০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

স্কুল ছাত্রী অপহরণের পর ধর্ষণের ঘটনায় প্রধান আসামীসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রীকে অপহরণের পর দুইদিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় জড়িত প্রধান আসামী জাহাঙ্গীর মন্ডলকে (৪২) শনিবার বিকেলে সাভারের আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নলিয়াপাড়া গ্রামের লতিফ মন্ডলের ছেলে।

এর আগে শনিবার ভোররাতে নলিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্ত জব্বার প্রামানিকের ছেলে ইসহাক প্রামানিক (৪৫) ও সিরাজ প্রামানিকের ছেলে রেদোয়ান প্রামানিক (২০)। ইসহাক ও রেদোয়ানের বিরুদ্ধে অভিযোগ, ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আসামী জাহাঙ্গীর মন্ডলকে স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় সহযোগিতা করেন।

জানা যায়, গত মঙ্গলবার (২০ এপ্রিল) ভোর ৬টার দিকে অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রী প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে কয়েকশ গজ দূর স্থানীয় নলিয়া পাড়া গ্রামের প্রাইভেট শিক্ষকের বাড়ির কাছে পৌছায়। এসময় স্থানীয় জাহাঙ্গীর মন্ডল স্থানীয় জব্বার ইসহাক প্রামানিক ও রেদোয়ান প্রামানিকসহ অজ্ঞাত আরো ২-৩জনের সহযোগিতায় স্কুল ছাত্রীকে রাস্তার ওপর থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেয়।

এদিকে কিশোরী বাড়ি ফিরে না আসায় স্কুল ছাত্রীর মা সব জায়গা খুঁজতে থাকে। প্রাইভেট শিক্ষকের কাছ থেকে তিনি জানতে পারেন। এরপর থেকে অপহরণকারীদের স্থানীয়ভাবে চাপ সৃষ্টি করলে দুই দিন পর বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে প্রতিবেশী এক আত্মীয়ের বাড়ির কাছে স্কুল ছাত্রীকে অপহরণকারী জাহাঙ্গীর মন্ডল রেখে যায়। পরিবারের কাছে স্কুল ছাত্রী জানায়, জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে রাজবাড়ী সদর থানার অজ্ঞাত স্থানের একটি বাড়িতে তাকে আটকে রেখে ধর্ষণ করেন। পরদিন ঢাকার গাবতলি এলাকার অজ্ঞাত এক বাড়িতে নিয়ে সেখানেও তাকে আটকে জোরপূর্বক ধর্ষণ করেন জাহাঙ্গীর মন্ডল।

শুক্রবার (২৩ এপ্রিল) স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় জাহাঙ্গীর মন্ডলকে প্রধান, ইসহাক ও রেদোয়ানকে অভিযুক্ত করে এবং অজ্ঞাত আরো ২-৩ জনকে অভিুক্ত করে একটি মামলা দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার এস.আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মুরাদ হোসেন শনিবার বিকেলেেএ প্রতিবেদককে জানান, মামলার প্রধান অভিযুক্ত আসামী জাহাঙ্গীর মন্ডলকে সাভারের আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছি। এর আগে শুক্রবার মামলা দায়েরের পর ওই দিন দিবাগত রাত চারটার দিকে নিজ বাড়ি থেকে ইসহাক ও রেদোয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

স্কুল ছাত্রী অপহরণের পর ধর্ষণের ঘটনায় প্রধান আসামীসহ গ্রেপ্তার ৩

পোস্ট হয়েছেঃ ০৩:৫১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রীকে অপহরণের পর দুইদিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় জড়িত প্রধান আসামী জাহাঙ্গীর মন্ডলকে (৪২) শনিবার বিকেলে সাভারের আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নলিয়াপাড়া গ্রামের লতিফ মন্ডলের ছেলে।

এর আগে শনিবার ভোররাতে নলিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্ত জব্বার প্রামানিকের ছেলে ইসহাক প্রামানিক (৪৫) ও সিরাজ প্রামানিকের ছেলে রেদোয়ান প্রামানিক (২০)। ইসহাক ও রেদোয়ানের বিরুদ্ধে অভিযোগ, ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আসামী জাহাঙ্গীর মন্ডলকে স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় সহযোগিতা করেন।

জানা যায়, গত মঙ্গলবার (২০ এপ্রিল) ভোর ৬টার দিকে অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রী প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে কয়েকশ গজ দূর স্থানীয় নলিয়া পাড়া গ্রামের প্রাইভেট শিক্ষকের বাড়ির কাছে পৌছায়। এসময় স্থানীয় জাহাঙ্গীর মন্ডল স্থানীয় জব্বার ইসহাক প্রামানিক ও রেদোয়ান প্রামানিকসহ অজ্ঞাত আরো ২-৩জনের সহযোগিতায় স্কুল ছাত্রীকে রাস্তার ওপর থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেয়।

এদিকে কিশোরী বাড়ি ফিরে না আসায় স্কুল ছাত্রীর মা সব জায়গা খুঁজতে থাকে। প্রাইভেট শিক্ষকের কাছ থেকে তিনি জানতে পারেন। এরপর থেকে অপহরণকারীদের স্থানীয়ভাবে চাপ সৃষ্টি করলে দুই দিন পর বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে প্রতিবেশী এক আত্মীয়ের বাড়ির কাছে স্কুল ছাত্রীকে অপহরণকারী জাহাঙ্গীর মন্ডল রেখে যায়। পরিবারের কাছে স্কুল ছাত্রী জানায়, জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে রাজবাড়ী সদর থানার অজ্ঞাত স্থানের একটি বাড়িতে তাকে আটকে রেখে ধর্ষণ করেন। পরদিন ঢাকার গাবতলি এলাকার অজ্ঞাত এক বাড়িতে নিয়ে সেখানেও তাকে আটকে জোরপূর্বক ধর্ষণ করেন জাহাঙ্গীর মন্ডল।

শুক্রবার (২৩ এপ্রিল) স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় জাহাঙ্গীর মন্ডলকে প্রধান, ইসহাক ও রেদোয়ানকে অভিযুক্ত করে এবং অজ্ঞাত আরো ২-৩ জনকে অভিুক্ত করে একটি মামলা দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার এস.আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মুরাদ হোসেন শনিবার বিকেলেেএ প্রতিবেদককে জানান, মামলার প্রধান অভিযুক্ত আসামী জাহাঙ্গীর মন্ডলকে সাভারের আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছি। এর আগে শুক্রবার মামলা দায়েরের পর ওই দিন দিবাগত রাত চারটার দিকে নিজ বাড়ি থেকে ইসহাক ও রেদোয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।