Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. শিক্ষা
  6. আলোচিত খবর

দেশ সেরা শিক্ষক বালিয়াকান্দির শহিদুল ইসলাম সবর্ত্র প্রশংসিত

রাজবাড়ী মেইল ডেস্ক
৫ অক্টোবর ২০২১, ৪:২৩ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ বিদ্যালয় প্রাঙ্গনে মুক্তিযুদ্ধ কর্ণার, নামাজ ঘর, গ্রন্থাগার, ভূ-গোলক কর্ণার, শহীদ মিনার, মিনা রাজু পার্ক, উপকরণ কর্ণার, পতাকা মঞ্চ, রিডিং কর্ণার, হাসান আলী স্কয়ার, আমাদের ভূবন, পশুপাখির ম্যুরালসহ নানান রকম স্থাপনা স্থায়ীভাবে স্থাপন করে সর্বত্র প্রংশসিত হয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দির দেশসেরা শিক্ষক শহিদুল ইসলাম।

দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর এসব স্থাপনা বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগ ও নিয়মিত স্কুলে আসার জন্য অনেক সহায়ক হবে ভেবে এসব চিন্তা করেছেন তিনি। দেশের মধ্যে তিনি প্রথম তাঁর বিদ্যালয়ে সততা ষ্টোর নামের বিক্রেতা বিহীন দোকান প্রতিষ্ঠা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, মো. শহিদুল ইসলাম ২০১৪ সাল থেকে ৬বছর ধরে তিনি কোনো নিত্য নৈমত্তিক ছুটি ভোগ করেননি। বিদ্যালয়ের উন্ন্য়ন কাজের জন্য তিনি স্থানীয়দের সম্পৃক্ত করার পাশাপাশি ৫ লক্ষ টাকা বিদ্যালয়ের তহবিলে অনুদান দিয়েছেন। সমাপনী পরীক্ষায় ভালো ফলের জন্য তিনি বিদ্যালয়ের সময় সূচীর বাইরে বৈকালিক ও নৈশকালীন বিদ্যালয়ও চালু করেছেন। করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকলেও তিনি বিদ্যালয়ের আঙিনায় সূর্যমূখী ফুলের চারা পরিচর্যা করেছেন।

সেরা শিক্ষক নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি এ প্রতিবেদককে বলেন, আমি যে দেশ সেরা প্রধান শিক্ষক হবো সেটা কোনোদিন কল্পনা করিনি। আমার এই সাফল্যর পিছনে মহান সৃষ্টিকর্তার অবদান রয়েছে। প্রাথমিক স্তরে সাধারনত কোমলমতি শিক্ষার্থীরা ভর্তি হয়। তাদের বিদ্যালয়ে ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। এই প্রতিযোগীতার মধ্যে তাকে পড়ালেখা করে ভালো ফলাফল নিশ্চিত করাটা একটা বড় কঠিন কাজ। সেই কাজ করতে হলে বিদ্যালয়ে যেন শিক্ষার্থীরা যেন মনোনিবেশ করতে পারে। আর সেটাকে গুরুত দিয়েই বিদ্যালয়ে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছি। শিক্ষার্থীরা যেন এসব স্থাপনার কারনে ভালো মনে পড়ালেখা করতে পারে। করোনাকালে শিক্ষার্থীরা কিভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে এই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠা যায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেসব চিন্তা আমার মাথায় রয়েছে বলে জানান তিনি।

বিদ্যালয়ের শিক্ষার্থী শরীফুল জানান, স্যার, আমাদের অনেক আদর করেন। তিনি একটা মাটির মানুষ। পড়ালেখার ব্যাপারে তিনি কোনোদিন আমাদের চাপ দেননি এবং রাগারাগিও করেননি।

শিক্ষক ও সাংবাদিক মো. সোহেল মিয়া বলেন, শহিদুল ইসলাম তার নিজগুণে দেশসেরা প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি সত্যিকার অর্থেই শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন। আমরা তাঁর সাথে কাজ করতে গিয়ে দেখেছি বিদ্যালয় ছাড়া তার কাছে অন্য কোনো চিন্তা নেই। বালিয়াকান্দির শিক্ষক হয়ে তার সাথে চলে আমরা গর্ববোধ করি এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।

উল্লেখ্য, দেশসেরা শিক্ষক শহিদুল ইসলাম ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। ১৯৯৮সালের ২রা ডিসেম্বর প্রধান শিক্ষক হিসেবে চাকুরীতে যোগদান করেন। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮ সালে স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি জেলার সেরা প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়।

২০১৬ সালে তিনি বালিয়াকান্দি উপজেলার প্রথম শিক্ষক হিসেবে সরকারী ডিওতে ইন্দ্রোনেশিয়া ভ্রমণ করেন। সারাদেশে আলোচিত অন্য কারনে তিনি বিদ্যালয়টিতে যোগদান করার পর ঈর্ষনীয় সাফল্য পায় শিক্ষার্খীরা। সমাপনীতে ভালো ফলাফল লাভের জন্য তিনি বিদ্যালয়ের সময়সূচীর বাইরে বৈকালিক/নৈশকালীন বিদ্যালয় চালু করেছিলেন।

শহিদুল ইসলামকে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে ২০১৯ সালের ১লা নভেম্বর দেশসেরা প্রধান শিক্ষক নির্বাচিত হন। এটা ঘোষনা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২রা নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) শামীম আরা নাজনীন স্বাক্ষরিত পত্রে বিষয়টি তখন নিশ্চিত করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি