module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Auto;
cct_value: 5750;
AI_Scene: (-1, -1);
aec_lux: 199.15872;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা আহরন থেকে বিরত জেলেদের মাঝে ভিজিএফ এর ৮০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের অর্থায়ন ও বাস্তবায়নে চন্দনী ইউনিয়নের জাটকা আহরন বিরত সময়ে ৩ শত ইলিশ আহরন জেলেদের মাঝে মানবিক সহায়তার আওতায় ভিজিএফ এর ৮০ কেজি করে চাল বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোস্তফা কামাল, চন্দনী ইউনিয়ম চেয়ারম্যান আব্দুর রব, ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার নৃপেন্দ্রনাথ সরকার, ইনিয়ন পরিষদের সচিব তৈয়বুর রহমান সহ ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
চন্দনী ইউনিয়নের ৩ শত ইলিশ ধরা জেলেদেরবমাঝে মানবিক সহায়তার ৮০ কেজি করে চাল বিতরন করা হয়। দেশে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষে গত ১ লা নভেম্বর থেকে ৩০ জন পর্যন্ত নদীতে জাটকা আহরনের উপর নিষেধাজ্ঞা আরেপ করে সরকার।