ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ ঐতিহ্যবাহী রাজবাড়ীর গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে প্রথম আলো প্রতিনিধি রাশেদ রায়হান এবং সাধারণ সম্পাদক পদে নিউজ ২৪ টিভির রাজবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার (২৯ অক্টোবর) রাতে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেনগোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রেসক্লাবের নির্বাচনী ট্রাইব্যুনালের প্রধান আজিজুল হক খান মামুন ।
রোববার (৩১ অক্টোবর) রাতে বিদায়ী কমিটির সভাপতি আসজাদ হোসেন আজু ও সাধারণ সম্পাদক শামীম শেখ প্রেসক্লাবের সকল বিষয়াদি নবগঠিত কমিটির সভাপতি রাশেদ রায়হান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সেই সাথে সকল সদস্যকে মিষ্টি মুখ করানো হয়।
কমিটির অন্যান্যের মধ্যে সহ-সভাপতি পদে মোঃ আবুল হোসেন (ভোরের পাতা) ও শেখ রাজীব (দৈনিক সংবাদ) এবং সহ সাধারণ সম্পাদক পদে উদয় দাস (আলোকিত বাংলাদেশ) নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ৫টি পদেই কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন আসজাদ হোসেন আজু (সমকাল), শামীম শেখ (যুগান্তর-গোয়ালন্দ প্রতিনিধি), গণেশ পাল (কালের কন্ঠ), হেলাল মাহমুদ (যুগান্তর -রাজবাড়ী প্রতিনিধি) নজরুল ইসলাম (ইনকিলাব-রাজবাড়ী প্রতিনিধি), কুদ্দুস উল আলম (যায়যায়দিন), আক্তারুজ্জামান মৃধা (ইত্তেফাক) ও শাহেদ আলী ইরশাদ (বাংলানিউজ২৪.কম)।
কমিটি ঘোষণাকালে ট্রাইব্যুনালের অপর সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী, এ্যাড. এবিএম ছাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী মো. সিদ্দিক মিয়া, প্রেসক্লাব সভাপতি আসজাদ হোসেন আজু, সাধারণ সম্পাদক শামীম শেখ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্হিত ছিলেন।