০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা নদীর ২০ কেজি ওজনের এক কাতল ২৪ হাজারে বিক্রি

মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলেদের জালে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। শুক্রবার সকালে জেলেদের জালে মাছটি ধরা পড়লে ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা ২৪ হাজার টাকায় কিনে নেন।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার রাতে জেলেরা নদীতে মাছ শিকারে বের হন। রাতভর পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলে আশানুরুপ মাছ না পাওয়ায় হতাশ হন। অতপর আজ শুক্রবার সকাল ১০ টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীর মোহনায় দৌলতদিয়া ঘাট এলাকার জেলেরা জাল ফেলে। জাল টেনে নৌকায় তুলতে গিয়ে দেখেন জালে বড় একটি কাতল মাছ ধরা পড়েছে। পরে দৌলতদিয়া ঘাট মাছ বাজারের আড়তদার দুলাল মন্ডলের আড়ত ঘরে মাছটি বিক্রির জন্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাসুদ মোল্লা কিনে নেন।

দৌলতদিয়ার ৬নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মোঃ মাসুদ মোল্লা বলেন, দৌলতদিয়া বাজারের দুলাল মন্ডলের মাছের আড়ত থেকে আজ শুক্রবার বেলা ১১টার দিকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২০ কেজি ওজনের কাতল মাছটি প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় কিনে নেই। মাছটি কোন জেলের জালে ধরা পড়েছে জানা নেই। পরে মাছটি আমার দোকানে আনার ফেরি ঘাটের পন্টুনের সাথে বেধে রাখা হয়েছে। মাছটি বিক্রয়ের জন্য কয়েকজন ব্যবসায়ীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করছি। মাছটি প্রতি কেজি ১৪০০ থেকে ১৫০০ টাকা দরে বিক্রি করবো বলে জানান তিনি।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীর পানি পুনরায় বাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, পাঙ্গাশ, কাতল, বাগাড়, চিতলসহ নানা প্রজাতির মাছ জেলেদের জালে আটকা পড়ছে। মাছগুলো পেয়ে জেলেরাও অনেক খুশি হচ্ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পদ্মা নদীর ২০ কেজি ওজনের এক কাতল ২৪ হাজারে বিক্রি

পোস্ট হয়েছেঃ ১১:২৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২

মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলেদের জালে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। শুক্রবার সকালে জেলেদের জালে মাছটি ধরা পড়লে ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা ২৪ হাজার টাকায় কিনে নেন।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার রাতে জেলেরা নদীতে মাছ শিকারে বের হন। রাতভর পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলে আশানুরুপ মাছ না পাওয়ায় হতাশ হন। অতপর আজ শুক্রবার সকাল ১০ টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীর মোহনায় দৌলতদিয়া ঘাট এলাকার জেলেরা জাল ফেলে। জাল টেনে নৌকায় তুলতে গিয়ে দেখেন জালে বড় একটি কাতল মাছ ধরা পড়েছে। পরে দৌলতদিয়া ঘাট মাছ বাজারের আড়তদার দুলাল মন্ডলের আড়ত ঘরে মাছটি বিক্রির জন্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাসুদ মোল্লা কিনে নেন।

দৌলতদিয়ার ৬নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মোঃ মাসুদ মোল্লা বলেন, দৌলতদিয়া বাজারের দুলাল মন্ডলের মাছের আড়ত থেকে আজ শুক্রবার বেলা ১১টার দিকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২০ কেজি ওজনের কাতল মাছটি প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় কিনে নেই। মাছটি কোন জেলের জালে ধরা পড়েছে জানা নেই। পরে মাছটি আমার দোকানে আনার ফেরি ঘাটের পন্টুনের সাথে বেধে রাখা হয়েছে। মাছটি বিক্রয়ের জন্য কয়েকজন ব্যবসায়ীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করছি। মাছটি প্রতি কেজি ১৪০০ থেকে ১৫০০ টাকা দরে বিক্রি করবো বলে জানান তিনি।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীর পানি পুনরায় বাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, পাঙ্গাশ, কাতল, বাগাড়, চিতলসহ নানা প্রজাতির মাছ জেলেদের জালে আটকা পড়ছে। মাছগুলো পেয়ে জেলেরাও অনেক খুশি হচ্ছে।