০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নৌকা প্রার্থীর পক্ষে সাংবাদিকদের সাথে সাবেক ছাত্রলীগ নেতার মতবিনিময়

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রোববার রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার সাধারণ নির্বাচন। শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী এবং তাঁদের সমর্থকরা। শুক্রবার দুপুরে নৌকার মেয়র প্রার্থী নজরুল ইসলাম মন্ডলের পক্ষে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

গোয়ালন্দ বাসষ্ট্যান্ডে অবস্থিত ব্যক্তিগত কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, ফকীর আমজাদ হোসেন, পৌর আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাদল বিশ্বাস প্রমূখ।

সভায় এবিএম বাতেন বলেন, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে এক ব্যক্তি মেয়র নির্বাচিত হয়ে আসছেন। সারা বছর কোন খোঁজ খবর না থাকলেও নির্বাচন আসলেই ভোটারদের বোকা বানিয়ে মেয়র নির্বাচিত হয়। পৌরসভার কোথায় কি অবস্থা, জনগন কিভাবে চলাচল করছে কোন খবর নেই। বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। সারাদেশ যেখানে উন্নয়নে ভরপুর, সেখানে গোয়ালন্দ পৌরসভার কি হাল? সাধারণ ভোটারদের পাশাপাশি সমাজের দর্পন হিসেবে আপনারা (সাংবাদিকরা) পৌরসভার বেহাল দশা তুলে ধরুন। মানুষের বিবেককে জাগিয়ে তোলুন। ১৪ ফেব্রুয়ারীর নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। নৌকা বিজয়ী হলে গোয়ালন্দ পৌরসভার চেহারার পরিবর্তন ঘটবে।

আ.লীগের নৌকার মেয়র প্রার্থী নজরুল ইসলাম মন্ডল বলেন, আমাকে একটিবার সুযোগ করে দিন। নৌকাকে যদি বিজয়ী না করুন তাহলে সারা জীবন অবহেলিতই থেকে যাবে গোয়ালন্দ পৌরসভা। বর্তমান সরকারের আমলে পিছিয়ে পড়া গোয়ালন্দ পৌরসভাকে সামনের দিকে এগিয়ে নিতে আপনাদের কাছে একটি করে ভোট প্রার্থনা করছি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন, নৌকায় ভোট দিয়ে ১৪ ফেব্রুয়ারী নজরুল ইসলাম মন্ডলকে মেয়র নির্বাচিত করতে হবে। পৌরসভার একটি রাস্তাও ভালো নেই যেখান দিয়ে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। উপজেলার অন্যান্য ইউনিয়ন থেকে ভালোভাবে যাতায়াত করা গেলেও পৌরসভায় প্রবেশ করলে ঝাকিতেই বলে দেয় পৌরসভার মধ্যে ঢুকেছি।

গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নজরুল ইসলাম মন্ডল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র শেখ মো. নিজামের ছোট ভাই, শেখ মো. নজরুল ইসলাম (জগ) ও জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সাংবাদিক হেলাল মাহমুদ (লাঙ্গল)। এছাড়া ৩০ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ১১ জন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

নৌকা প্রার্থীর পক্ষে সাংবাদিকদের সাথে সাবেক ছাত্রলীগ নেতার মতবিনিময়

পোস্ট হয়েছেঃ ০৬:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রোববার রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার সাধারণ নির্বাচন। শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী এবং তাঁদের সমর্থকরা। শুক্রবার দুপুরে নৌকার মেয়র প্রার্থী নজরুল ইসলাম মন্ডলের পক্ষে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

গোয়ালন্দ বাসষ্ট্যান্ডে অবস্থিত ব্যক্তিগত কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, ফকীর আমজাদ হোসেন, পৌর আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাদল বিশ্বাস প্রমূখ।

সভায় এবিএম বাতেন বলেন, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে এক ব্যক্তি মেয়র নির্বাচিত হয়ে আসছেন। সারা বছর কোন খোঁজ খবর না থাকলেও নির্বাচন আসলেই ভোটারদের বোকা বানিয়ে মেয়র নির্বাচিত হয়। পৌরসভার কোথায় কি অবস্থা, জনগন কিভাবে চলাচল করছে কোন খবর নেই। বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। সারাদেশ যেখানে উন্নয়নে ভরপুর, সেখানে গোয়ালন্দ পৌরসভার কি হাল? সাধারণ ভোটারদের পাশাপাশি সমাজের দর্পন হিসেবে আপনারা (সাংবাদিকরা) পৌরসভার বেহাল দশা তুলে ধরুন। মানুষের বিবেককে জাগিয়ে তোলুন। ১৪ ফেব্রুয়ারীর নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। নৌকা বিজয়ী হলে গোয়ালন্দ পৌরসভার চেহারার পরিবর্তন ঘটবে।

আ.লীগের নৌকার মেয়র প্রার্থী নজরুল ইসলাম মন্ডল বলেন, আমাকে একটিবার সুযোগ করে দিন। নৌকাকে যদি বিজয়ী না করুন তাহলে সারা জীবন অবহেলিতই থেকে যাবে গোয়ালন্দ পৌরসভা। বর্তমান সরকারের আমলে পিছিয়ে পড়া গোয়ালন্দ পৌরসভাকে সামনের দিকে এগিয়ে নিতে আপনাদের কাছে একটি করে ভোট প্রার্থনা করছি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন, নৌকায় ভোট দিয়ে ১৪ ফেব্রুয়ারী নজরুল ইসলাম মন্ডলকে মেয়র নির্বাচিত করতে হবে। পৌরসভার একটি রাস্তাও ভালো নেই যেখান দিয়ে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। উপজেলার অন্যান্য ইউনিয়ন থেকে ভালোভাবে যাতায়াত করা গেলেও পৌরসভায় প্রবেশ করলে ঝাকিতেই বলে দেয় পৌরসভার মধ্যে ঢুকেছি।

গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নজরুল ইসলাম মন্ডল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র শেখ মো. নিজামের ছোট ভাই, শেখ মো. নজরুল ইসলাম (জগ) ও জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সাংবাদিক হেলাল মাহমুদ (লাঙ্গল)। এছাড়া ৩০ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ১১ জন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।