি মিশিয়ে কাঁচা সেমাই তৈরি করা হয়। এরপর কড়া রোদ্রে শুকিয়ে আগুনের চুলাতে ভাজা হয়। এতে সেমাইগুলো বাদামি লালচে রং ধারন করে। সেমাই গুলোতে কোন অস্বাস্থ্যকর রং ব্যবহার করার প্রয়োজন পরেনা।

তাই এর চাহিদাও রয়েছে নিজ জেলা সহ অন্যান্য জেলাগুলোতে। এ সেমাই কারখানা গুলোতে বর্তমানে ঈদকে সামনে রেখে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত। উৎপাদন বাড়াতে বাড়িয়েছেন লোকবল। উৎপাদিত সেমাই রাজবাড়ী সহ বিভিন্ন জেলাতে বিক্রি করছেন। এতে কোভিড কালীন সময়ের তাদের উৎপাদনে তেমন একটা ভাটা পরেনি। কারখানায় কর্মচারিদের নিয়মিত পাওনা পরিশোধ করছেন। এতে সেমাই তৈরীর সাথে জড়িত কর্মচারীরা তাদের পরিবার পরিজন নিয়ে ভালোভাবে চলছেন। কাজী ফুডস, সোহান ফুডস ও শাওন ইন্ডষ্ট্রিজ এই কারখানা গুলো সেমাই উৎপাদ করেন রাজবাড়ীতে।

সেমাই কারিগরেরা বলেন, তারা বর্তমানে স্বাস্থ্যবিধি উপকরন ব্যবহার করে ও স্বাস্থ্য সম্মত উপায়ে সেমাই তৈরী করছেন। এখানে উৎপাদিত সেমাইতে কোন রং বা কেমিক্যাল মিশানো হয়না। করোনার মধ্যেও মালিক পক্ষ তাদের পারিশ্রমিক ভালোভাবে মিটিয়ে দেন নিয়মিত। এখানে কাজ করে তারা ভালো আছেন পরিবার নিয়ে।

সেমাই উৎপাদন কারী প্রতিষ্ঠান দ্বীন ফুড প্রডাক্টস’ এর মালিক কামিরুল ইসলাম বলেন, তারা এই করোনার মধ্যেও স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সম্মত উপায়ে সেমই তৈরী করছেন। ঈদকে সামনে রেখে সেমাইয়ের উৎপাদন আরো বেড়েছে। রং ও কেমিক্যাল ব্যবহার করা হয়না বলে এর চাহিদা রয়েছে বাজারে। চাহিদার কারনে উৎপাদিত সেমাই রাজবাড়ী সহ বিভিন্ন জেলাতে রপ্তানি করছেন। শ্রমিকদেরও স্বাস্থ্য সম্মতভাবে সেমাই উৎপাদন করতে পরামর্শ দিয়ে থাকেন।

রাজবাড়ী শিল্প নগরী কর্মকর্তা জিয়াউল হক জিয়া বলেন, এই শিল্প নগরীতে চারটি সেমাই কারখানা রয়েছে। ঈদকে সামনে রেখে কারখানা মালিকেরা সেমাই উৎপাদন অব্যাহত রেখেছেন। কোভিডের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে এখানে সেমাই তৈরী করছেন। এতে তারা ভালো মুনাফা লাভ করতে পারবেন বলে আশা করেন। বিসিকের পক্ষ থেকে সাবক্ষনিক পর্যবেক্ষন করা হয় স্বাস্থ্য বিধি মেনে চলতে।