০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে নতুন করে আরো ২০ জন করোনা পজিটিভ শনাক্ত

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী জেলা প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। জেলায় নতুন করে আরো ২০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর আগে জেলার বিভিন্ন থানা থেকে গত ৮ জুন ৪৭ জনের এবং ৯ জুন ২০ জন করোনার উপসর্গ দেখা দেওয়া ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। রোববার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ে ওই ৬৭ জনের মধ্যে ২০ জনের পজিটিভ আসে।

রোববার (১৪ জুন) বিকেলে করোনার রিপোর্টে দেখা যায়, করোনা পজিটিভ শনাক্তকৃত ২০ জনের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় রয়েছেন ৬জন, বালিয়াকান্দি উপজেলায় ৭ জন, কালুখালী উপজেলায় ৪ জন এবং গোয়ালন্দ উপজেলার বাসিন্দা রয়েছেন ৩ জন। এদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

রোববার বিকেলে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রতিদিন করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। নতুন করে মোট ২০ জন আক্রান্ত হওয়াসহ রাজবাড়ীতে সর্বমোট করোনা প্রমানিত রোগীর সংখ্যা ১১৫ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৫২ জন।

সিভিল সার্জন আরো বলেন, স্বাস্থ্য সেবা, আইন-শৃঙ্খলা বাহিনী ও অন্যান্য সেবাদানকারীরা তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করলেও করোনা শনাক্তের সংখ্যা নিম্নমুখী করা যাবে না যদি না আমরা সচেতন হই। করোনা এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং স্বাস্থ্যবিধি মানতে সবাইকে বিশেষ অনুরোধ করছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে নতুন করে আরো ২০ জন করোনা পজিটিভ শনাক্ত

পোস্ট হয়েছেঃ ০৮:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী জেলা প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। জেলায় নতুন করে আরো ২০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর আগে জেলার বিভিন্ন থানা থেকে গত ৮ জুন ৪৭ জনের এবং ৯ জুন ২০ জন করোনার উপসর্গ দেখা দেওয়া ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। রোববার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ে ওই ৬৭ জনের মধ্যে ২০ জনের পজিটিভ আসে।

রোববার (১৪ জুন) বিকেলে করোনার রিপোর্টে দেখা যায়, করোনা পজিটিভ শনাক্তকৃত ২০ জনের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় রয়েছেন ৬জন, বালিয়াকান্দি উপজেলায় ৭ জন, কালুখালী উপজেলায় ৪ জন এবং গোয়ালন্দ উপজেলার বাসিন্দা রয়েছেন ৩ জন। এদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

রোববার বিকেলে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রতিদিন করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। নতুন করে মোট ২০ জন আক্রান্ত হওয়াসহ রাজবাড়ীতে সর্বমোট করোনা প্রমানিত রোগীর সংখ্যা ১১৫ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৫২ জন।

সিভিল সার্জন আরো বলেন, স্বাস্থ্য সেবা, আইন-শৃঙ্খলা বাহিনী ও অন্যান্য সেবাদানকারীরা তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করলেও করোনা শনাক্তের সংখ্যা নিম্নমুখী করা যাবে না যদি না আমরা সচেতন হই। করোনা এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং স্বাস্থ্যবিধি মানতে সবাইকে বিশেষ অনুরোধ করছি।