০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ, দুর্ভোগ

ষ্টাফ রিপোর্টারঃ বৈরী আবহাওয়ার কারণে দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজ বুধবার সকাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্র্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া কার্যালয় জানায়, বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত দিয়েছে। সেই সাথে অন্যান্য নদী বন্দরেও সতর্ক থাকতে বলা হয়েছে। বুধবার ভোর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাসের কারণে নদী উত্তাল হলে ছোট লঞ্চ বন্ধ রেখে বড় লঞ্চগুলি চালু রাখা হয়। কিন্তু বেলা বাড়ার সাথে পরিস্থিতি আরো বেশি খারাপ হলে নদী আরো বেশি উত্তাল হয়ে উঠে। দুর্ঘটনা এড়াতে সকাল ৮টা থেকে বড় লঞ্চও বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে সব ধরনের লঞ্চ বন্ধ রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আগত যাত্রীদের লঞ্চের পরিবর্তে ফেরিতে নদী পাড়ি দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

লঞ্চ মালিক সমিতি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক নুরুল আনোয়ার বলেন, সকাল থেকে বৈরী আবহাওয়ার মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক যাত্রী ঘাটে পৌছতে থাকে। বৃষ্টিতে ভিজে তারা বিপাকে পড়েন। এছাড়া নদীতে নতুন করে তৃতীয় দফায় পানি বাড়তে থাকায় প্রচন্ড স্রোত দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে উর্দ্বোতন কর্তৃপক্ষের নির্দেশে দুর্ঘটনা এড়াতে লঞ্চ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে সকাল ৮টা থেকে আমরা সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখি। এসময় ঘাটে আসা যাত্রীদেরকে ফেরিতে নদী পাড়ি দেওয়ার পরামর্শ দিয়ে ফেরি ঘাটের দিকে পাঠিয়ে দেই।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন বলেন, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বাতাস থাকায় নদীতে উত্তাল ঢেউ সৃষ্টি হয়। যে কারণে নৌযানগুলি চলাচল করছিল অনেকটা ঝুঁকি নিয়ে। দুর্ঘটনা যাতে না ঘটে এ জন্য আমি উর্দ্বোতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে প্রথম দফায় ছোট লঞ্চ বন্ধ রেখে বড়গুলি চালু রাখি। কিন্তু আবহাওয়া পরিস্থিতি আরো বেশি খারাপ হলে সব লঞ্চ বন্ধ করে দেই। আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত এই রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ থাকায় লঞ্চ পারাপার যাত্রীরা ফেরিতে নদী পাড়ি দেয়। এ কারণে বাড়তি যাত্রীর চাপ পড়তে থাকে ফেরি ঘাটে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরি ঘাটে আসা যাত্রীরাও বিপাকে পড়েন। বৃষ্টিতে ভিজে নদী পাড়ি দেয়।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহবুব আলী সরদার জানান, বর্তমানে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৬টি ফেরি চলছে। কিন্তু দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে যানবাহন গুলি দ্রুত নদী পাড়ি দিতে পারছে না। একদিকে নদীতে ফের পানি বাড়তে থাকায় স্রোতের মাত্রা অনেক বেড়েছে। এখন একেকটি ফেরি নদী পাড়ি দিতে সময়ও লাগছে বেশি। যে কারণে দুপুরের পর থেকে ঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী গাড়ির লম্বা লাইন তৈরী হচ্ছে। লঞ্চ ঘাটের যাত্রীরাও ঝুঁকি এড়াতে লঞ্চের পরিবর্তে ফেরিতে নদী পাড়ি দিচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে এ সব যাত্রীদের বাড়তি দুর্ভোগে পড়তে হচ্ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ, দুর্ভোগ

পোস্ট হয়েছেঃ ০৭:৪২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ বৈরী আবহাওয়ার কারণে দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজ বুধবার সকাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্র্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া কার্যালয় জানায়, বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত দিয়েছে। সেই সাথে অন্যান্য নদী বন্দরেও সতর্ক থাকতে বলা হয়েছে। বুধবার ভোর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাসের কারণে নদী উত্তাল হলে ছোট লঞ্চ বন্ধ রেখে বড় লঞ্চগুলি চালু রাখা হয়। কিন্তু বেলা বাড়ার সাথে পরিস্থিতি আরো বেশি খারাপ হলে নদী আরো বেশি উত্তাল হয়ে উঠে। দুর্ঘটনা এড়াতে সকাল ৮টা থেকে বড় লঞ্চও বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে সব ধরনের লঞ্চ বন্ধ রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আগত যাত্রীদের লঞ্চের পরিবর্তে ফেরিতে নদী পাড়ি দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

লঞ্চ মালিক সমিতি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক নুরুল আনোয়ার বলেন, সকাল থেকে বৈরী আবহাওয়ার মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক যাত্রী ঘাটে পৌছতে থাকে। বৃষ্টিতে ভিজে তারা বিপাকে পড়েন। এছাড়া নদীতে নতুন করে তৃতীয় দফায় পানি বাড়তে থাকায় প্রচন্ড স্রোত দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে উর্দ্বোতন কর্তৃপক্ষের নির্দেশে দুর্ঘটনা এড়াতে লঞ্চ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে সকাল ৮টা থেকে আমরা সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখি। এসময় ঘাটে আসা যাত্রীদেরকে ফেরিতে নদী পাড়ি দেওয়ার পরামর্শ দিয়ে ফেরি ঘাটের দিকে পাঠিয়ে দেই।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন বলেন, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বাতাস থাকায় নদীতে উত্তাল ঢেউ সৃষ্টি হয়। যে কারণে নৌযানগুলি চলাচল করছিল অনেকটা ঝুঁকি নিয়ে। দুর্ঘটনা যাতে না ঘটে এ জন্য আমি উর্দ্বোতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে প্রথম দফায় ছোট লঞ্চ বন্ধ রেখে বড়গুলি চালু রাখি। কিন্তু আবহাওয়া পরিস্থিতি আরো বেশি খারাপ হলে সব লঞ্চ বন্ধ করে দেই। আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত এই রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ থাকায় লঞ্চ পারাপার যাত্রীরা ফেরিতে নদী পাড়ি দেয়। এ কারণে বাড়তি যাত্রীর চাপ পড়তে থাকে ফেরি ঘাটে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরি ঘাটে আসা যাত্রীরাও বিপাকে পড়েন। বৃষ্টিতে ভিজে নদী পাড়ি দেয়।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহবুব আলী সরদার জানান, বর্তমানে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৬টি ফেরি চলছে। কিন্তু দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে যানবাহন গুলি দ্রুত নদী পাড়ি দিতে পারছে না। একদিকে নদীতে ফের পানি বাড়তে থাকায় স্রোতের মাত্রা অনেক বেড়েছে। এখন একেকটি ফেরি নদী পাড়ি দিতে সময়ও লাগছে বেশি। যে কারণে দুপুরের পর থেকে ঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী গাড়ির লম্বা লাইন তৈরী হচ্ছে। লঞ্চ ঘাটের যাত্রীরাও ঝুঁকি এড়াতে লঞ্চের পরিবর্তে ফেরিতে নদী পাড়ি দিচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে এ সব যাত্রীদের বাড়তি দুর্ভোগে পড়তে হচ্ছে।