০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মার পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর ভাগ্যকূল গোয়ালন্দ পয়েন্টে পানি ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড গোয়ালন্দ কার্যালয়ের গেজ পাঠক মো. ইদ্রিস আলী জানান, কয়েকদিন ধরে পদ্মা ও যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। গত সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৯ জুন) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে পানির স্তর দাড়িয়েছে ৮.৮৩ সেন্টিমিটার। আগের ২৪ ঘন্টায় অর্থাৎ গত রোববার ভোর ৬টা থেকে পরদিন সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় পদ্মা নদী অববাহিকায় পানি বৃদ্ধি পায় ২৮ সেন্টিমিটার। প্রতিদিন এভাবে পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

এদিকে পানি বাড়ার সঙ্গে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী অঞ্চলে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে দৌলতদিয়ার নতুন পাড়া, ১নং বেপারী পাড়া, ফেরি ঘাট এলাকা, বাহির চর ছাত্তার মেম্বার পাড়ায় ভাঙন দেখা দিয়েছে। দেবগ্রাম ইউনিয়নের দেবগ্রাম, কাওয়ালজানি ও অন্তারমোড় কাঁচরন্দ এলাকায় ভাঙন বেড়েছে। ভাঙন প্রতিরোধে দেবগ্রামের অন্তারমোড় ক্রস বাধের সামনে এবং দৌলতদিয়ার নতুন পাড়া এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ও জিটিউব ব্যাগ ফেলছে।

দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম জানান, ইউনিয়নের বেতকা, রাখালগাছি, কাওয়ালজানি ও দেবগ্রামের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। কিছু কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। যদিও ভাঙন কবলিত অন্তারমোড় ক্রস বাসে পানি উন্নয়ন বোড জিওব্যাগ ফেলছে। এভাবে পানি বাড়তে থাকলে আগামী দুই-তিন দিনের মধ্যে পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোড গোয়ালন্দের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী আরিফ সরকার বলেন, দেবগ্রামের অন্তারমোড় ক্রসবাধের সামনে প্রায় ৮০শতাংশ কাজ শেষ হয়েছে। বালুভর্তি জিওব্যাগ ও জিটিউব ব্যাগ ফেলা হচ্ছে। এছাড়া দৌলতদিয়ার নতুন পাড়ার ৫০০ মিটার এলাকার প্রায় পাঁচটি গ্রুপে জিওব্যাগ ও জিটিউব ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে একটি গ্রুপ প্রায় ২০ শতাংশ কাজ করেছে। তবে দ্রুত পানি বাড়ায় নদীর পাড় তলিয়ে যাওয়ায় জিটিউব ব্যাগ বন্ধ করে শুধুমাত্র বালুভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পদ্মার পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

পোস্ট হয়েছেঃ ০৮:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর ভাগ্যকূল গোয়ালন্দ পয়েন্টে পানি ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড গোয়ালন্দ কার্যালয়ের গেজ পাঠক মো. ইদ্রিস আলী জানান, কয়েকদিন ধরে পদ্মা ও যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। গত সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৯ জুন) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে পানির স্তর দাড়িয়েছে ৮.৮৩ সেন্টিমিটার। আগের ২৪ ঘন্টায় অর্থাৎ গত রোববার ভোর ৬টা থেকে পরদিন সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় পদ্মা নদী অববাহিকায় পানি বৃদ্ধি পায় ২৮ সেন্টিমিটার। প্রতিদিন এভাবে পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

এদিকে পানি বাড়ার সঙ্গে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী অঞ্চলে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে দৌলতদিয়ার নতুন পাড়া, ১নং বেপারী পাড়া, ফেরি ঘাট এলাকা, বাহির চর ছাত্তার মেম্বার পাড়ায় ভাঙন দেখা দিয়েছে। দেবগ্রাম ইউনিয়নের দেবগ্রাম, কাওয়ালজানি ও অন্তারমোড় কাঁচরন্দ এলাকায় ভাঙন বেড়েছে। ভাঙন প্রতিরোধে দেবগ্রামের অন্তারমোড় ক্রস বাধের সামনে এবং দৌলতদিয়ার নতুন পাড়া এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ও জিটিউব ব্যাগ ফেলছে।

দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম জানান, ইউনিয়নের বেতকা, রাখালগাছি, কাওয়ালজানি ও দেবগ্রামের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। কিছু কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। যদিও ভাঙন কবলিত অন্তারমোড় ক্রস বাসে পানি উন্নয়ন বোড জিওব্যাগ ফেলছে। এভাবে পানি বাড়তে থাকলে আগামী দুই-তিন দিনের মধ্যে পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোড গোয়ালন্দের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী আরিফ সরকার বলেন, দেবগ্রামের অন্তারমোড় ক্রসবাধের সামনে প্রায় ৮০শতাংশ কাজ শেষ হয়েছে। বালুভর্তি জিওব্যাগ ও জিটিউব ব্যাগ ফেলা হচ্ছে। এছাড়া দৌলতদিয়ার নতুন পাড়ার ৫০০ মিটার এলাকার প্রায় পাঁচটি গ্রুপে জিওব্যাগ ও জিটিউব ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে একটি গ্রুপ প্রায় ২০ শতাংশ কাজ করেছে। তবে দ্রুত পানি বাড়ায় নদীর পাড় তলিয়ে যাওয়ায় জিটিউব ব্যাগ বন্ধ করে শুধুমাত্র বালুভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে।