০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মায় জেলেদের জালে ধরা পড়েছে ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের কাতলা

রাজবাড়ীমেইল ডেস্কঃ এবার পদ্মা নদীর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের ভাটিতে জেলেদের জালে ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বড় কাতলা মাছ ধরা পড়েছে। মাছটি শুক্রবার দৌলতদিয়া মাছ বাজার থেকে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৮০০ টাকায় কিনে নিয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, আজ শুক্রবার সকাল সাতটার দিকে তিনি দৌলতদিয়া ঘাট টার্মিনাল সংলগ্ন মাছ বাজারে গিয়ে দেখতে পান অন্যান্য মাছের সাথে বড় একটি কাতলা উঠেছে। স্থানীয় আড়তদার বাবু সরদারের আড়তে কাতলাটির ওজন দিয়ে দেখেন প্রায় ২০ কেজি ৫০০ গ্রাম হয়েছে। মাছটি প্রকাশ্যে নিলামে তোলা হলে অন্যান্য ব্যবসায়ীদের সাথে তিনিও অংশ গ্রহণ করেন। এক পর্যায়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে কাতলাটি ৩২ হাজার ৮০০ টাকায় কিনে নেন। মাছটি পাবনার আলোকদিয়া এলাকার জেলে আক্কাছ মোল্লার জালে ধরা পড়ে বলে জানতে পারেন।

জেলে আক্কাছ মোল্লা জানান, তারা কয়েক জন বেশ কয়েকদিন ধরে পাবনা অঞ্চল থেকে দৌলতদিয়া এলাকায় মাছ ধরতে অবস্থান করছেন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাতে জাল নিয়ে সহকর্মীদের সাথে বেরিয়ে পড়েন মাছ শিকারে। রাতে হাতে গোনা ছোট ছোট কয়েকটি মাছ শিকার করতে পারেন। তবে রাত শেষে ভোরের দিকে বাহির চর দৌলতদিয়া ফেরি ঘাটের ভাটির দিকে জাল তোলার সময় ঝাকি দিলে বুঝতে পারেন বড় মাছ ধরা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় এক কাতলা মাছ ধরা পড়েছে। সকালেই বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসেন। এ ধরনের মাছ এর আগেও তিনি কয়েকটি পেয়েছেন। মাঝেমধ্যে এ ধরনের বড় মাছ পেলেই তাদের কয়েকদিনের খরচের টাকা উঠে বেশ লাভ হয়।

ব্যবসায়ী চান্দু মোল্লা আরো জানান, মাছটি কেনার পরই ঢাকার পরিচিত ব্যক্তিদের সাথে যোগাযোগ করেন। এক ব্যবসায়ী মাছটিকে দ্রুত ঢাকায় পাঠানোর কথা বললে এখন পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। কত টাকা দরে বিক্রি করলেন জানতে চাইলে বলেন, তাঁর কাছে ১৬০০ টাকা কেজি দরে কিনেছি বলে জানিয়েছে। এখন দরদাম ঠিক হয়নি। তবে কেনা দামের থেকে কিছুটা বেশি হলেও তিনি দিবেন। সে হিসেবে তার ধারণা অন্তত ১ হাজার ৬৫০ টাকা কেজি দর হলে দিবেন। সে হিসেবে মাছটির দাম আসবে প্রায় ৩৩ হাজার ৮০০ টাকা। সাথে যাওয়া আসার খরচও দিবেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পদ্মায় জেলেদের জালে ধরা পড়েছে ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের কাতলা

পোস্ট হয়েছেঃ ০৯:২৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১

রাজবাড়ীমেইল ডেস্কঃ এবার পদ্মা নদীর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের ভাটিতে জেলেদের জালে ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বড় কাতলা মাছ ধরা পড়েছে। মাছটি শুক্রবার দৌলতদিয়া মাছ বাজার থেকে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৮০০ টাকায় কিনে নিয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, আজ শুক্রবার সকাল সাতটার দিকে তিনি দৌলতদিয়া ঘাট টার্মিনাল সংলগ্ন মাছ বাজারে গিয়ে দেখতে পান অন্যান্য মাছের সাথে বড় একটি কাতলা উঠেছে। স্থানীয় আড়তদার বাবু সরদারের আড়তে কাতলাটির ওজন দিয়ে দেখেন প্রায় ২০ কেজি ৫০০ গ্রাম হয়েছে। মাছটি প্রকাশ্যে নিলামে তোলা হলে অন্যান্য ব্যবসায়ীদের সাথে তিনিও অংশ গ্রহণ করেন। এক পর্যায়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে কাতলাটি ৩২ হাজার ৮০০ টাকায় কিনে নেন। মাছটি পাবনার আলোকদিয়া এলাকার জেলে আক্কাছ মোল্লার জালে ধরা পড়ে বলে জানতে পারেন।

জেলে আক্কাছ মোল্লা জানান, তারা কয়েক জন বেশ কয়েকদিন ধরে পাবনা অঞ্চল থেকে দৌলতদিয়া এলাকায় মাছ ধরতে অবস্থান করছেন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাতে জাল নিয়ে সহকর্মীদের সাথে বেরিয়ে পড়েন মাছ শিকারে। রাতে হাতে গোনা ছোট ছোট কয়েকটি মাছ শিকার করতে পারেন। তবে রাত শেষে ভোরের দিকে বাহির চর দৌলতদিয়া ফেরি ঘাটের ভাটির দিকে জাল তোলার সময় ঝাকি দিলে বুঝতে পারেন বড় মাছ ধরা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় এক কাতলা মাছ ধরা পড়েছে। সকালেই বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসেন। এ ধরনের মাছ এর আগেও তিনি কয়েকটি পেয়েছেন। মাঝেমধ্যে এ ধরনের বড় মাছ পেলেই তাদের কয়েকদিনের খরচের টাকা উঠে বেশ লাভ হয়।

ব্যবসায়ী চান্দু মোল্লা আরো জানান, মাছটি কেনার পরই ঢাকার পরিচিত ব্যক্তিদের সাথে যোগাযোগ করেন। এক ব্যবসায়ী মাছটিকে দ্রুত ঢাকায় পাঠানোর কথা বললে এখন পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। কত টাকা দরে বিক্রি করলেন জানতে চাইলে বলেন, তাঁর কাছে ১৬০০ টাকা কেজি দরে কিনেছি বলে জানিয়েছে। এখন দরদাম ঠিক হয়নি। তবে কেনা দামের থেকে কিছুটা বেশি হলেও তিনি দিবেন। সে হিসেবে তার ধারণা অন্তত ১ হাজার ৬৫০ টাকা কেজি দর হলে দিবেন। সে হিসেবে মাছটির দাম আসবে প্রায় ৩৩ হাজার ৮০০ টাকা। সাথে যাওয়া আসার খরচও দিবেন।