০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনার ১০দিন পর এনএসআই কর্মকর্তার বাবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে দ্রুতগামী মটরসাইকেল আরোহীর ধাক্কায় গুরুতর আহত মোবারক মোল্লা (৭২) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সন্ধ্যায় মৃত্যু বরণ করেছেন। তিনি গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামের বাসিন্দা। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কুষ্টিয়ার দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক (ডিডি) সাঈদ মাহমুদ এর পিতা।

নিহতের পরিবার জানায়, গত ১৯ জানুয়ারী দুপুরে গোয়ালন্দ বাজার থেকে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরিত দিক থেকে আসা দ্রুতগামি মোটরসাইকেল আরোহী তাকে সরাসরি ধাক্কা মারে। এতে তিনি পাকা সড়কে ছিটকে পরে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পরদিন ঢাকার একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করে। সেখান থেকে পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবির পর্যবেক্ষণে থাকা অবস্থায় শুক্রবার সন্ধ্যার দিকে মারা যান।

নিহত মোবারক মোল্লার স্বজন দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম জানান, শহরে কিছু বখাটে ছেলে বেপরোয়া গতিতে মটরসাইকেল চালায়। মটরসাইকেলের আঘাতে একটি তরতাজা প্রাণ ১০দিন প্রাণপণ চেষ্টা করেও বাঁচাতে পারেনি। আজ শনিবার বেলা ১১টায় উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নামাজে জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনার ১০দিন পর এনএসআই কর্মকর্তার বাবার মৃত্যু

পোস্ট হয়েছেঃ ০৮:৫৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে দ্রুতগামী মটরসাইকেল আরোহীর ধাক্কায় গুরুতর আহত মোবারক মোল্লা (৭২) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সন্ধ্যায় মৃত্যু বরণ করেছেন। তিনি গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামের বাসিন্দা। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কুষ্টিয়ার দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক (ডিডি) সাঈদ মাহমুদ এর পিতা।

নিহতের পরিবার জানায়, গত ১৯ জানুয়ারী দুপুরে গোয়ালন্দ বাজার থেকে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরিত দিক থেকে আসা দ্রুতগামি মোটরসাইকেল আরোহী তাকে সরাসরি ধাক্কা মারে। এতে তিনি পাকা সড়কে ছিটকে পরে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পরদিন ঢাকার একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করে। সেখান থেকে পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবির পর্যবেক্ষণে থাকা অবস্থায় শুক্রবার সন্ধ্যার দিকে মারা যান।

নিহত মোবারক মোল্লার স্বজন দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম জানান, শহরে কিছু বখাটে ছেলে বেপরোয়া গতিতে মটরসাইকেল চালায়। মটরসাইকেলের আঘাতে একটি তরতাজা প্রাণ ১০দিন প্রাণপণ চেষ্টা করেও বাঁচাতে পারেনি। আজ শনিবার বেলা ১১টায় উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নামাজে জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।