০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন প্রায় দেড় যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ ২০০৩-২০০৬ সালে পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার ব্যবসায়ীদের উদ্যোগে বাজারের পান কাঁচা বাজার সড়কে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভার সভাপতিত্ব করেন ব্যবসায়ী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোবারক বেপারী। নির্বাচনী সাধারণ সভার উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল। পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মাহাবুব রাব্বানীর সঞ্চালনায় সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন পরিষদের দপ্তর সম্পাদক ও গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ও ব্যবসায়ী পরিষদের নির্বাচন পরিচালনা সংসদের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হালিম তালুকদার, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, রাজবাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল কাদের, গোয়ালন্দ বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম খান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন, আলাউদ্দিন মৃধা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্ত্তিক ঘোষ, ব্যবসায়ী মো. সিদ্দিক মিয়া, মোশাররফ আহম্মেদ, খোকন মিয়া প্রমূখ।

গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের কোষাধ্যক্ষ সিদ্দিক মিয়া বলেন, ২০১৮ সালে সভাপতি এবং ২০১৯ সালে সাধারণ সম্পাদকের মৃত্যু হলে অভিভাবক শূণ্য হয়ে পড়ে ব্যবসায়ী পরিষদ। এরপর নির্বাচনের প্রস্তুতি নিলেও করোনার কারনে নির্বাচন সম্পন্ন হয়নি। পরবর্তীতে আমরা পৌরসভার মেয়র এবং উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

ব্যবসায়ী পরিষদের প্রধান উপদেষ্টা, পৌরসভার মেয়র নজরুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে আমরা সুষ্ঠ, সুন্দর এবং গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। সাধারণ সভার মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে সমস্ত দায়-দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। প্রায় দুই হাজার ভোটার তাদের ভোটাধিকারের মাধ্যমে ১৮টি পদের বিনিময়ে নেতৃত্ব নির্বাচন করবেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ০৬:২৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন প্রায় দেড় যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ ২০০৩-২০০৬ সালে পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার ব্যবসায়ীদের উদ্যোগে বাজারের পান কাঁচা বাজার সড়কে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভার সভাপতিত্ব করেন ব্যবসায়ী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোবারক বেপারী। নির্বাচনী সাধারণ সভার উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল। পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মাহাবুব রাব্বানীর সঞ্চালনায় সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন পরিষদের দপ্তর সম্পাদক ও গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ও ব্যবসায়ী পরিষদের নির্বাচন পরিচালনা সংসদের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হালিম তালুকদার, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, রাজবাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল কাদের, গোয়ালন্দ বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম খান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন, আলাউদ্দিন মৃধা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্ত্তিক ঘোষ, ব্যবসায়ী মো. সিদ্দিক মিয়া, মোশাররফ আহম্মেদ, খোকন মিয়া প্রমূখ।

গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের কোষাধ্যক্ষ সিদ্দিক মিয়া বলেন, ২০১৮ সালে সভাপতি এবং ২০১৯ সালে সাধারণ সম্পাদকের মৃত্যু হলে অভিভাবক শূণ্য হয়ে পড়ে ব্যবসায়ী পরিষদ। এরপর নির্বাচনের প্রস্তুতি নিলেও করোনার কারনে নির্বাচন সম্পন্ন হয়নি। পরবর্তীতে আমরা পৌরসভার মেয়র এবং উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

ব্যবসায়ী পরিষদের প্রধান উপদেষ্টা, পৌরসভার মেয়র নজরুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে আমরা সুষ্ঠ, সুন্দর এবং গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। সাধারণ সভার মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে সমস্ত দায়-দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। প্রায় দুই হাজার ভোটার তাদের ভোটাধিকারের মাধ্যমে ১৮টি পদের বিনিময়ে নেতৃত্ব নির্বাচন করবেন।