০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় প্যানেল চেয়ারম্যান গণি মন্ডলের খুনিদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে সন্ত্রাসীদের গুলিতে নিহত দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল গণি মন্ডলের (৬০) খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল সোয়া ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে রাজবাড়ী ও ফরিদপুর জেলার সীমান্তবর্তী থেকে প্রধান আসামী রাজিব মন্ডল (৩২) ও দৌলতদিয়া ফেরি ঘাট থেকে সাগর প্রামানিক (২২) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে। রাজিব দৌলতদিয়া ওমর আলী মোল্লা পাড়ার কাশেম মন্ডলের ছেলে এবং দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলের আপন শ্যালক। সাগর প্রামানিক দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার মোশাররফ প্রামানিকের ছেলে।

গত বুধবার (৩১ মার্চ) রাত পৌনে ১০টার দিকে দৌলতদিয়া ইউপি চত্বরে স্থানীয় প্রবীন ব্যক্তি হাকিম মন্ডলের জানাযা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা আব্দুল গণি মন্ডলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তাঁর পেটের বা পাশে লাগে। পরদিন বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হলে পরদিন শুক্রবার (২ এপ্রিল) বেলা ১১টায় স্থানীয় কবরবস্থানে দাফন সম্পন্ন হয়। পরদিন শনিবার (৩ এপ্রিল) সকালে গণি মন্ডলের বড় ছেলে আলমগীর হোসেন মন্ডল বাদী হয়ে রাজিব মন্ডলকে প্রধান আসামী করে মোট পাঁচজনকে চিহিৃত এবং অজ্ঞাত আরো ৬-৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, যুগ্ম-সম্পাদক ফকীর আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা প্রমূখ। মহাসড়কের দুই পাশ জুড়ে এক কিলোমিটারের বেশি লম্বা লাইনে কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, গণি মন্ডল হত্যা মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যে শনিবার দিবাগত মধ্যরাতে প্রধান আসামী রাজিব মন্ডল এবং সন্ধিগ্ধ হিসেবে সাগর প্রামানিককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় প্যানেল চেয়ারম্যান গণি মন্ডলের খুনিদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন, গ্রেপ্তার ২

পোস্ট হয়েছেঃ ০৪:১৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে সন্ত্রাসীদের গুলিতে নিহত দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল গণি মন্ডলের (৬০) খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল সোয়া ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে রাজবাড়ী ও ফরিদপুর জেলার সীমান্তবর্তী থেকে প্রধান আসামী রাজিব মন্ডল (৩২) ও দৌলতদিয়া ফেরি ঘাট থেকে সাগর প্রামানিক (২২) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে। রাজিব দৌলতদিয়া ওমর আলী মোল্লা পাড়ার কাশেম মন্ডলের ছেলে এবং দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলের আপন শ্যালক। সাগর প্রামানিক দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার মোশাররফ প্রামানিকের ছেলে।

গত বুধবার (৩১ মার্চ) রাত পৌনে ১০টার দিকে দৌলতদিয়া ইউপি চত্বরে স্থানীয় প্রবীন ব্যক্তি হাকিম মন্ডলের জানাযা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা আব্দুল গণি মন্ডলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তাঁর পেটের বা পাশে লাগে। পরদিন বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হলে পরদিন শুক্রবার (২ এপ্রিল) বেলা ১১টায় স্থানীয় কবরবস্থানে দাফন সম্পন্ন হয়। পরদিন শনিবার (৩ এপ্রিল) সকালে গণি মন্ডলের বড় ছেলে আলমগীর হোসেন মন্ডল বাদী হয়ে রাজিব মন্ডলকে প্রধান আসামী করে মোট পাঁচজনকে চিহিৃত এবং অজ্ঞাত আরো ৬-৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, যুগ্ম-সম্পাদক ফকীর আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা প্রমূখ। মহাসড়কের দুই পাশ জুড়ে এক কিলোমিটারের বেশি লম্বা লাইনে কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, গণি মন্ডল হত্যা মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যে শনিবার দিবাগত মধ্যরাতে প্রধান আসামী রাজিব মন্ডল এবং সন্ধিগ্ধ হিসেবে সাগর প্রামানিককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।