০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবকে বন্ধু ‘৯৬ এর অক্সিজেন সিলিন্ডার উপহার

শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় উপহার হিসেবে ২টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে বন্ধু ‘৯৬ নামের একটি সামাজিক সংগঠন।

জানা গেছে, করোনার এ দুঃসময়ে গত ৪ মাস ধরে হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত জরুরি রোগীদের বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সেবা দিচ্ছে “গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব” নামের একটি সেবা সংগঠন। মঙ্গলবার বেলা ১২ টার দিকে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবকে তাদের কার্যালয়ে বন্ধু ‘৯৬ এর পক্ষ হতে অক্সিজেন ভর্তি সিলিন্ডার দুটি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্হিত ছিলেন বন্ধু ‘৯৬ সংগঠনের সভাপতি শামীম শেখ, সহ সভাপতি স্কুল শিক্ষক আবুল কাশেম, গোবিন্দ চন্দ্র, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক কলিন্স পার্থ, সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত মোল্লা, কোষাধ্যক্ষ শফিক মন্ডল প্রমূখ।

বন্ধু ‘৯৬ সংগঠনের সহসভাপতি আবুল কাশেম বলেন, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের একদল উদ্যোমী যুবক করোনার এই দুঃসময়ে যে ভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত করোনা রোগীদের সেবায় কাজ করে চলেছেন তা নজিরবিহীন। আমরা দেশে-প্রবাসে থাকা বন্ধুরা মিলে তাদের এ মহতি কাজের সাথে পরোক্ষভাবে সম্পৃক্ত হতে সিলিন্ডার দুটি উপহার হিসেবে দিলাম। আশা করি এতে শ্বাসকষ্টে ভোগা করোনা রোগীরা কিছুটা হলেও উপকৃত হবেন।

গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, ২০১৯ সালের ডিসেম্বরে গোয়ালন্দ উপজেলাবাসীকে রক্ত দিয়ে সেবার উদ্দেশ্যে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব সংগঠনটি গড়ে তোলা হয়। মাত্র দেড় বছরে আমরা অন্তত দেড় হাজার জন জরুরি ও মূমুর্ষ রোগীকে রক্ত দিয়ে সহায়তা করেছি। আমাদের চলমান এ কর্মসূচির মধ্যেই শুরু হয়ে গেছে মহামারী করোনা। এ অবস্থায় আমরা ৯টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে রোগীদের সেবায় কাজ শুরু করি। হোম আইসোলেশনে থাকা রোগীদের হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে খবর পাওয়া মাত্রই আমাদের সংগঠনের কর্মীরা ওই রোগীর বাড়িতে গিয়ে তাকে অক্সিজেন দিয়ে বাঁচতে সহায়তা করছে। এ ক্ষেত্রে আমাদের নিবেদিত প্রান একদল তরুন-যুবক জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করে চলেছেন।

গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মো. সেলিম মুন্সি বলেন, আজকের দুটি দিয়ে আমাদের মোট অক্সিজেন সিলিন্ডার সংখ্যা দাড়ালো ১১টিতে। সবগুলোই রোগীদের সেবায় নিয়োজিত রয়েছে। আমরা বন্ধু ‘৯৬ এর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবকে বন্ধু ‘৯৬ এর অক্সিজেন সিলিন্ডার উপহার

পোস্ট হয়েছেঃ ০৯:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১

শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় উপহার হিসেবে ২টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে বন্ধু ‘৯৬ নামের একটি সামাজিক সংগঠন।

জানা গেছে, করোনার এ দুঃসময়ে গত ৪ মাস ধরে হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত জরুরি রোগীদের বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সেবা দিচ্ছে “গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব” নামের একটি সেবা সংগঠন। মঙ্গলবার বেলা ১২ টার দিকে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবকে তাদের কার্যালয়ে বন্ধু ‘৯৬ এর পক্ষ হতে অক্সিজেন ভর্তি সিলিন্ডার দুটি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্হিত ছিলেন বন্ধু ‘৯৬ সংগঠনের সভাপতি শামীম শেখ, সহ সভাপতি স্কুল শিক্ষক আবুল কাশেম, গোবিন্দ চন্দ্র, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক কলিন্স পার্থ, সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত মোল্লা, কোষাধ্যক্ষ শফিক মন্ডল প্রমূখ।

বন্ধু ‘৯৬ সংগঠনের সহসভাপতি আবুল কাশেম বলেন, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের একদল উদ্যোমী যুবক করোনার এই দুঃসময়ে যে ভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত করোনা রোগীদের সেবায় কাজ করে চলেছেন তা নজিরবিহীন। আমরা দেশে-প্রবাসে থাকা বন্ধুরা মিলে তাদের এ মহতি কাজের সাথে পরোক্ষভাবে সম্পৃক্ত হতে সিলিন্ডার দুটি উপহার হিসেবে দিলাম। আশা করি এতে শ্বাসকষ্টে ভোগা করোনা রোগীরা কিছুটা হলেও উপকৃত হবেন।

গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, ২০১৯ সালের ডিসেম্বরে গোয়ালন্দ উপজেলাবাসীকে রক্ত দিয়ে সেবার উদ্দেশ্যে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব সংগঠনটি গড়ে তোলা হয়। মাত্র দেড় বছরে আমরা অন্তত দেড় হাজার জন জরুরি ও মূমুর্ষ রোগীকে রক্ত দিয়ে সহায়তা করেছি। আমাদের চলমান এ কর্মসূচির মধ্যেই শুরু হয়ে গেছে মহামারী করোনা। এ অবস্থায় আমরা ৯টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে রোগীদের সেবায় কাজ শুরু করি। হোম আইসোলেশনে থাকা রোগীদের হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে খবর পাওয়া মাত্রই আমাদের সংগঠনের কর্মীরা ওই রোগীর বাড়িতে গিয়ে তাকে অক্সিজেন দিয়ে বাঁচতে সহায়তা করছে। এ ক্ষেত্রে আমাদের নিবেদিত প্রান একদল তরুন-যুবক জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করে চলেছেন।

গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মো. সেলিম মুন্সি বলেন, আজকের দুটি দিয়ে আমাদের মোট অক্সিজেন সিলিন্ডার সংখ্যা দাড়ালো ১১টিতে। সবগুলোই রোগীদের সেবায় নিয়োজিত রয়েছে। আমরা বন্ধু ‘৯৬ এর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।