০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আইন শৃঙ্খলা কমিটির সভাঃ ‘দৌলতদিয়া ঘাটে শ্রমজীবীদের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেয়ার আহ্বান’

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে সোমবার উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বহুল কাঙ্খিত পদ্মা সেতু করায় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ জানানো হয়। সাথে গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটের ওপর নির্ভরশীল শ্রমজীবী অনেক মানুষদের বিকল্প কর্মসংস্থানের জন্য উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়।

গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, উপজেলা আ.লীগের সহসভাপতি শহিদুল ইসলাম খান, এনায়েত হোসেন জাকির, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি রাশেদ রায়হান প্রমূখ।

সভায় দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, ঘাটের ওপর নির্ভরশীল কয়েকশ শ্রমজীবী মানুষ জীবিকা নির্বাহ করতো। গত পদ্মা সেতু চালু হওয়ার পর দিন গত রোববার থেকে দৌলতদিয়া ঘাটের চিত্র অনেকটা পাল্টে গেছে। যেখানে প্রতিদিন কয়েকশ গাড়ি ফেরিতে নদী পাড়ি দিতে সিরিয়াল দিয়ে থাকতো। এই গাড়ি পার করতে নামে বেনামে নিয়োজিত ছিল কয়েকশ শ্রমিক। এখন গাড়ির সংখ্যা অর্ধেকের নিচে নেমে যাওয়ায় তারা অনেকে বেকার হয়ে পড়ছেন। এতে করে ঘাট এলাকায় মাদকের বিস্তার বাড়বে। ছিনতাই, দালালি, জুয়া সহ নানা ধরনের অপরাধ প্রবণতা বাড়ার শঙ্কা রয়েছে।

উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী বলেন, পদ্মা সেতু চালু হওয়া যেমন আমাদের জন্য অনেক গৌরবের, অহংকার বয়ে এনেছে। পাশাপাশি দৌলতদিয়া ঘাট এলাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আগত মানুষদের জন্য স্বস্তি এনে দিয়েছে। ঘাটের ওপর নির্ভরশীল যারা তাদের কর্মসংস্থান কমে যাওয়ায় অনেকে এখন নানা অপরাধে জড়িয়ে পড়বে। এ জন্য বিকল্প উপায় বা কর্মসংস্থানের উদ্যোগ নিতে হবে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, অনেক দিন ধরেই ঘাটের ওপর নির্ভরশীলদের বিকল্প কর্মসংস্থানের পথ খুঁকে নিতে বার বার বলা হয়েছে। এ জন্য ঘাট এলাকায় আরো অপরাধ কর্মকান্ড বেড়ে যাবে বা বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে এটাও ঠিক। তাই বলে অপরাধ কোনভাবে বাড়তে দেয়া যাবে না।

ইউএনও মো. জাকির হোসেন বলেন,  দৌলতদিয়া ঘাটে দীর্ঘদিন মানুষ ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন যানবাহন আটকে থাকায় যে অবর্ননীয় দুর্ভোগ পোহাতো অন্তত তা থেকে সকলে স্বস্তি পাবে। এটা অবশ্যই সবার জন্য স্বস্তিকর খবর। তবে ঘাটের ওপর নির্ভরশীল শ্রমজীবী মানুষের কিভাবে বিকল্প কর্মসংস্থান চালু করা যায় তা নিয়ে ভাবতে শুরু করেছি। এখানকার পেশাজীবী মানুষদের নিয়ে প্রয়োজনে সভা করা হবে। তবে নিজ থেকে তাদেরকে কর্মসংস্থানের পথ বের করে নেওয়ার কথা জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

আইন শৃঙ্খলা কমিটির সভাঃ ‘দৌলতদিয়া ঘাটে শ্রমজীবীদের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেয়ার আহ্বান’

পোস্ট হয়েছেঃ ০৪:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে সোমবার উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বহুল কাঙ্খিত পদ্মা সেতু করায় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ জানানো হয়। সাথে গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটের ওপর নির্ভরশীল শ্রমজীবী অনেক মানুষদের বিকল্প কর্মসংস্থানের জন্য উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়।

গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, উপজেলা আ.লীগের সহসভাপতি শহিদুল ইসলাম খান, এনায়েত হোসেন জাকির, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি রাশেদ রায়হান প্রমূখ।

সভায় দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, ঘাটের ওপর নির্ভরশীল কয়েকশ শ্রমজীবী মানুষ জীবিকা নির্বাহ করতো। গত পদ্মা সেতু চালু হওয়ার পর দিন গত রোববার থেকে দৌলতদিয়া ঘাটের চিত্র অনেকটা পাল্টে গেছে। যেখানে প্রতিদিন কয়েকশ গাড়ি ফেরিতে নদী পাড়ি দিতে সিরিয়াল দিয়ে থাকতো। এই গাড়ি পার করতে নামে বেনামে নিয়োজিত ছিল কয়েকশ শ্রমিক। এখন গাড়ির সংখ্যা অর্ধেকের নিচে নেমে যাওয়ায় তারা অনেকে বেকার হয়ে পড়ছেন। এতে করে ঘাট এলাকায় মাদকের বিস্তার বাড়বে। ছিনতাই, দালালি, জুয়া সহ নানা ধরনের অপরাধ প্রবণতা বাড়ার শঙ্কা রয়েছে।

উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী বলেন, পদ্মা সেতু চালু হওয়া যেমন আমাদের জন্য অনেক গৌরবের, অহংকার বয়ে এনেছে। পাশাপাশি দৌলতদিয়া ঘাট এলাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আগত মানুষদের জন্য স্বস্তি এনে দিয়েছে। ঘাটের ওপর নির্ভরশীল যারা তাদের কর্মসংস্থান কমে যাওয়ায় অনেকে এখন নানা অপরাধে জড়িয়ে পড়বে। এ জন্য বিকল্প উপায় বা কর্মসংস্থানের উদ্যোগ নিতে হবে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, অনেক দিন ধরেই ঘাটের ওপর নির্ভরশীলদের বিকল্প কর্মসংস্থানের পথ খুঁকে নিতে বার বার বলা হয়েছে। এ জন্য ঘাট এলাকায় আরো অপরাধ কর্মকান্ড বেড়ে যাবে বা বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে এটাও ঠিক। তাই বলে অপরাধ কোনভাবে বাড়তে দেয়া যাবে না।

ইউএনও মো. জাকির হোসেন বলেন,  দৌলতদিয়া ঘাটে দীর্ঘদিন মানুষ ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন যানবাহন আটকে থাকায় যে অবর্ননীয় দুর্ভোগ পোহাতো অন্তত তা থেকে সকলে স্বস্তি পাবে। এটা অবশ্যই সবার জন্য স্বস্তিকর খবর। তবে ঘাটের ওপর নির্ভরশীল শ্রমজীবী মানুষের কিভাবে বিকল্প কর্মসংস্থান চালু করা যায় তা নিয়ে ভাবতে শুরু করেছি। এখানকার পেশাজীবী মানুষদের নিয়ে প্রয়োজনে সভা করা হবে। তবে নিজ থেকে তাদেরকে কর্মসংস্থানের পথ বের করে নেওয়ার কথা জানান।