০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে ছাত্রলীগ নেতা পলাশ হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান পলাশ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের জনৈদ্দিন সরদার পাড়ায় নিহত পলাশদের বাড়ির সামনে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনকালে ছাত্রলীগ নেতা শরিফুজ্জামান পলাশ হত্যার বিচারের দাবীতে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ দুপুর ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত ছাত্রলীগ নেতা শরিফুজ্জামান পলাশের বাবা এবি ছিদ্দিক বেপারী, মা ছকিনা বেগম, পলাশের একমাত্র কন্যা সপ্তম শ্রেনীর স্কুল ছাত্রী সানজিদা সেতু ছাড়াও স্থানীয় ইউপি সদস্য শমসের আলীসহ এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

পলাশের সপ্তম শ্রেনী পড়ুয়া মেয়ে সানজিদা সেতু কান্নারত অবস্থায় বলে, বাবার মৃত্যুর কিছুদিন পর মার অন্যত্র বিয়ে হয়ে যায়। এখন বাবা-মা কেউ নেই আমার। আমি স্কুলে ঠিকমতো যেতে পারিনা। আসামীরা নানাভাবে ভয়ভীতি দেখায়। আমি আমার বাবা হত্যার বিচার চাই।

পরিবার জানায়, ২০১৫ সালের ২১ এপ্রিল সকালে বাড়ি থেকে কয়েকশ গজ দূরে মরা পদ্মা নদীতে গাছের ডালপালা ফেলে সকাল সাড়ে ১০টার দিকে নদীর পাড়ে স্থানীয় গিয়াস উদ্দিনের বাড়ির সামনে বাঁশের মাচালীতে বসে গল্প করছিল। এসময় দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে হামলা চালায়। দুর্বৃত্তদের ধারালো রামদার কোপে পলাশের গলা থেকে দ্বিখন্ডিত হয়ে ঝুলতে থাকে। তারা ডান হাত বিচ্ছিন্ন করার চেষ্টা করে কুপিয়ে রক্তাত্ব জখম করে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে। পরিবার ও স্থানীয় লোকজন তাকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরদিন পলাশের মা ছকিনা বেগম বাদী হয়ে স্থানীয় যুবলীগ নেতা জিন্দার শেখ, আব্দুল জব্বার শেখ, মো. আতিয়ার শেখ, মো. নান্নু শেখ, মো. জহুরুল শেখ, মারফত শেখ, মো. পাষান ও আওয়াল সরদার সহ অজ্ঞাত ২-৩জনকে আসামী করে ২০১৫ সালের ২২ এপ্রিল হত্যা মামলা (নং-১০) দায়ের করেন।

স্থানীয়রা জানান, পলাশ বেপারী উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে সে যুবলীগের ইউনিয়ন কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। ইউনিয়নের একই পথে প্রতিদ্বন্দ্বিতা করছিল যুবলীগ নেতা জিন্দার আলী। এ নিয়ে উভয়ের মধ্যে কোন্দল ও কোলহ দেখা দেয়। নিজেদের অভ্যন্তরীন কোন্দলের কারনে পলাশকে কুপিয়ে হত্যা করা হয়।

পলাশের বাবা ছিদ্দিক বেপারী অভিযোগে বলেন, আসামীরা ভয়ভীতি দেখানোর পাশাপাশি নানাভাবে টাকার কথা বলে সমঝোতার জন্য চাপ দেয়া হচ্ছে। আমরা টাকা চাইনা, ছেলে হত্যার বিচার চাই।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, এ ধরনের কোন অভিযোগ তাদের কাছে কেউ করেনি। তারপর বিষয়টি তিনি নিজ থেকে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া পলাশ হত্যার মামলার চার্জশীট অনেক আগেই প্রদান করা হয়েছে। শীঘ্রই মামলার রায় হবে বলেও জানান তিনি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে ছাত্রলীগ নেতা পলাশ হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

পোস্ট হয়েছেঃ ০৭:২২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান পলাশ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের জনৈদ্দিন সরদার পাড়ায় নিহত পলাশদের বাড়ির সামনে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনকালে ছাত্রলীগ নেতা শরিফুজ্জামান পলাশ হত্যার বিচারের দাবীতে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ দুপুর ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত ছাত্রলীগ নেতা শরিফুজ্জামান পলাশের বাবা এবি ছিদ্দিক বেপারী, মা ছকিনা বেগম, পলাশের একমাত্র কন্যা সপ্তম শ্রেনীর স্কুল ছাত্রী সানজিদা সেতু ছাড়াও স্থানীয় ইউপি সদস্য শমসের আলীসহ এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

পলাশের সপ্তম শ্রেনী পড়ুয়া মেয়ে সানজিদা সেতু কান্নারত অবস্থায় বলে, বাবার মৃত্যুর কিছুদিন পর মার অন্যত্র বিয়ে হয়ে যায়। এখন বাবা-মা কেউ নেই আমার। আমি স্কুলে ঠিকমতো যেতে পারিনা। আসামীরা নানাভাবে ভয়ভীতি দেখায়। আমি আমার বাবা হত্যার বিচার চাই।

পরিবার জানায়, ২০১৫ সালের ২১ এপ্রিল সকালে বাড়ি থেকে কয়েকশ গজ দূরে মরা পদ্মা নদীতে গাছের ডালপালা ফেলে সকাল সাড়ে ১০টার দিকে নদীর পাড়ে স্থানীয় গিয়াস উদ্দিনের বাড়ির সামনে বাঁশের মাচালীতে বসে গল্প করছিল। এসময় দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে হামলা চালায়। দুর্বৃত্তদের ধারালো রামদার কোপে পলাশের গলা থেকে দ্বিখন্ডিত হয়ে ঝুলতে থাকে। তারা ডান হাত বিচ্ছিন্ন করার চেষ্টা করে কুপিয়ে রক্তাত্ব জখম করে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে। পরিবার ও স্থানীয় লোকজন তাকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরদিন পলাশের মা ছকিনা বেগম বাদী হয়ে স্থানীয় যুবলীগ নেতা জিন্দার শেখ, আব্দুল জব্বার শেখ, মো. আতিয়ার শেখ, মো. নান্নু শেখ, মো. জহুরুল শেখ, মারফত শেখ, মো. পাষান ও আওয়াল সরদার সহ অজ্ঞাত ২-৩জনকে আসামী করে ২০১৫ সালের ২২ এপ্রিল হত্যা মামলা (নং-১০) দায়ের করেন।

স্থানীয়রা জানান, পলাশ বেপারী উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে সে যুবলীগের ইউনিয়ন কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। ইউনিয়নের একই পথে প্রতিদ্বন্দ্বিতা করছিল যুবলীগ নেতা জিন্দার আলী। এ নিয়ে উভয়ের মধ্যে কোন্দল ও কোলহ দেখা দেয়। নিজেদের অভ্যন্তরীন কোন্দলের কারনে পলাশকে কুপিয়ে হত্যা করা হয়।

পলাশের বাবা ছিদ্দিক বেপারী অভিযোগে বলেন, আসামীরা ভয়ভীতি দেখানোর পাশাপাশি নানাভাবে টাকার কথা বলে সমঝোতার জন্য চাপ দেয়া হচ্ছে। আমরা টাকা চাইনা, ছেলে হত্যার বিচার চাই।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, এ ধরনের কোন অভিযোগ তাদের কাছে কেউ করেনি। তারপর বিষয়টি তিনি নিজ থেকে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া পলাশ হত্যার মামলার চার্জশীট অনেক আগেই প্রদান করা হয়েছে। শীঘ্রই মামলার রায় হবে বলেও জানান তিনি।