০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার গনভবন থেকে ভিডিও কনফারেন্সের  মাধ্যমে গোয়ালন্দ সহ দেশের মোট ৩৪৩ টি উপজেলাকে এ ঘোষনা দেন।

এ সময় তিনি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করে উপকার ভোগীদের মাঝে ২২ হাজার ১০১ টি ঘর হস্তান্তর করেন। এর মধ্যে গোয়ালন্দ উপজেলায় ১৩টি ঘর হস্তান্তর করা হয়। এ নিয়ে পঞ্চম ধাপে এ উপজেলায় সর্বোমোট ৬৯৪ টি ঘর হস্তান্তর করা হলো।

গোয়ালন্দ উপজেলা পরিষদ হল রুমে গৃহ হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সালমা চৌধুরী, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী, জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা প্রমূখ।

অনুষ্ঠানে অতিথিরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপকার ভোগীদের হাতে ঘরের দলিল হস্তান্তর করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য, মুক্তিযোদ্ধা, সুধী সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

পোস্ট হয়েছেঃ ০৬:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার গনভবন থেকে ভিডিও কনফারেন্সের  মাধ্যমে গোয়ালন্দ সহ দেশের মোট ৩৪৩ টি উপজেলাকে এ ঘোষনা দেন।

এ সময় তিনি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করে উপকার ভোগীদের মাঝে ২২ হাজার ১০১ টি ঘর হস্তান্তর করেন। এর মধ্যে গোয়ালন্দ উপজেলায় ১৩টি ঘর হস্তান্তর করা হয়। এ নিয়ে পঞ্চম ধাপে এ উপজেলায় সর্বোমোট ৬৯৪ টি ঘর হস্তান্তর করা হলো।

গোয়ালন্দ উপজেলা পরিষদ হল রুমে গৃহ হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সালমা চৌধুরী, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী, জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা প্রমূখ।

অনুষ্ঠানে অতিথিরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপকার ভোগীদের হাতে ঘরের দলিল হস্তান্তর করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য, মুক্তিযোদ্ধা, সুধী সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন।