০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনঃ ইভিএম মেশিনে ভোট পদ্ধতি গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ জন্য ভোটদান সর্ম্পকে ধারণা দিতে রোববার জেলার পাঁচটি উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট দান পদ্ধতি প্রদর্শিত হয়েছে।

এদিকে স্বচ্ছভাবে ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকবে। সেই সাথে থাকছে সিসি টিভি ক্যামেরা। সোমবার সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট দান পদ্ধতি প্রদর্শনের সময় জনপ্রতিনিধি ভোটারগন তাদের জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোট দান পদ্ধতিতে অংশ নেন।

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ)। বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাংশা পৌর আওয়ামী লীগের সহসভাপতি দীপক কুন্ডু (মোটরসাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইমামুজ্জামান চৌধুরী (আনারস)। এছাড়া জেলার পাঁচটি উপজেলায় সদস্য পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে ৭ জন সহ মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজবাড়ী জেলা সদরসহ মোট পাঁচটি উপজেলা, ৩টি পৌরসভা ও ৪২টি ইউনিয়নের মোট ৫৯৮জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের মাধ্যমে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন।

রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে পাঁচটি উপজেলা এবং তিনটি পৌরসভাসহ ৪২টি ইউনিয়নের মোট ৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনঃ ইভিএম মেশিনে ভোট পদ্ধতি গ্রহণ

পোস্ট হয়েছেঃ ১০:০২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ জন্য ভোটদান সর্ম্পকে ধারণা দিতে রোববার জেলার পাঁচটি উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট দান পদ্ধতি প্রদর্শিত হয়েছে।

এদিকে স্বচ্ছভাবে ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকবে। সেই সাথে থাকছে সিসি টিভি ক্যামেরা। সোমবার সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট দান পদ্ধতি প্রদর্শনের সময় জনপ্রতিনিধি ভোটারগন তাদের জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোট দান পদ্ধতিতে অংশ নেন।

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ)। বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাংশা পৌর আওয়ামী লীগের সহসভাপতি দীপক কুন্ডু (মোটরসাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইমামুজ্জামান চৌধুরী (আনারস)। এছাড়া জেলার পাঁচটি উপজেলায় সদস্য পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে ৭ জন সহ মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজবাড়ী জেলা সদরসহ মোট পাঁচটি উপজেলা, ৩টি পৌরসভা ও ৪২টি ইউনিয়নের মোট ৫৯৮জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের মাধ্যমে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন।

রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে পাঁচটি উপজেলা এবং তিনটি পৌরসভাসহ ৪২টি ইউনিয়নের মোট ৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।