নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে রোববার দুপুরে জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শিহাব রিফাত আলম।
বৃক্ষরোপণ কর্মসূচিতে জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি সাইফুর রহমান পারভেজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট নাজনীন সুলতানা রুনা, পরিচালক মামুন পারভেজ, পরিচালক নাঈমুল হক রাসেল, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মো. আজিজ মুন্সী, কর্মী দ্বিজেন সাহা, সুধীর কুমার বিশ^াস, রফিকুল ইসলাম জুনা, মো. ফরিদুল ইসলাম, গোলাম মোস্তফা সোহাগ প্রমূখ।
এসময় সংগঠনটি গোয়ালন্দ প্রপার হাই স্কুল, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ এবং সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজ প্রাঙ্গনে ফলজ, ভেষজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন অতিথিরা।জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শিহাব রিফাত আলম বলেন, দেশের ভারসাম্য ও সবুজের সমারোহ বৃদ্ধিতে বৃক্ষরোপণ অতীব জরুরী। কাজেই দেশের সকলকে বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষ কর্তন বন্ধের উদ্যোগ নিতে হবে। বেশি বেশি গাছ লাগান, পরিবেশের ভারসাম্য রক্ষায় সহযোগিতা করুন।