০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে অনুমোদনহীন ৬টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সিলগাল

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ গত দুই দিনে রাজবাড়ীর বালিয়াকান্দি ও পাংশায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের অভিযান পরিচালনা করে ৬টি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারকে সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাংশার দুটি মা ও শিশু ডায়াবেটিক হাসপাতাল ও এন আর ক্লিনিক বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হয়।

এ সময় মেডিল্যান্ড হাসপাতাল ও মঈন চক্ষু ফ্যাকো সেন্টারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া অভিযানের কথা শুনে জয় সনো চেম্বার ও শুকরিয়া মেডিকেলে গিয়ে তা বন্ধ পান অভিযান পরিচালনাকারীরা।

এদিকে বালিয়াকান্দিতে দি এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, চন্দনা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডাক্তার চেম্বার, দি আরোগ্য ডায়াগনষ্টিক ও ক্লিনিক এবং জামালপুর ডায়াগনষ্টিক সেন্টারের বৈধ কোনো কাগজপত্র না থাকায় মোট চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সীলগালা করে দেন ভ্রাম্যমান আদালত।

একই সাথে জামালপুর ডায়াগনষ্টিক সেন্টারে কোন টেকনিশিয়ান না থাকার পরও প্রতিনিয়িত ভুয়া রিপোর্ট দেওয়ার কারনে ওই ডায়াগনষ্টিক সেন্টারের মালিক মামুন কাজীকে ১৫ দিনের কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বালিয়াকান্দিতে অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা এবং পাংশায় অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনিম। অভিযানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুমন কুমার সাহা সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের নির্দেশনা বাস্তবায়নে অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে অনুমোদনহীন ৬টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সিলগাল

পোস্ট হয়েছেঃ ১১:৪৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ গত দুই দিনে রাজবাড়ীর বালিয়াকান্দি ও পাংশায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের অভিযান পরিচালনা করে ৬টি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারকে সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাংশার দুটি মা ও শিশু ডায়াবেটিক হাসপাতাল ও এন আর ক্লিনিক বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হয়।

এ সময় মেডিল্যান্ড হাসপাতাল ও মঈন চক্ষু ফ্যাকো সেন্টারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া অভিযানের কথা শুনে জয় সনো চেম্বার ও শুকরিয়া মেডিকেলে গিয়ে তা বন্ধ পান অভিযান পরিচালনাকারীরা।

এদিকে বালিয়াকান্দিতে দি এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, চন্দনা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডাক্তার চেম্বার, দি আরোগ্য ডায়াগনষ্টিক ও ক্লিনিক এবং জামালপুর ডায়াগনষ্টিক সেন্টারের বৈধ কোনো কাগজপত্র না থাকায় মোট চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সীলগালা করে দেন ভ্রাম্যমান আদালত।

একই সাথে জামালপুর ডায়াগনষ্টিক সেন্টারে কোন টেকনিশিয়ান না থাকার পরও প্রতিনিয়িত ভুয়া রিপোর্ট দেওয়ার কারনে ওই ডায়াগনষ্টিক সেন্টারের মালিক মামুন কাজীকে ১৫ দিনের কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বালিয়াকান্দিতে অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা এবং পাংশায় অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনিম। অভিযানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুমন কুমার সাহা সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের নির্দেশনা বাস্তবায়নে অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট।