০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নিখোঁজের পাঁচ দিন পর রাজবাড়ী থেকে গোয়ালন্দের স্কুল ছাত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ থেকে নিখোঁজ স্কুল ছাত্র মো. আলামিন খানকে (১৩) পাঁচ দিন পর রোববার সন্ধ্যায় রাজবাড়ী শহরের একটি খেলার মাঠ থেকে উদ্ধার করেছে পুলিশ। ফুটবল খেলার প্রতি ঝোঁক থাকলেও পরিবারের বাধার কারনে ‘স্বেচ্ছায়’ বাড়ি থেকে বের হয়। বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।

আলামিন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখানপাড়ার মো. নুরুল ইসলাম খান এর ছেলে। সে স্থানীয় দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র। পরিবারের চার সন্তানের মধ্যে আলামিন তৃতীয়। বাবা নুরুল ইসলাম ঢাকার একটি বেসরকারী প্রতিষ্ঠানের ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে কাজ করেন। রোববার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী থেকে আলামিনকে গোয়ালন্দ ঘাট থানায় নিয়ে আসে পুলিশ।

পরিবার জানায়, ছোট বেলা থেকে ফুটবল খেলার প্রতি ঝোঁক রয়েছে আলামিনের। মাঝেমধ্যে বিভিন্ন স্থানে ফুটবল খেলতে যেত। ৪ অক্টোবর বিকেলে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে মাঠে ফুটবল খেলার প্রশিক্ষণে গিয়ে ফিরেনি। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজ করতে থাকে। তিন দিন পর মায়ের মুঠোফোনে কল করে দুষ্কৃতকারীরা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। দফায় দফায় ফোন করে হুমকি দিতে থাকে। ৭ অক্টোবর গোয়ালন্দ ঘাট থানায় সাধারণ ডায়রী (জিডি) করেন ও র‌্যাব-৮ ফরিদপুর কার্যালয়কে জানায়।

এদিকে রোববার বিকেলে দুদুখান পাড়ার পরিচিত একটি পরিবার ট্রেনযোগে পাংশা যাবার পথে রাজবাড়ী শহরের রেলওয়ে ষ্টেশনে আলামিনকে এক নজর দেখতে পেয়ে পরিবারকে মুঠোফোনে জানায়। তাৎক্ষনিকভাবে পরিবারের লোকজন বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অবগত করেন।

পুলিশ জানায়, রোববার বিকেলে খবর পেয়ে রাজবাড়ী শহরে খুঁজতে থাকেন। সন্ধ্যার দিকে শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম মাঠে ফুটবল খেলাকালীন আলামিনকে উদ্ধার করে প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে পরে রাতেই গোয়ালন্দ ঘাট থানায় নিয়ে আসেন।

বড় ভাই আলিম খান জানান, আলামিনের ফুটবল খেলার ঝোঁক রয়েছে, বুঝতে পারলে প্রশিক্ষণে দিতাম। কখনো খেলাধুলায় বাধা দেইনি। ৫ কিলোমিটার দূরে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম মাঠে ফুটবল খেলার প্রশিক্ষণে আসতো। কারা বার বার ফোনে মুক্তিপণ দাবী করলো বিষয়টি ধোঁয়াশাই রয়ে গেছে।

আলিম খান জানান, রোববার রাতে বাড়ি ফেরার পর রাত ১১টার দিকে ইমো অ্যাপে মায়ের ফোনে কল করে দুষ্কৃতকারীরা ‘ছেলেকে তো পেয়েসিছ, এবার মিষ্টি খা’ বলেই ফোন কেটে দেয়। এ ধরনের ফোনে আমরা শঙ্কিত।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, নিখোঁজ ডায়রীর পর এসআই হাসানুল বান্না সাগরকে তদন্তভার দেয়া হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে আসায় প্রতারক চক্র মুক্তিপণ দাবী করতে পারে। নতুন করে ফোন এসেছিল কিনা জানা নেই। চক্রটিকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

নিখোঁজের পাঁচ দিন পর রাজবাড়ী থেকে গোয়ালন্দের স্কুল ছাত্র উদ্ধার

পোস্ট হয়েছেঃ ০৪:৪৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ থেকে নিখোঁজ স্কুল ছাত্র মো. আলামিন খানকে (১৩) পাঁচ দিন পর রোববার সন্ধ্যায় রাজবাড়ী শহরের একটি খেলার মাঠ থেকে উদ্ধার করেছে পুলিশ। ফুটবল খেলার প্রতি ঝোঁক থাকলেও পরিবারের বাধার কারনে ‘স্বেচ্ছায়’ বাড়ি থেকে বের হয়। বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।

আলামিন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখানপাড়ার মো. নুরুল ইসলাম খান এর ছেলে। সে স্থানীয় দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র। পরিবারের চার সন্তানের মধ্যে আলামিন তৃতীয়। বাবা নুরুল ইসলাম ঢাকার একটি বেসরকারী প্রতিষ্ঠানের ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে কাজ করেন। রোববার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী থেকে আলামিনকে গোয়ালন্দ ঘাট থানায় নিয়ে আসে পুলিশ।

পরিবার জানায়, ছোট বেলা থেকে ফুটবল খেলার প্রতি ঝোঁক রয়েছে আলামিনের। মাঝেমধ্যে বিভিন্ন স্থানে ফুটবল খেলতে যেত। ৪ অক্টোবর বিকেলে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে মাঠে ফুটবল খেলার প্রশিক্ষণে গিয়ে ফিরেনি। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজ করতে থাকে। তিন দিন পর মায়ের মুঠোফোনে কল করে দুষ্কৃতকারীরা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। দফায় দফায় ফোন করে হুমকি দিতে থাকে। ৭ অক্টোবর গোয়ালন্দ ঘাট থানায় সাধারণ ডায়রী (জিডি) করেন ও র‌্যাব-৮ ফরিদপুর কার্যালয়কে জানায়।

এদিকে রোববার বিকেলে দুদুখান পাড়ার পরিচিত একটি পরিবার ট্রেনযোগে পাংশা যাবার পথে রাজবাড়ী শহরের রেলওয়ে ষ্টেশনে আলামিনকে এক নজর দেখতে পেয়ে পরিবারকে মুঠোফোনে জানায়। তাৎক্ষনিকভাবে পরিবারের লোকজন বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অবগত করেন।

পুলিশ জানায়, রোববার বিকেলে খবর পেয়ে রাজবাড়ী শহরে খুঁজতে থাকেন। সন্ধ্যার দিকে শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম মাঠে ফুটবল খেলাকালীন আলামিনকে উদ্ধার করে প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে পরে রাতেই গোয়ালন্দ ঘাট থানায় নিয়ে আসেন।

বড় ভাই আলিম খান জানান, আলামিনের ফুটবল খেলার ঝোঁক রয়েছে, বুঝতে পারলে প্রশিক্ষণে দিতাম। কখনো খেলাধুলায় বাধা দেইনি। ৫ কিলোমিটার দূরে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম মাঠে ফুটবল খেলার প্রশিক্ষণে আসতো। কারা বার বার ফোনে মুক্তিপণ দাবী করলো বিষয়টি ধোঁয়াশাই রয়ে গেছে।

আলিম খান জানান, রোববার রাতে বাড়ি ফেরার পর রাত ১১টার দিকে ইমো অ্যাপে মায়ের ফোনে কল করে দুষ্কৃতকারীরা ‘ছেলেকে তো পেয়েসিছ, এবার মিষ্টি খা’ বলেই ফোন কেটে দেয়। এ ধরনের ফোনে আমরা শঙ্কিত।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, নিখোঁজ ডায়রীর পর এসআই হাসানুল বান্না সাগরকে তদন্তভার দেয়া হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে আসায় প্রতারক চক্র মুক্তিপণ দাবী করতে পারে। নতুন করে ফোন এসেছিল কিনা জানা নেই। চক্রটিকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।