শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদী অধ্যুষিত দেবগ্রাম ইউনিয়নের ৬০০ শীতার্তের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার দেবগ্রাম ইউনিয়নে চর পাথুরিয়া এলাকায় বেসরকারী সংগঠন উত্তরন ফাউন্ডেশনের উদ্যোগে এ শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।
এ আয়োজনের সার্বিক ব্যাবস্হাপনায় ছিলেন উত্তরন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান- বিপিএম (বার) পিপিএম (বার)। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) উত্তম কুমার ঘোষ, দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, বেসরকারী সংগঠন অসহায় নারী ঐক্য সংগঠনের সভাপতি ঝুমুর বেগম প্রমূখ।
এ সময় ওসি প্রানবন্ধু বিশ্বাস বলেন, হাবিবুর রহমান স্যার একজন মানবিক মানুষ। তিনি তাঁর উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে হিজড়া, বেদে, অসহায় যৌনজীবিসহ দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও অসহায় মানুষের জন্য দীর্ঘদিন ধরে সেবাধর্মী বিভিন্ন কাজ করে চলেছেন। আজকের এ কম্বল বিতরণ তারই একটি অংশ।