ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে কাপর বাজারের অধিকাংশ কাপরের দোকান অর্ধেক সাটার খোলা রেখে মালামাল বিক্রি করতে দেখা গেছে। লকডাউনের সরকারী বিধি নিষেধের তোয়াক্কা না করে প্রশাসনের নজর ফাঁকি দিয়ে দোকানিরা এসব দোকান অর্ধেক খোলা রেখে বেচা কেনা চালিয়ে যাচ্ছেন। খোলা রাখা হচ্ছে অপ্রয়োজনীয় অন্যান্য দোকানও। ভিড় বেড়েছে নিত্য প্রয়োজনীয় দোকান গুলোতেও।
এতে করোনা মহামারি ঝুঁকি ও আক্রান্ত আরো বাড়ছে। প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃত্যু বাড়লের দোকানি ও সাধারন মানুষের মধ্যে কোন সচেতনতা দেখা যায়নি। কাপর বাজারের পাশাপাশি অপ্রয়োজণীয় প্লাষ্টিক ও পলিথিন, সুতা ও রেক্সিনের দোকানও খোলা রেখে বিক্রি করতে দেখা যায়। অপ্রয়োজণীয় দোকান গুলো সম্পূর্ণ বন্ধ রাখার কথা থাকলেও এ বিধি নিষেধ মানতে দেখা যায়নি দোকানিদের।
একই সাথে বাজারের বিভিন্ন স্থানে সাধারন মানুষের ভিড়ও লক্ষ করা গেছে। গত কয়েক দিনের চেয়ে আজ দুই দিন বাজারে মানুষের যাতায়াত ও অপ্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করতে দেখা যায়।