০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউন অমান্য করে সালিশ করায় ইউপি সদস্য আটকের পর মুচলেকায় মুক্তি

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় স্থানীয় লকডাউন অমান্য করে অনেক মানুষের সমাগম ঘটিয়ে সালিশী বৈঠক করার অভিযোগে ইউপি সদস্য আব্দুল গণি মন্ডলকে পুলিশ আটক করে। পরে উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে হাজির করলে সামাজিক দূরত্ব বজায় রেখে সালিশ করায় মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার সকালে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন হেলিপ্যাড এলাকার এক বাড়িতে বসে স্থানীয় খালেক সরদার ও উম্বার শেখ পরিবারের মধ্যকার বিরোধ নিয়ে সালিশী বৈঠক করছিলেন আব্দুল গণি মন্ডল। এসময় উভয় পরিবারের লোকজন সহ স্থানীয় অনেকে জড়ো হন। এক পর্যায়ে সালিশী বৈঠকে লোকজনের সমাগম ঘটলে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কায় স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানায়। খবর পেয়ে বেলা দশটার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সালিশী বৈঠক থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল গণি মন্ডলকে আটক করে। পরে গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মামুনের কার্যালয়ে হাজির করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, লকডাউন অমান্য করে প্রায় ২৫০ লোকের সমাগম ঘটিয়ে ইউপি সদস্য গণি মন্ডল হেলিপ্যাড এলাকায় সালিশী বৈঠক করছিল। স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের জন্য সহকারী কমিশনারের কাছে পাঠানো হয়।

ইউপি সদস্য আব্দুল গণি মন্ডল বলেন, স্থানীয় খালেক সরদার ও উম্বার শেখের পরিবারের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কয়েকদিন আগে মারামারি হয়। গত রোববার রাতেও ফের মারামারির আশঙ্কা তৈরী হয়। এমন পরিস্থিতিতে আর যাতে সংঘাত সৃষ্টি না হয় এ জন্য আমি উভয় পরিবারকে নিয়ে সোমবার সকালে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেছি মাত্র। তবে এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখেই উভয় পরিবারের মাত্রে হাতে গোনা কয়েকজন লোক ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল-মামুন বলেন, উভয়ের বক্তব্য শুনে ইউপি সদস্য আব্দুল গণি মন্ডলকে সতর্ক করে দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

লকডাউন অমান্য করে সালিশ করায় ইউপি সদস্য আটকের পর মুচলেকায় মুক্তি

পোস্ট হয়েছেঃ ০২:৫৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় স্থানীয় লকডাউন অমান্য করে অনেক মানুষের সমাগম ঘটিয়ে সালিশী বৈঠক করার অভিযোগে ইউপি সদস্য আব্দুল গণি মন্ডলকে পুলিশ আটক করে। পরে উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে হাজির করলে সামাজিক দূরত্ব বজায় রেখে সালিশ করায় মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার সকালে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন হেলিপ্যাড এলাকার এক বাড়িতে বসে স্থানীয় খালেক সরদার ও উম্বার শেখ পরিবারের মধ্যকার বিরোধ নিয়ে সালিশী বৈঠক করছিলেন আব্দুল গণি মন্ডল। এসময় উভয় পরিবারের লোকজন সহ স্থানীয় অনেকে জড়ো হন। এক পর্যায়ে সালিশী বৈঠকে লোকজনের সমাগম ঘটলে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কায় স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানায়। খবর পেয়ে বেলা দশটার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সালিশী বৈঠক থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল গণি মন্ডলকে আটক করে। পরে গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মামুনের কার্যালয়ে হাজির করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, লকডাউন অমান্য করে প্রায় ২৫০ লোকের সমাগম ঘটিয়ে ইউপি সদস্য গণি মন্ডল হেলিপ্যাড এলাকায় সালিশী বৈঠক করছিল। স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের জন্য সহকারী কমিশনারের কাছে পাঠানো হয়।

ইউপি সদস্য আব্দুল গণি মন্ডল বলেন, স্থানীয় খালেক সরদার ও উম্বার শেখের পরিবারের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কয়েকদিন আগে মারামারি হয়। গত রোববার রাতেও ফের মারামারির আশঙ্কা তৈরী হয়। এমন পরিস্থিতিতে আর যাতে সংঘাত সৃষ্টি না হয় এ জন্য আমি উভয় পরিবারকে নিয়ে সোমবার সকালে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেছি মাত্র। তবে এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখেই উভয় পরিবারের মাত্রে হাতে গোনা কয়েকজন লোক ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল-মামুন বলেন, উভয়ের বক্তব্য শুনে ইউপি সদস্য আব্দুল গণি মন্ডলকে সতর্ক করে দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।