০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ভয়াবহ আগুনে ১০টি দোকান সহ পাটের গোডাউন পুড়ে ছাই

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুনের ঘটানাটি ঘটে। এতে পাট বাজারের পদ্মা সুপার মার্কেটের জুতা-সেন্ডেলের ১০টি দোকান সহ পাটের গোডাউন পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা ছাড়িয়ে গেছে।

কয়েকজন ব্যবসায়ী বলেন, আমরা এই দোকান দিয়ে সংসার ও ঋণের কিস্তি দিতাম। এখন আমাদের দোকান পুড়ে যাওয়ায় সর্বস্ব হারিয়েছি। কিভাবে নতুন করে ব্যবসা শুরু করবো এবং ঋণের টাকা দিব তাই বুঝতে পারছি না।

আরিফ সু স্টোর মালিক জানান, কিছুদিন আগে মাল কিনেছি। আমার প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অন্যান্যদের চেয়ে আমার দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মিলন সু স্টোর মালিক বলেন, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু মাল বের করতে পেরেছি। লোটাক্স ফেব্রিক্স এর মালিক জানান, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সিমা সু স্টোর এর মালিক বলেন, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এরকম প্রতিটি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে।

পাট গোডাউন পদ্মা ট্রেডার্সের মালিক বশির উদ্দিন জানান, আমরা দুই ভাই ব্যবসা করি। দুই ভাইয়ের মিলিত এখানে অনেক মাল রাখা ছিল। পাট ছিল প্রায় দুই হাজার মন। তিল ২ হাজার ১০০ মন। কালিজিরা ১২৫ মন, খেশারি ৩০০ মন, মুশুরি ২০০ মন। এছাড়া ধনিয়া, মাসকলাই ও কিছু গম ছিল। ফজরের নামাজ শেষে জানতে পারি আগুনের কথা। শুনে তখনই চলে আসি। ফায়ার সার্ভিসের ফোন দেওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে পৌছায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আমার প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, আমার কোন শত্রু নেই। প্রাথমিক ধারণা, হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছাই। রাজবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে চার ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পাট বাজার মন্দিরের নিচে পানির হাউজ থাকায় আমরা দ্রুত কাজ করতে পেরেছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে ভয়াবহ আগুনে ১০টি দোকান সহ পাটের গোডাউন পুড়ে ছাই

পোস্ট হয়েছেঃ ০৫:৪০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুনের ঘটানাটি ঘটে। এতে পাট বাজারের পদ্মা সুপার মার্কেটের জুতা-সেন্ডেলের ১০টি দোকান সহ পাটের গোডাউন পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা ছাড়িয়ে গেছে।

কয়েকজন ব্যবসায়ী বলেন, আমরা এই দোকান দিয়ে সংসার ও ঋণের কিস্তি দিতাম। এখন আমাদের দোকান পুড়ে যাওয়ায় সর্বস্ব হারিয়েছি। কিভাবে নতুন করে ব্যবসা শুরু করবো এবং ঋণের টাকা দিব তাই বুঝতে পারছি না।

আরিফ সু স্টোর মালিক জানান, কিছুদিন আগে মাল কিনেছি। আমার প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অন্যান্যদের চেয়ে আমার দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মিলন সু স্টোর মালিক বলেন, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু মাল বের করতে পেরেছি। লোটাক্স ফেব্রিক্স এর মালিক জানান, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সিমা সু স্টোর এর মালিক বলেন, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এরকম প্রতিটি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে।

পাট গোডাউন পদ্মা ট্রেডার্সের মালিক বশির উদ্দিন জানান, আমরা দুই ভাই ব্যবসা করি। দুই ভাইয়ের মিলিত এখানে অনেক মাল রাখা ছিল। পাট ছিল প্রায় দুই হাজার মন। তিল ২ হাজার ১০০ মন। কালিজিরা ১২৫ মন, খেশারি ৩০০ মন, মুশুরি ২০০ মন। এছাড়া ধনিয়া, মাসকলাই ও কিছু গম ছিল। ফজরের নামাজ শেষে জানতে পারি আগুনের কথা। শুনে তখনই চলে আসি। ফায়ার সার্ভিসের ফোন দেওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে পৌছায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আমার প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, আমার কোন শত্রু নেই। প্রাথমিক ধারণা, হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছাই। রাজবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে চার ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পাট বাজার মন্দিরের নিচে পানির হাউজ থাকায় আমরা দ্রুত কাজ করতে পেরেছি।