০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে জহুরুলের প্রাণঘাতী সাপটি শেষ পর্যন্ত ধরলেন সাপুড়ে

জীবন চক্র বর্তীঃ গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার, রাজবাড়ীর গোয়ালন্দে ছোটভাকলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইছাক মন্ডলের ছেলে জহুরুল নিজ বাড়ীতে সাপের দংশনে মৃত্যু হয়।
যখন সাপটি দংশন করে জহিরুল তখন চিৎকার দিয়ে উঠলে, তার স্ত্রী সচক্ষে সেই বিষধর সাপটিকে চলে যেতে দেখে। জহিরুলকে নিয়ে বাড়ির সবাই ব্যতিব্যস্ত হওয়ায় তখন আর সাপের খোঁজ করা হয়ে ওঠে না। জহুরুলের মৃত্যুর পাঁচদিন পর জহুরুলের ছোটভাই ফরিদ মন্ডল রাজবাড়ি থেকে সাপুড়ে নিয়ে আসে লুকিয়ে থাকা সাপটিকে ধরার জন্য। সাপুড়ে এসে সাপের খোঁজ করতে থাকে, তাদের ধারনা ছিল সাপটি হয়তোবা ঘরেই লুকিয়ে আছে, তাই পুরো ঘরটি কুপিয়ে যখন সাপটিকে পাওয়া গেল না, তখন সাপুড়ে পাশের টিনের পরিত্যক্ত ছাপড়া ঘরে অনেক গর্ত দেখে সনাক্ত করে যে, সাপটি ঐ ঘরেই লুকিয়ে আছে। গর্ত গুলো দেখে খুড়তে খুড়তে এক সময় বিষধর সাপটিকে সাহসি সাপুড়ে গর্ত থেকেই টেনে হিঁচড়ে বের করে আনে। বিশাল মোটা তাজা প্রায় সাড়ে তিন হাত লম্বা সাপ। যখন ফণা তুলে তেড়ে আসে সাপটি। সাপুড়ে ছো মেরে সাপের গলা ধরে ফেলে।
জহিরুলের প্রাণঘাতী সাপটিকে দেখে বাড়ীতে কান্নার রোল পড়ে যায়। সবাইকে হাতে পেচিয়ে সাপটিকে দেখায় সাপুড়ে। তারপর সাপুড়ে সাপটিকে মাটির হাড়িতে রেখে দেয়। তারপর সাপটি নিয়ে চলে যায় সাপুড়ে।

 

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে জহুরুলের প্রাণঘাতী সাপটি শেষ পর্যন্ত ধরলেন সাপুড়ে

পোস্ট হয়েছেঃ ১১:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
জীবন চক্র বর্তীঃ গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার, রাজবাড়ীর গোয়ালন্দে ছোটভাকলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইছাক মন্ডলের ছেলে জহুরুল নিজ বাড়ীতে সাপের দংশনে মৃত্যু হয়।
যখন সাপটি দংশন করে জহিরুল তখন চিৎকার দিয়ে উঠলে, তার স্ত্রী সচক্ষে সেই বিষধর সাপটিকে চলে যেতে দেখে। জহিরুলকে নিয়ে বাড়ির সবাই ব্যতিব্যস্ত হওয়ায় তখন আর সাপের খোঁজ করা হয়ে ওঠে না। জহুরুলের মৃত্যুর পাঁচদিন পর জহুরুলের ছোটভাই ফরিদ মন্ডল রাজবাড়ি থেকে সাপুড়ে নিয়ে আসে লুকিয়ে থাকা সাপটিকে ধরার জন্য। সাপুড়ে এসে সাপের খোঁজ করতে থাকে, তাদের ধারনা ছিল সাপটি হয়তোবা ঘরেই লুকিয়ে আছে, তাই পুরো ঘরটি কুপিয়ে যখন সাপটিকে পাওয়া গেল না, তখন সাপুড়ে পাশের টিনের পরিত্যক্ত ছাপড়া ঘরে অনেক গর্ত দেখে সনাক্ত করে যে, সাপটি ঐ ঘরেই লুকিয়ে আছে। গর্ত গুলো দেখে খুড়তে খুড়তে এক সময় বিষধর সাপটিকে সাহসি সাপুড়ে গর্ত থেকেই টেনে হিঁচড়ে বের করে আনে। বিশাল মোটা তাজা প্রায় সাড়ে তিন হাত লম্বা সাপ। যখন ফণা তুলে তেড়ে আসে সাপটি। সাপুড়ে ছো মেরে সাপের গলা ধরে ফেলে।
জহিরুলের প্রাণঘাতী সাপটিকে দেখে বাড়ীতে কান্নার রোল পড়ে যায়। সবাইকে হাতে পেচিয়ে সাপটিকে দেখায় সাপুড়ে। তারপর সাপুড়ে সাপটিকে মাটির হাড়িতে রেখে দেয়। তারপর সাপটি নিয়ে চলে যায় সাপুড়ে।